Bharat Jodo Yatra: 'ভারত জোড়ো যাত্রা' বন্ধ করতে COVID স্রেফ অজুহাত, অভিযোগ রাহুলের - পাশে শিবসেনা

এদিন রাহুল জানান, ‘এই (ভারত জোড়ো) যাত্রা কাশ্মীর পর্যন্ত পৌঁছাবে। তাঁরা (বিজেপি) এখন নতুন ধারণা নিয়ে এসেছে। আমাকে চিঠি লিখে জানিয়েছে, করোনা আসছে, তাই যাত্রা বন্ধ করুন।
রাহুলের পাশে শিবসেনা
রাহুলের পাশে শিবসেনাফাইল ছবি

ভারতের সত্যকে ভয় পায় বিজেপি (BJP)। তাই, ভারত জোড়ো যাত্রা (Barat Jodo Yatra) বন্ধ করার জন্য করোনাকে একটি অজুহাত হিসাবে ব্যবহার করছে কেন্দ্র। বৃহস্পতিবার, হরিয়ানায় সাংবাদিক সম্মেলনে এমনই দাবি করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।

এদিন তিনি জানান, ‘এই (ভারত জোড়ো) যাত্রা কাশ্মীর পর্যন্ত পৌঁছাবে। তাঁরা (বিজেপি) এখন নতুন ধারণা নিয়ে এসেছে। আমাকে চিঠি লিখে জানিয়েছে, করোনা আসছে, তাই যাত্রা বন্ধ করুন। দেখুন, এখন যাত্রা বন্ধ করার জন্য অজুহাত তৈরি করা হচ্ছে। মাস্ক পরুন, যাত্রা বন্ধ করুন - এসবই অজুহাত। আসলে তাঁরা (বিজেপি) এই দেশের শক্তি ও সত্যকে ভয় পায়।’

অন্যদিকে, 'ভারত জোড়ো যাত্রা' (Bharat Jodo Yatra) নিয়ে রাহুল গান্ধীকে যে চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক, তার কঠোর সমালোচনা করেছে শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী)।

দলীয় মুখপাত্র সামনা (Saamana)-র সম্পাদকীয়তে লেখা হয়েছে, ‘ভারত জোড়ো যাত্রায় করোনা বিধি (Covid Protocol) মেনে চলার পরামর্শ এবং তা না হলে পদযাত্রা বন্ধ করার পরামর্শ দিয়েছেন মনসুখ মান্ডব্য। এদিকে, ভারত জোড়ো যাত্রার ১০০ দিন পূর্ণ করেছেন রাহুল গান্ধী। ভারত জোড়ো যাত্রা ঘিরে ক্রমশ জনসমর্থন বাড়ছে। সরকার এটি বন্ধ করতে পারেনি। তাই মনে হচ্ছে, আইন বা ষড়যন্ত্রের মাধ্যমে 'কোভিড -১৯' ভাইরাস প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার।’

একইসঙ্গে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে 'সামনা'য় লেখা হয়েছে, ‘ভারত জোড়ো' যাত্রার ভিড়ের কারণে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা সঠিক। কিন্তু, গত তিন বছর আগে যখন করোনা সকলের সর্বনাশ করেছে, তখন আপনিই (মোদী) একমাত্র ব্যক্তি, যিনি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে গুজরাটে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তাঁকে সম্মান জানাতে লক্ষ লক্ষ মানুষকে জড়ো করেছিলেন।’

গত মঙ্গলবার, রাহুল গান্ধীকে লেখা চিঠিতে স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য (Health Minister Mansukh Mandaviya) জানান, ‘কংগ্রেসের যাত্রার সময় মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার সহ বিভিন্ন করোনা বিধি মেনে চলার জন্য (রাহুল গান্ধীকে) অনুরোধ করছি এবং যাঁদের কোভিড টিকা নেওয়া থাকবে তাঁরাই কেবলমাত্র এই যাত্রায় অংশ নিতে পারবেন।’

তিনি চিঠিতে আরও লেখেন, ‘যদি এই করোনা বিধি মেনে চলা না হয়, তাহলে নাগরিকদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এবং দেশকে মহামারী করোনা থেকে বাঁচাতে জাতির স্বার্থে এই ভারত জোড়ো যাত্রা বন্ধ করার অনুরোধ করছি।’

এই চিঠির পরেই 'ভারত জোড়ো যাত্রা' নিয়ে রাজনীতির অভিযোগ করেছে কংগ্রেস। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এখন তো দেশের বিভিন্ন প্রান্তে জনসভা হচ্ছে। সেখানে কোনও সমস্যা হচ্ছে না কেন্দ্রীয় সরকারের। একমাত্র ব্যতিক্রম হল রাহুল গান্ধীর 'ভারত জোড়ো যাত্রা'।

এই প্রসঙ্গে বুধবার, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot) দাবি করেন, ‘রাজস্থানে ভারত জোড়ো যাত্রায় বিপুল জনসমাগম দেখে বিজেপি এবং মোদী সরকার এতটাই শঙ্কিত যে, তাঁরা (বিজেপি) রাজস্থানে করোনা বিধি (কোভিড -১৯ প্রোটোকল) মানার জন্য রাহুল গান্ধীকে চিঠি লিখেছে।’

তিনি আরও অভিযোগ করেন, স্বাস্থ্যমন্ত্রীর চিঠি লেখার উদ্দেশ্য কখনোই জনস্বার্থে নয়, এটি পুরোটাই ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।

তিনি বলেন, ‘দু'দিন আগে ত্রিপুরায় সমাবেশ করেছেন প্রধানমন্ত্রী মোদী (PM Modi), যেখানে কোনও করোনা বিধি (কোভিড -১৯ প্রোটোকল) মানা হয়নি। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময়ও, পশ্চিমবঙ্গে সমাবেশ করেছিলেন প্রধানমন্ত্রী। তাই, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশ্য যদি রাজনৈতিক না হয়ে থাকে এবং তাঁর উদ্বেগ যদি ন্যায়সঙ্গত হয় তাহলে প্রথমে প্রধানমন্ত্রীকে চিঠি লেখা উচিত ছিল।'

আরও পড়ুন

রাহুলের পাশে শিবসেনা
রাহুলের 'Bharat Jodo Yatra'য় হাঁটার 'অপরাধে' সাসপেন্ড আদিবাসী স্কুল শিক্ষক
রাহুলের পাশে শিবসেনা
Bharat Jodo Yatra: যারা বীরসা মুন্ডাকে ফাঁসি দিয়েছে RSS সেই ব্রিটিশদের সমর্থন করেছে - রাহুল গান্ধী

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in