কমপক্ষে ৩০ বছর জেলে রাখতেই হবে! আন্না বিশ্ববিদ্যালয়ের ধর্ষণকাণ্ডে দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

People's Reporter: ২০২৪ সালের ২৩ ডিসেম্বর চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের মধ্যেই এই ঘটনাটি ঘটে। দ্বিতীয় বর্ষের ছাত্রীকে ধর্ষণ করে বিরিয়ানি বিক্রেতা জ্ঞানশেখরন।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - সংগৃহীত
Published on

চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের মধ্যেই এক ১৯ বছরের ইঞ্জিনিয়ার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত বিরিয়ানি বিক্রেতা জ্ঞানশেখরনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল চেন্নাইয়ের মহিলা আদালত। সঙ্গে ৯০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। সোমবার রায় ঘোষণাকালীন বিচারক এম রাজলক্ষ্মী জানান, অভিযুক্তকে কমপক্ষে ৩০ বছর জেলে রাখতেই হবে।

গত বুধবারই অভিযুক্ত জ্ঞানশেখরনকে দোষী সাব্যস্ত করেছিলেন চেন্নাইয়ের মহিলা আদালতের বিচারক এম রাজলক্ষ্মী। যৌন নির্যাতন, ধর্ষণ, ভয় দেখানো এবং অপহরণ সহ ১১টি অভিযোগের সবকটিতে দোষী সাব্যস্ত করেন অভিযুক্তকে। জ্ঞানশেখরনকে ভারতীয় ন্যায় সংহিতা, তথ্য প্রযুক্তি আইন এবং তামিলনাড়ু নারী হয়রানি নিষিদ্ধকরণ আইনের অধীনে সমস্ত অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।

২০২৪ সালের ২৩ ডিসেম্বর চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের মধ্যেই এই ঘটনাটি ঘটে। ওইদিন সন্ধ্যায় ওই কলেজের ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী তাঁর এক বন্ধুর সঙ্গে ক্যাম্পাসে গল্প করছিলেন। রাত ৮টা নাগাদ সেখানে উপস্থিত হয় অভিযুক্ত জ্ঞানশেখরন। নির্যাতিতা ও তাঁর পুরুষ বন্ধুর অন্তরঙ্গ মুহূর্তের ছবি তোলে অভিযুক্ত।

এরপর ব্ল্যাকমেলের ভয় দেখিয়ে নির্যাতিতার বন্ধুকে মারধর করে এবং সেখান থেকে চলে যেতে বাধ্য করে। তারপর দ্বিতীয় বর্ষের ছাত্রীকে ধর্ষণ করে জ্ঞানশেখরন। ঘটনার পরের দিনই পুলিশের হেল্পলাইন নম্বরে ফোন করে ঘটনার কথা জানান নির্যাতিতা। তারপরই ঘটনার তদন্তে নামে পুলিশ।

তদন্তে জানা গেছে, কলেজের পাশেই বিরিয়ানির দোকান চালায় জ্ঞানশেখরন। আগেও তার বিরুদ্ধে চুরি এবং ভাঙচুরের মতো ছোটখাটো অপরাধের ২০টি মামলা দায়ের হয়েছে। এমনকি ধর্ষণ মামলার তদন্ত চলাকালীন অভিযুক্তের বাড়ি থেকে ১০০টিরও বেশি সোনার জিনিস এবং একটি এসইউভি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

জ্ঞানশেখরনের বিরুদ্ধে তদন্তের জন্য ৩ জন মহিলা আইপিএস নিয়ে বিশেষ দল গঠন করে তামিলনাড়ু সরকার৷ ভিডিয়ো কলে অভিযুক্তকে চিহ্নিত করেন নির্যাতিতা ছাত্রী। ফেব্রুয়ারি মাসে ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেয় সিট৷ পরে সেই মামলাটি চেন্নাইয়ের মহিলা আদালতে স্থানান্তরিত করা হয়৷ এবার সেখানেই রায় ঘোষণা হল।

সেই সময় এই ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে তামিলনাড়ু। বিভিন্ন ছাত্র সংগঠন প্রতিবাদ জানায় আন্না বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শুধু তাই নয়, তামিলনাড়ু অপরাধীদের স্বর্গ রাজ্যে হয়ে উঠেছে বলে অভিযোগ তোলেন বিজেপি প্রধান কে আন্নামালাই।

প্রতীকী ছবি
'গণপিটুনির বিচার চাওয়া অপরাধ নয়' - অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের পাশে প্রাক্তন আমলাদের সংগঠন
প্রতীকী ছবি
Kerala: বিষাক্ত রাসায়নিক বোঝাই জাহাজ ডুবি, বিষক্রিয়ার আশঙ্কায় রাজ্য বিপর্যয় ঘোষণা কেরল সরকারের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in