* বিহার বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া মঞ্চে নেই আম আদমি পার্টি, ঘোষণা কেজরীওয়ালের।
* একক শক্তিতে রাজ্যের ২৪৩ আসনেই প্রার্থী দেবে আপ।
* বিহারে বিরোধী মহাজোটের হিসেবেই নেই আপ।
* কেজরীওয়াল বিহারে এলে তিনি তাঁর প্রকৃত রাজনৈতিক অবস্থা বুঝতে পারবে - বক্তব্য বিজেপির।
বিহারে নির্বাচন ঘোষণার আগেই ধাক্কা ইন্ডিয়া মঞ্চে। ইন্ডিয়া মঞ্চ ছেড়ে বেরিয়ে এল অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি। বৃহস্পতিবার কেজরীওয়াল জানিয়েছেন, আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি ইন্ডিয়া মঞ্চের শরিক হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না। বদলে একক শক্তিতেই বিহারে প্রতিদ্বন্দ্বিতা করবে আপ। এর আগে হরিয়ানা, গুজরাটেও একক শক্তিতে বিধানসভা নির্বাচনে লড়াই করেছিল আপ।
এদিন সাংবাদিক সম্মেলনে অরবিন্দ কেজরীওয়াল বলেন, "৩০ বছরে বিজেপি গুজরাটকে এমন অবস্থায় এনেছে যে, সুরাটের মতো উন্নত শহরগুলিও এখন জলমগ্ন। যেখানে মানুষ কঠোর পরিশ্রম করে ঘর-বাংলো তৈরি করে কোটি কোটি টাকা আয় করত, আজ সেই ড্রয়িংরুমগুলিও জলে ডুবে আছে। এটা শুধু বৃষ্টি নয়, এটা ৩০ বছরের দুঃশাসন ও দুর্নীতির প্রবাহমান সত্য। এখন পরিবর্তন জরুরি, এখন গুজরাটের যত্ন নেওয়া জরুরি।"
চলতি বছরের শেষের দিকে বিহার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আপ জানিয়েছে, বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি কেন্দ্রের সবকটিতেই প্রার্থী দেবে আম আদমি পার্টি।
অরবিন্দ কেজরীওয়াল বিহার বিধানসভা নির্বাচনে একক শক্তিতে লড়াই করার কথা জানালেও আপকে বিহারের বিরোধী দলগুলির মহাজোট কোনও হিসেবেই ধরেনি। এমনকি মে মাসের প্রথম সপ্তাহে বিরোধী মহাজোটের প্রাক নির্বাচনী বৈঠকেও ছিল না আপ। ওই বৈঠকে উপস্থিত ছিল আরজেডি, কংগ্রেস, সিপিআইএম, সিপিআই, সিপিআই(এমএল) এবং মুকেশ সাহানির বিকাশশীল ইনসান পার্টি (ভিআইপি)। বৈঠকের শেষে যৌথ সাংবাদিক বৈঠকে আরজেডি নেতা মনোজ ঝা জানিয়েছিলেন, “আমরা সবাই ঐক্যবদ্ধ রয়েছি। আমরা জোট বেঁধে প্রতিটি আসনে লড়াই করব এবং এনডিএ-কে পরাজিত করব”।
বৃহস্পতিবার কেজরীওয়াল আহমেদাবাদে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ইন্ডিয়া মঞ্চ শুধুমাত্র লোকসভা নির্বাচনের জন্য তৈরি হয়েছিল। বিহার বিধানসভা নির্বাচনে একক শক্তিতে লড়াই করবে আম আদমি পার্টি। এখানে কংগ্রেসের সঙ্গে আমাদের কোনও সমঝোতা নেই।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেজরীওয়াল আরও বলেন, কংগ্রেস কেন গুজরাটের বিসাভাদর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী দিয়েছিল? কংগ্রেস তা করেছিল বিজেপির নির্দেশে এবং আম আদমি পার্টিকে হারাতে।
বৃহস্পতিবার কংগ্রেসকে আরও একবার আক্রমণ করে কেজরীওয়াল বলেন, কংগ্রেসের সঙ্গে বিজেপির গোপন আঁতাত রয়েছে। একমাত্র আম আদমি পার্টিই বিজেপি এবং কংগ্রেসের প্রকৃত বিকল্প হয়ে উঠতে পারে।
গত মাসে জুনাগড় জেলার বিসাবাদর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আপ নেতা গোপাল ইতালিয়া বিজেপির কিরীট প্যাটেলকে ১৭,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করে জয়লাভ করেন। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী নীতিন রানপারিয়া ৫,৫০১ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন।
এদিনের আম আদমি পার্টির ঘোষণার পর বিজেপির পক্ষ থেকে এর প্রতিক্রিয়া দিতে গিয়ে জানানো হয়েছে, পাঞ্জাব ছাড়া দেশের কোথাও আম আদমি পার্টির কোনও প্রাসঙ্গিকতা নেই। তাই আপ কী বললো তা নিয়ে বিজেপি মাথা ঘামাচ্ছে না। বিজেপি আরও জানিয়েছে, দিল্লিতে বিহারী ও পূর্বাঞ্চলের মানুষ অরবিন্দ কেজরীওয়ালের মাথা মুড়িয়ে দিয়েছে এবং দিল্লি থেকে বিদায় দিয়েছে। যদি কেজরিওয়াল বিহারে আসেন তাহলে তিনি তাঁর প্রকৃত রাজনৈতিক অবস্থা বুঝতে পারবেন। তাঁকে বিহারে স্বাগত।
বর্তমানে ১৮২ আসন বিশিষ্ট গুজরাট বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা ১৬২, কংগ্রেসের ১২, আম আদমি পার্টির ৫। এছাড়াও সমাজবাদী পার্টির ১ টি আসন আছে এবং আছে ২ নির্দল বিধায়ক।
Keywords: Arvind Kejriwal, Aam Aadmi Party, Bihar Elections 2025, INDIA Alliance, AAP Bihar strategy, AAP vs INDIA bloc.
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন