Aurangabad: ছত্রপতি শম্ভাজীনগর - বিজেপি শাসিত মহারাষ্ট্রে ১২৫ বছরের পুরোনো ঔরঙ্গাবাদ স্টেশনের নামবদল

People's Reporter: রেল স্টেশনের নাম বদলের তিন বছর আগেই মহারাষ্ট্রের একনাথ শিন্ধের সরকার ঔরঙ্গাবাদ শহরের নাম বদল করে রেখেছিল ছত্রপতি শম্ভাজীনগর। এবার নাম বদলে গেল স্টেশনেরও।
বদলানো হচ্ছে স্টেশনের নামের স্টিকার
বদলানো হচ্ছে স্টেশনের নামের স্টিকারছবি এক্স হ্যান্ডেল ভিডিও থেকে স্ক্রিনশট
Published on

প্রায় নিঃশব্দে বদলে ফেলা হল আরও এক রেলস্টেশনের নাম। শতাধিক বছরের পুরোনো স্টেশন ঔরঙ্গাবাদ (Aurangabad) স্টেশনের নাম বদলে হল ছত্রপতি শম্ভাজীনগর (Chhatrapati Sambhajinagar)। গত শনিবার এই বিষয়ে দক্ষিণ মধ্য রেলওয়ের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়। মহারাষ্ট্রের বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি সরকারের সৌজন্যে এই নাম বদল সম্পন্ন হয়েছে।

রেল স্টেশনের নাম বদলের তিন বছর আগেই মহারাষ্ট্রের একনাথ শিন্ধের সরকার ঔরঙ্গাবাদ শহরের নাম বদল করে রেখেছিল ছত্রপতি শম্ভাজীনগর। এবার নাম বদলে গেল স্টেশনেরও। রেলওয়ের বিজ্ঞপ্তি অনুসারে নান্দেদ ডিভিশনের নতুন স্টেশনের কোড নির্ধারিত হয়েছে ‘সিপিএসএন’ (CPSN)।

চলতি মাসের ১৫ তারিখ মহারাষ্ট্রের ক্ষমতাসীন বিজেপি-শিবসেনা-এনসিপি (অজিত পাওয়ার) সরকার এই বিষয়ে এক গেজেট নোটিফিকেশন জারি করে। এর পরেই রেলওয়ের পক্ষ থেকে ছত্রপতি শিবাজীর পুত্রের নামে এই স্টেশনের নাম বদল করা হয়।

ঔরঙ্গাবাদ স্টেশন

ঔরঙ্গাবাদ রেলওয়ে স্টেশন তৈরি করা হয় ১৯০০ খ্রিস্টাব্দে। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের নামে এই স্টেশনের নামকরণ করা হয়। এই স্টেশনের উদ্বোধন করেছিলেন হায়দারাবাদের সপ্তম নিজাম মীর ওসমান আলি খান। তাঁর তৈরি করা গোদাবরী ভ্যালি রেলওয়ে কোম্পানীর অন্তর্গত ছিল এই স্টেশন। যা ছিল নিজাম’স গ্যারান্টেড স্টেট রেলওয়ের অন্তর্গত। এই রেল সংস্থা ১৯৫০ সালে জাতীয়করণ হয় এবং ভারতীয় রেলের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়।

এই স্টেশনের সঙ্গে দেশের বিভিন্ন রেল স্টেশনের যোগাযোগ আছে। নান্দেদ ডিভিশনের এই একটিমাত্র স্টেশন এ-১ শ্রেণীভুক্ত ছিল। দেশের মডেল স্টেশনগুলির মধ্যেও অন্যতম ছিল এই স্টেশন। এই স্টেশন থেকেই ভারতীয় ইতিহাসের অন্যতম দ্রষ্টব্য এবং বর্তমানে ইউনেস্কোর হেরিটেজ সাইটের তালিকাভুক্ত অজন্তা, ইলোরা পৌঁছানো যায়।

বদলানো হচ্ছে স্টেশনের নামের স্টিকার
Maharashtra: এবার ঔরঙ্গাবাদ-ওসমানাবাদ শহরের নাম পরিবর্তন, যোগীর পথে সিন্ধে সরকার
বদলানো হচ্ছে স্টেশনের নামের স্টিকার
Maharashtra: মারাঠা সংরক্ষণ আন্দোলনের জেরে উত্তপ্ত রাজ্য, ছত্রপতি শম্ভাজিনগরে ইন্টারনেট পরিষেবা বন্ধ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in