Bharat Jodo Yatra: '১০০ জনের হাতে দেশের অর্ধেক সম্পদ', মোদী সরকারের 'বাস্তবতা' নিয়ে সরব রাহুল

রাহুল বলেন, 'এখন দেশের জনসংখ্যা ১৪০ কোটি। আর দেশে ১০০জন ধনবান ব্যক্তি রয়েছেন। তাদের কাছে দেশের ৫০ শতাংশ ধনসম্পদ। এর মধ্যে কি আপনি কোনও ন্যায় বিচার খুঁজে পাচ্ছেন?'
Bharat Jodo Yatra: '১০০ জনের হাতে দেশের অর্ধেক সম্পদ', মোদী সরকারের 'বাস্তবতা' নিয়ে সরব রাহুল

কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প, জিএসটি-র পাশাপাশি দেশের সম্পদ একশ্রেণীর মানুষের হাতে কুক্ষিগত হওয়া নিয়ে সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

শুক্রবার, হরিয়ানায় ‘ভারত জোড়ো যাত্রা’-কালে দেশের কর্পোরেট সংস্থাগুলির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সোনিয়া-তনয়। এদিন রাহুল বলেন, ‘দুটি ভারত তৈরি করেছে এই সরকার। একটি ভারতে থাকেন গরিব ও সাধারণ মানুষ। আর অপর ভারতে থাকেন ২০০-৩০০জন মানুষ। যাদের হাতে অধিকাংশ সম্পদ কুক্ষিগত। আর আপনাদের হাতে কিছুই নেই। আপনাদের কাছে রয়েছে পানিপতের বাতাস। কিন্তু তাতেও শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এটা আসলে ক্যানসার।’

তিনি বলেন, ‘একটা প্রশ্ন আমার মনে আসছে। এখন দেশের জনসংখ্যা ১৪০ কোটি। আর দেশে ১০০জন ধনবান ব্যক্তি রয়েছেন। তাদের কাছে দেশের ৫০ শতাংশ ধনসম্পদ। এর মধ্যে কি আপনি কোনও ন্যায় বিচার খুঁজে পাচ্ছেন? এটাই নরেন্দ্র মোদী সরকারের আসল বাস্তবতা।’

মোদী সরকার অবস্থান নিয়েও এদিন প্রশ্ন তোলেন রাহুল গান্ধী। তিনি বলেন, ‘আপনি দেশের কর্পোরেট সংস্থার লাভের দিকগুলো একবার খেয়াল করুন। ২০টি কর্পোরেট সংস্থার মধ্যে ৯০ শতাংশ লাভ কুক্ষিগত হচ্ছে। দেশের ৫০ শতাংশ সম্পদ রয়েছে ১০০জন ধনী মানুষের হাতে। এটাই নরেন্দ্র মোদী সরকারের আসল সত্যি।’

অগ্নিপথ প্রকল্প নিয়ে সরকারকে নিশানা করে রাহুল বলেন, ‘আগে আমাকে বুঝিয়ে দিন অগ্নিপথ স্কিম কী। বিজেপির লোকেরা বলে যে তারা দেশপ্রেমিক, আমাকে তাদের দেশপ্রেম বোঝান।’

একইসঙ্গে, বিজেপি শাসিত হরিয়ানায় বেকারত্বের সংখ্যা নিয়ে সরব হন প্রাক্তন কংগ্রেস সভাপতি। রাহুলের কথায়, ‘একবিংশ শতাব্দীতে হরিয়ানা বেকারত্বে চ্যাম্পিয়ন হয়েছে। বেকারত্বে আপনারা সবাইকে পিছনে ফেলে দিয়েছেন।’ রাহুলের ভাষণের মাঝেই জনসভা থেকে এক ব্যক্তি তাঁকে সমর্থন করে বলেন, রাজ্যে বেকারত্বের হার ৩৮ শতাংশ!

Bharat Jodo Yatra: '১০০ জনের হাতে দেশের অর্ধেক সম্পদ', মোদী সরকারের 'বাস্তবতা' নিয়ে সরব রাহুল
জম্মু-কাশ্মীরে নয়া সমীকরণ! গুলাম নবি আজাদের শিবির থেকে কংগ্রেসে ফিরলেন একাধিক প্রাক্তন নেতা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in