Kerala: বিষাক্ত রাসায়নিক বোঝাই জাহাজ ডুবি, বিষক্রিয়ার আশঙ্কায় রাজ্য বিপর্যয় ঘোষণা কেরল সরকারের

People's Reporter: ঘটনার পরপরই কোস্টগার্ড দ্রুত পদক্ষেপ নেয় এবং রাশিয়া ও ফিলিপিন্স সহ বিভিন্ন দেশের ২১ জন জাহাজের সদস্যকে নিরাপদে উদ্ধার করে।
কেরালা উপকূলে ডুবে যাওয়া জাহাজ
কেরালা উপকূলে ডুবে যাওয়া জাহাজছবি - সংগৃহীত
Published on

কেরালা উপকূলে কন্টেনার বোঝাই বিদেশি জাহাজ ডুবে যাওয়ার ঘটনাকে রাজ্য বিপর্যয় হিসেবে ঘোষণা করেছে কেরালা সরকার। জানা যাচ্ছে ওই জাহাজে থাকা কন্টেনার থেকে বিষাক্ত রাসায়নিক সমুদ্রে মিশতে পারে। যার ক্ষতিকর প্রভাব পড়তে পারে উপকূল অঞ্চলে।

গত ২৪ মে কেরালা উপকূলে লাইবেরিয়ান পতাকাবাহী এক পণ্যবাহী জাহাজ MSC ELSA-3 ডুবে যায়। কেরালার ভিঝিনজাম বন্দর থেকে কোচি অভিমুখে যাত্রা করার সময় খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে জাহাজটি। যার জেরে ডুবে যায়। ঘটনার পরপরই কোস্টগার্ড দ্রুত পদক্ষেপ নেয় এবং রাশিয়া, ফিলিপিন্স সহ বিভিন্ন দেশের কমপক্ষে ২১ জন জাহাজের সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়।

কেরালা রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান সচিব টিঙ্কু বিসওয়াল এক সরকারি নির্দেশিকায় জানান, এই দুর্ঘটনা কেরালার ৫৯০ কিলোমিটার দীর্ঘ উপকূলরেখার জন্য পরিবেশগত, সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে একটি গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে।

জাহাজটির কার্গো ম্যানিফেস্ট অনুসারে, জাহাজডুবির সময় ৬৪০টি কন্টেনার জলে পড়ে যায়। যার মধ্যে ১২টিতে ছিল অগ্নিসংযোগকারী বিপজ্জনক রাসায়নিক পদার্থ। এখনও পর্যন্ত কোল্লাম, তিরুবনন্তপুরম ও আলাপ্পুঝার উপকূলে ৫৪টি কন্টেনার ভেসে এসেছে। তীব্র ঢেউয়ের কারণে আরও কন্টেনার দক্ষিণ কেরালার উপকূলে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তা ছাড়াও ওই জাহাজে ৮৪.৪৪ মেট্রিক টন ডিজেল এবং ৩৬৭ মেট্রিক টন অন্য জ্বালানি তেল রয়েছে বলে জানা যায়। সেগুলি ডুবন্ত জাহাজ থেকে পড়ে গিয়ে সমুদ্রে মিশছে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, তিরুবনন্তপুরম উপকূলে ইতিমধ্যেই ক্ষুদ্র প্লাস্টিক ও পলিথিনের স্তূপ ভেসে উঠেছে, যা মাইক্রোপ্লাস্টিক দূষণ বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে। পরিবেশ রক্ষায় কেরালা সরকার স্বেচ্ছাসেবকদের নিয়োগ করে সমুদ্র সৈকত পরিষ্কার অভিযান শুরু করেছে। উপকূলীয় অঞ্চলে কোথায় কী ভেসে আসছে, তার উপর নজরদারির জন্য ড্রোন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য বিপর্যয় মোকাবিলা দলকেও তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিস্থিতি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে প্রশাসন। উদ্ভূত পরিস্থিতিতে ওই জাহাজডুবির অঞ্চলের ২০ নটিক্যাল মাইল ব্যাসার্ধে আপাতত মাছ ধরা কঠোর ভাবে নিষিদ্ধ করা হয়েছে। পরিবেশ বিশেষজ্ঞরা মনে করছেন, তেলের সম্ভাব্য গ্যাস নির্গমন ও রাসায়নিক পদার্থের মিশ্রণে সামুদ্রিক জীববৈচিত্র্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

উল্লেখ্য, রাজ্য বিপর্যয় ঘোষণা করার অর্থ এই সমস্যা মোকাবিলার জন্য আগামী দিনে বিশেষ কোনও পদক্ষেপ করতে পারে কেরল সরকার। সমস্যা সমাধানের জন্য প্রয়োজন অনুসারে ঘোষণা হতে পারে বিশেষ কোনও আর্থিক প্যাকেজও। প্রয়োজনে কেন্দ্রের থেকেও সাহায্য চাওয়ার পথ খোলা থাকবে রাজ্য সরকারের কাছে। 

কেরালা উপকূলে ডুবে যাওয়া জাহাজ
হানি ট্র্যাপের ফাঁদে পড়ে নৌসেনার তথ্য পাচার পাকিস্তানে! মহারাষ্ট্র থেকে গ্রেফতার ইঞ্জিনিয়ার
কেরালা উপকূলে ডুবে যাওয়া জাহাজ
ঘরে টাকার পাহাড়, ভিজিল্যান্স হানা দিতেই জানলা দিয়ে বান্ডিল ফেলতে শুরু করলেন সরকারি ইঞ্জিনিয়ার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in