
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এবার মহারাষ্ট্র থেকে গ্রেফতার এক জুনিয়র ইঞ্জিনিয়ার। ধৃতের নাম রবি বর্মা (২৭)। অভিযোগ, হানি ট্র্যাপে পড়ে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হাতে ভারতীয় নৌসেনার তথ্য তুলে দিতেন রবি। শুক্রবার রবি বর্মাকে মহারাষ্ট্রের সন্ত্রাসদমন শাখা (এটিএস) গ্রেফতার করেছে। সোমবার পর্যন্ত জেল হেফাজত হয়েছে তাঁর।
কালওয়ার আটকনেশ্বর নগরের বাসিন্দা রবি বর্মা মুম্বাইয়ের একটি বেসরকারি প্রতিরক্ষা সংস্থায় কাজ করেন। সেখানে নৌবাহিনীর অনেক সামরিক সরঞ্জাম তৈরি হয়। এটিএস সূত্রে খবর, ২০২৪ সালে সমাজ মাধ্যমে প্রীতি জয়সওয়াল নামে এক তরুণীর সঙ্গে আলাপ হয় রবির। আদান-প্রদান হয় মোবাইল নম্বর। পারস্পারিক আলাপচারিতার সূত্রে রবির কর্মস্থল কোথায়, কী কাজ করেন, তা সংগ্রহ করেন মেয়েটি। জানা গেছে হোয়াটসঅ্যাপে কথা বলতেন তারা। এমনকি ভিডিও কলেও কথা হত। এরপর রবিকে হানি ট্র্যাপে ফেলেন তরুণী।
অভিযোগ, কর্মস্থলে মোবাইল নিষিদ্ধ থাকলেও, সেই নিয়ম ভেঙ্গে রবি গুরুত্বপূর্ণ তথ্য মুখস্থ করতেন এবং কাজ শেষে মেসেজ এবং হাতে আঁকা স্কেচের মাধ্যমে মেয়েটির কাছে পাঠাতেন বলে অভিযোগ।
জানা গেছে, রবিকে প্রথমে মোটা টাকার প্রলোভন দেখানো হয়। তার পর হানি ট্র্যাপে ফেলে ব্ল্যাকমেল করা শুরু হয়। রবির কাছ থেকে তথ্য হাতিয়ে নেওয়া হয়।
এটিএস সূত্রে খবর, ২০২৪ সালের নভেম্বর মাস থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত নৌসেনাঘাঁটি, যুদ্ধজাহাজ এবং নৌসেনা সংক্রান্ত অনেক গোপন তথ্য পাচার করেন রবি। তাঁর গতিবিধি সন্দেহ জনক লাগায় অনেক দিন ধরেই তাঁর উপর নজর চালাচ্ছিল গোয়েন্দা সংস্থা। তদন্তে জানা গেছে, ওই সময়ের মধ্যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আইএসআই-এর দুই আধিকারিকের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছিলেন রবি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন