
বিহার বিধানসভা নির্বাচনের আগে এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'ভোট চুরি'র ষড়যন্ত্র করার অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের ভোটার তালিকার ‘নিবিড়’ সংশোধনের জন্য নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রসঙ্গ একথা বলেছেন তিনি।
শুক্রবার ভুবনেশ্বরে 'সংবিধান বাঁচাও' সমাবেশে ভাষণ দেন রাহুল গান্ধী। সেখানে গিয়ে কংগ্রেস সাংসদ অভিযোগ করেন, "কমিশন বিজেপির একটি শাখা হিসেবে কাজ করছে"। রাহুলের দাবি, মহারাষ্ট্রের মতো বিহারেও 'ভোট চুরি'র চেষ্টা করছে।
রাহুল গান্ধী বলেন, “বিজেপি সংবিধানের উপর আক্রমণ করছে। গতকাল আমি বিহারে ছিলাম। মহারাষ্ট্রে যেমন ‘ভোট চুরি’ করা হয়েছিল, ঠিক তেমনই বিহারেও ‘ভোট চুরি’ করার চেষ্টা করা হচ্ছে। নির্বাচন কমিশন ভোট চুরির জন্য একটি নতুন ষড়যন্ত্র শুরু করেছে। কমিশন বিজেপির একটি শাখা হিসেবে কাজ করছে, তারা নিজের কাজ করছে না"।
গত বছর হওয়া মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে এদিন রাহুল বলেন, কয়েক মাসের মধ্যেই ১ কোটিরও বেশি মানুষের নাম নতুন ভোটার হিসেবে যুক্ত হয়েছিল ভোটার তালিকায়। তাঁর কথায়, "মহারাষ্ট্রে লোকসভা এবং বিধানসভা নির্বাচনের মাঝের সময়ে ১ কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে ভোটার তালিকায়। এরা কোথা থেকে এসেছে কেউ জানে না। আমরা নির্বাচন কমিশনকে বেশ কয়েকবার ভোটার তালিকা এবং ভিডিওগ্রাফি সরবরাহ করতে বলেছি। কিন্তু নির্বাচন কমিশন তা করেনি"।
এরপরেই বিহারের প্রসঙ্গ টেনে রাহুল বলেন, "মহারাষ্ট্রের মতো বিহারেও একই 'চুরি' করতে চলেছে। আমি গতকাল বিহারে গিয়েছিলাম এবং ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে কথা বলি। আমরা নির্বাচন কমিশন এবং বিজেপিকে বিহার নির্বাচনের 'চুরি' করতে দেব না"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন