SIR: ১২ রাজ্যে এসআইআর হলেও আগামী বছর ভোট হওয়া বিজেপি শাসিত আসাম বাদ! কী ব্যাখ্যা নির্বাচন কমিশনের?

People's Reporter: পশ্চিমবঙ্গ, কেরালা, গোয়া, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু, পুদুচেরি, আন্দামান ও নিকোবর এবং লাক্ষাদ্বীপ রয়েছে তালিকায়।
আসামে কেন এসআইআর হচ্ছে না তার ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন
আসামে কেন এসআইআর হচ্ছে না তার ব্যাখ্যা দিল নির্বাচন কমিশনগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রথমে জানানো হয়েছিল, যে সমস্ত রাজ্যে নির্বাচন রয়েছে সেখানে এসআইআর চালু করা হবে। কিন্তু গতকাল কমিশন তালিকা ঘোষণা করতে দেখা গেল, সেখানে নাম নেই আসামের। আগামী বছরই আসামে নির্বাচন। উত্তরপূর্ব ভারতের এই রাজ্যে কবে এসআইআর চালু হবে তা স্পষ্ট করে জানায়নি নির্বাচন কমিশন।

সোমবার দ্বিতীয় পর্যায়ে এসআইআর চালুর ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। মোট ১২ রাজ্যে হবে এসআইআর। পশ্চিমবঙ্গ, কেরালা, গোয়া, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু, পুদুচেরি, আন্দামান ও নিকোবর এবং লাক্ষাদ্বীপের নাম রয়েছে তালিকায়। এই ১২ রাজ্যের মোট ৫১ কোটি ভোটারের এসআইআর হবে। তবে সকলের প্রশ্ন একটাই যে কেন ভোটমুখী আসামে এসআইআর হবে না?

গতকালই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, 'আসামের জন্য আলাদা নাগরিকত্ব আইন রয়েছে। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে অসমে নাগরিকত্বের যাচাইকরণ প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। তাছাড়া গোটা দেশের জন্য এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তি ২৪ জুন প্রকাশ করা হয়। সেই কারণে তা আসামে প্রযোজ্য নয়। আসামের জন্য পৃথকভাবে বিজ্ঞপ্তি জারি করা হবে'। তবে কবে অসমের জন্য বিজ্ঞপ্তি জারি হবে — তা স্পষ্ট করেনি কমিশন।

১২ রাজ্যে শুরু হয়েছে SIR
১২ রাজ্যে শুরু হয়েছে SIRছবি - সংগৃহীত

প্রসঙ্গত, গতকাল নির্বাচন কমিশন সাংবাদিক বৈঠকে জানায়, ২৮ অক্টোবর থেকেই পশ্চিমবঙ্গে এসআইআর শুরু। মঙ্গলবার থেকে শুরু হবে এনুমরেশন ফর্ম ছাপার কাজ। পাশাপাশি শুরু হচ্ছে বিএলওদের প্রশিক্ষণের কাজ। ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এনুমরেশন ফর্ম দেবার কাজ শুরু হবে। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। তালিকা নিয়ে অভিযোগ থাকলে তা জানাতে হবে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে। সব অভিযোগ খতিয়ে দেখা হবে ৯ ডিসেম্বর, ২০২৫ থেকে ৩১ জানুয়ারি, ২০২৬-র মধ্যে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

আসামে কেন এসআইআর হচ্ছে না তার ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন
Prashant Kishor: বাংলা-বিহার দুই রাজ্যেরই ভোটার পিকে! রাজ্যে SIR ঘোষণার পরই বিতর্কে জন সূরজ প্রধান
আসামে কেন এসআইআর হচ্ছে না তার ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন
CJI: কে হতে চলেছেন ভারতের ৫৩তম প্রধান বিচারপতি? কেন্দ্রের কাছে নাম প্রস্তাব সিজেআই গাভাইয়ের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in