Maha Kumbh Mela 2025: ফের অগ্নিকাণ্ড মহাকুম্ভ মেলায়! এই নিয়ে তৃতীয়বার, তবে মেলেনি কোনও হতাহতের খবর

People's Reporter: শুক্রবার সকালে সেক্টর ১৮-এর শঙ্করাচার্য মার্গের কাছে হরিহরনন্দ শিবিরে আগুন লেগেছে বলে খবর।
সেক্টর ১৮-এর শঙ্করাচার্য মার্গে আগুন
সেক্টর ১৮-এর শঙ্করাচার্য মার্গে আগুনছবি - সংগৃহীত
Published on

ফের অগ্নিকাণ্ড প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায়। শুক্রবার সকালে সেক্টর ১৮-এর শঙ্করাচার্য মার্গের কাছে হরিহরনন্দ শিবিরে আগুন লেগেছে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে দমকল বিভাগ। যদিও কোনও হতাহতের খবর মেলেনি। এই নিয়ে তৃতীয়বার আগুন লাগার ঘটনা ঘটল মহাকুম্ভে। এই ঘটনা ফের একবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।

হঠাৎ করে আগুন লাগায় পুণ্যার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রয়াগরাজের পুলিশ সুপার সর্বেশ কুমার মিশ্র জানিয়েছেন, পুরানো জিটি রোডের তুলসি চৌরাহার কাছে একটি শিবিরে আগুন লেগেছে। তবে, দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যা উপলক্ষ্যে ‘শাহী স্নান’ করতে বহু মানুষ প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম ঘাটে ভিড় জমিয়েছিলেন। সেখানেই অতিরিক্ত ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে পদপিষ্টের ঘটনা ঘটে। সরকারি সূত্র অনুযায়ী, এই ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা ৬০। নিখোঁজ বহু। যদিও বেসরকারি মতে মৃতের সংখ্যা অনেক বেশী।

তার ঠিক পরের দিন অর্থাৎ ৩০ জানুয়ারি সেক্টর ২২ –এ আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫ টি তাঁবু পুড়ে গিয়েছিল।

তার আগে ১৯ জানুয়ারি কুম্ভে আগুন লেগে পুড়ে যায় ১৮০ টি তাঁবু। পুলিশ সূত্রে খবর, গীতা প্রেসের রান্নাঘরে চা তৈরির সময় গ্যাস লিক করে আগুন লাগে। যার যেরে সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটে। বারবার বিপর্যয়ের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

সেক্টর ১৮-এর শঙ্করাচার্য মার্গে আগুন
RSS: 'সবসময় ঐতিহ্যবাহী পোশাক পরা উচিত, ইংরাজীতে কথা বলা উচিত নয়' - হিন্দুদের বার্তা মোহন ভাগবতের
সেক্টর ১৮-এর শঙ্করাচার্য মার্গে আগুন
Maharashtra: দেশ এবং মহারাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্বাসরোধ করছে বিজেপি - অভিযোগ উদ্ধব ঠাকরের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in