
জম্মু ও কাশ্মীরে খোঁজ মিলল বিপুল পরিমাণ লিথিয়ামের। প্রায় ৬০ লক্ষ টন লিথিয়াম রয়েছে বলে জানা গেছে। এটাই দেশের প্রথম লিথিয়াম আবিষ্কার। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (GSI) অন্যতম বড় সাফল্য এটি।
কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে খবরটি প্রকাশ্যে আনা হয়েছে। মিনিস্ট্রি অফ মাইনস-র ট্যুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই প্রথম ৫৯ লক্ষ টন লিথিয়ামের সন্ধান পেয়েছে। জম্মু ও কাশ্মীরের রিয়েসি জেলার সালাল-হাইমানা অঞ্চলে পাওয়া গেছে এই লিথিয়াম।
বর্তমানে ভারতে ব্যাটারি গাড়ির পরিমাণ ধীরে ধীরে বাড়ছে। এমনকি বেশিরভাগ মোবাইলেও এখন লিথিয়ামের ব্যাটারি ব্যবহার করা হচ্ছে। ভারতে এতদিন লিথিয়াম পাওয়া যেত না। একাধিক দেশ থেকে আমদানি করতে হতো। আমদানি খরচ বাড়ায় পণ্যের দামও বেড়ে যেত। গবেষকদের মতে, দেশের অভ্যন্তরে যদি লিথিয়াম পাওয়া যায় তাহলে ব্যাটারিজাত পণ্যের দাম কমবে।
শুধু জম্মু ও কাশ্মীরেই নয়, গোটা দেশ জুড়ে সার্ভে চালিয়েছিল জিএসআই। ৫১ টি খনিজ পদার্থের ব্লক উদ্ধার করে। তার মধ্যে লিথিয়াম বাদে রয়েছে ৫টি সোনার খনি, পটাশ, মলিবডেনাম মিশ্রিত ব্লকের খনি। অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু ও তেলেঙ্গানা থেকে খনিজ উদ্ধার করা হয়েছে।
মন্ত্রকের তরফ থেকে আরও বলা হয়েছে, ২০২৩-২৪ বর্ষে জিএসআই একগুচ্ছ প্রকল্প গ্রহণ করেছে। ৯৬৬টি কর্মসূচি নেওয়া হচ্ছে। যার মাধ্যমে ৩১৮ রকমের খনিজ পদার্থের সন্ধান করা হবে। এর মধ্যে ১২টি সামুদ্রিক খনিজও রয়েছে।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন