Bharat Jodo Yatra: গেহলট ও পাইলট কংগ্রেসের 'সম্পদ' - রাহুল গান্ধী

২০২০ সালে মধ্যপ্রদেশে কংগ্রেসের একাধিক বিধায়ক দল ত্যাগ করায় কমল নাথ সরকারের পতন ঘটে। সেই প্রসঙ্গ টেনে এদিন রাহুল বলেন, তাঁদেরকে (দলত্যাগী বিধায়কদের) আবার দলে জায়গা দেওয়া উচিত নয়।
অশোক গেহলট, রাহুল গান্ধী ও শচীন পাইলট
অশোক গেহলট, রাহুল গান্ধী ও শচীন পাইলটগ্রাফিক্স - আকাশ

যখন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (CM Ashok Gehlot) ও শচীন পাইলটের (Sachin Pilot) মধ্যে দ্বন্দ্ব চরমে, তখন দুই কংগ্রেস নেতাকেই 'কংগ্রেসের সম্পদ' বলে দাবি করেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)।

সোমবার, মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরে 'ভারত জোড়ো যাত্রা'র (Bharat Jodo Yatra) মাঝে রাহুল গান্ধী বলেন, 'এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না। তবে, আমি একটা কথা বলতে পারি, তা হল অশোক গেহলট এবং শচীন পাইলট উভয়ই কংগ্রেসের সম্পদ।'

জানা যাচ্ছে, আগামী ৪ ডিসেম্বর, রাজস্থানে (Rajasthan) পৌঁছাবে রাহুল গান্ধীর 'ভারত জোড়ো যাত্রা'। তার আগে, মধ্যপ্রদেশ থেকে রাজস্থানের দুই কংগ্রেস নেতার মাঝে বিতর্কে জল ঢেলে, একসঙ্গে চলার বার্তা দিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি।

তবে, মধ্যপ্রদেশে কংগ্রেস থেকে যেসব বিধায়ক (MLA) বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁদের প্রতি কঠোর মনোভাব ব্যক্ত করেছেন সোনিয়া পুত্র। ২০২০ সালে মধ্যপ্রদেশে কংগ্রেসের একাধিক বিধায়ক দল ত্যাগ করায় কমল নাথ সরকারের (Kamal Nath government) পতন ঘটে। সেই প্রসঙ্গ টেনে এদিন রাহুল বলেন, তাঁদেরকে (দলত্যাগী বিধায়কদের) আবার দলে জায়গা দেওয়া উচিত নয়।

যদিও তিনি জানান, 'এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব মধ্যপ্রদেশ নেতৃত্বের। তবে এটি আমার ব্যক্তিগত মতামত, যে সমস্ত বিধায়ক কংগ্রেস সরকারকে ভেঙে দেওয়ার জন্য বিজেপির কাছ থেকে টাকা নিয়েছেন, তাদের আবার দলে জায়গা দেওয়া উচিত নয়। কারণ, তাঁদের বিজেপি (BJP) কিনে নিয়েছে, তাঁরা বিশ্বাসযোগ্য হতে পারে না।'

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল জানান, ভারত জোড়ো যাত্রার সময় তিনি দল বা অন্য কোনও রাজনৈতিক বিষয় নিয়ে ভাবছেন না।

তিনি বলেন, 'ভারত জোড়ো যাত্রা কি কংগ্রেসের উপর কোন প্রভাব ফেলবে?' এই প্রশ্নের উত্তরে আমি বলতে পারি - এই সমস্ত বিষয় নিয়ে আমি ভাবছি না। এমনকি কংগ্রেসের কথাও ভাবছি না। আমি প্রতিদিন ২৫ কিলোমিটার হাঁটছি, মানুষের সাথে দেখা করছি এবং তাদের কথা শুনছি। (ভারত জোড়ো) যাত্রার দিকেই সম্পূর্ণ মনোনিবেশ করেছি আমি।'

অশোক গেহলট, রাহুল গান্ধী ও শচীন পাইলট
Bharat Jodo Yatra: যারা বীরসা মুন্ডাকে ফাঁসি দিয়েছে RSS সেই ব্রিটিশদের সমর্থন করেছে - রাহুল গান্ধী
অশোক গেহলট, রাহুল গান্ধী ও শচীন পাইলট
'ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি' - কংগ্রেসের 'Bharat jodo Yatra'-য় যোগ দেবেন ফারুক আবদুল্লাহ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in