
ফের অগ্নিকাণ্ড প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায়। শুক্রবার সকালে সেক্টর ১৮-এর শঙ্করাচার্য মার্গের কাছে হরিহরনন্দ শিবিরে আগুন লেগেছে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে দমকল বিভাগ। যদিও কোনও হতাহতের খবর মেলেনি। এই নিয়ে তৃতীয়বার আগুন লাগার ঘটনা ঘটল মহাকুম্ভে। এই ঘটনা ফের একবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।
হঠাৎ করে আগুন লাগায় পুণ্যার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রয়াগরাজের পুলিশ সুপার সর্বেশ কুমার মিশ্র জানিয়েছেন, পুরানো জিটি রোডের তুলসি চৌরাহার কাছে একটি শিবিরে আগুন লেগেছে। তবে, দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যা উপলক্ষ্যে ‘শাহী স্নান’ করতে বহু মানুষ প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম ঘাটে ভিড় জমিয়েছিলেন। সেখানেই অতিরিক্ত ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে পদপিষ্টের ঘটনা ঘটে। সরকারি সূত্র অনুযায়ী, এই ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা ৬০। নিখোঁজ বহু। যদিও বেসরকারি মতে মৃতের সংখ্যা অনেক বেশী।
তার ঠিক পরের দিন অর্থাৎ ৩০ জানুয়ারি সেক্টর ২২ –এ আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫ টি তাঁবু পুড়ে গিয়েছিল।
তার আগে ১৯ জানুয়ারি কুম্ভে আগুন লেগে পুড়ে যায় ১৮০ টি তাঁবু। পুলিশ সূত্রে খবর, গীতা প্রেসের রান্নাঘরে চা তৈরির সময় গ্যাস লিক করে আগুন লাগে। যার যেরে সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটে। বারবার বিপর্যয়ের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন