Assam: উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত আসামের গোয়ালপাড়া, পুলিশের গুলিতে নিহত ১!

People's Reporter: বন দফতরের তথ্য অনুযায়ী, ৭১১ হেক্টর বিস্তৃত পাইকান সংরক্ষিত অরণ্যের প্রায় ১৪০ হেক্টর জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল।
আসামে উচ্ছেদ অভিযান ঘিরে ধুন্ধুমার
আসামে উচ্ছেদ অভিযান ঘিরে ধুন্ধুমারছবি - X
Published on

আসামের (Assam) গোয়ালপাড়া জেলায় উচ্ছেদ অভিযান ঘিরে পরিস্থিতি উত্তপ্ত। শনিবার পাইকান সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযান শুরু করে প্রশাসন। বৃহস্পতিবার যা ভয়াবহ আকার নেয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন স্থানীয়রা। জানা যায় পুলিশের গুলিতেই নিহত হয়েছেন এক বিক্ষোভকারী। কয়েকজন পুলিশকর্মীও আহত হয়েছেন।

বন দফতরের তথ্য অনুযায়ী, ৭১১ হেক্টর বিস্তৃত পাইকান সংরক্ষিত অরণ্যের প্রায় ১৪০ হেক্টর জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। শনিবার সেই জমি পুনরুদ্ধার করতে প্রশাসন এবং পুলিশ যৌথভাবে উচ্ছেদ অভিযান শুরু করে। অভিযানের সময় বহু বসতি স্থাপনকারী এলাকা ছাড়লেও, কিছু মানুষ প্রতিরোধ গড়ে তোলেন। বৃহস্পতিবারও একই দৃশ্য দেখা যায়। ওই এলাকা ছাড়তে নারাজ বসবাসকারীরা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, উচ্ছেদের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে বসতি স্থাপনকারীরা লাঠি ও পাথর নিয়ে পুলিশের উপর আক্রমণ চালায়। একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, বেশ কিছু ব্যক্তি সশস্ত্র হয়ে পুলিশের দিকে ধেয়ে আসছেন এবং পাথর ছুঁড়ছেন। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন এবং পরে পাল্টা গুলি চালায় পুলিশ। একজন নিহত ও একজন গুরুতর আহত হন।

আহত পুলিশকর্মীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়, আত্মরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হয় পুলিশ।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এখনো এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি। তবে তিনি আগেই সতর্ক করেছিলেন যে, উচ্ছেদে বাধা দেওয়া হলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।

বন দফতরের এক কর্মকর্তা জানান, এই অবৈধ দখলগুলি পাইকান বনাঞ্চলের ভঙ্গুর বাস্তুতন্ত্র এবং হাতির করিডোরের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছিল। ফলে প্রশাসনের পক্ষ থেকে দেরি না করে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

প্রসঙ্গত, পাইকান এলাকায় প্রায় ৫ হাজার মানুষের বাস। একই ভাবে রাক্ষসীনি গ্রামেও উচ্ছেদ অভিযান চলবে বলে নোটিশ জারি করা হয়। যার প্রতিবাদে মঙ্গলবার জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সিপিআইএম। আগামী ২-৩ দিনের মধ্যে রাক্ষসীনি গ্রামে অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে সরকারের তরফে। এই নোটিশের তীব্র বিরোধিতা করেছে বামেরা।

আসামে উচ্ছেদ অভিযান ঘিরে ধুন্ধুমার
Assam: উচ্ছেদের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করুন বিধানসভায় - আসামের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ CPIM-র!
আসামে উচ্ছেদ অভিযান ঘিরে ধুন্ধুমার
Bihar: ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে! বিহার নির্বাচনের আগে ঘোষণা নীতিশের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in