
'অপারেশন সিঁদুর' অভিযানের সময় ভারতীয় বায়ুসেনারা ঘুমাচ্ছিলেন। সম্প্রতি বায়ুসেনাদের বিরুদ্ধে বিতর্কিত এই মন্তব্য করেছেন জম্মু ও কাশ্মীরের বিজেপি বিধায়ক রণবীর সিং পাঠানিয়া। শুক্রবার সমাজমাধ্যমে তাঁর এই মন্তব্যের ভিডিও ভাইরাল হতেই উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি বিধায়কের এহেন মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বিরোধীরা।
জম্মু ও কাশ্মীরের উধমপুর পূর্ব কেন্দ্রের বিজেপি বিধায়ক রণবীর। জানা গেছে, কেন্দ্রের একটি বায়ুসেনার ঘাঁটির কর্তৃপক্ষের সঙ্গে জমি নিয়ে বিক্ষোভ চলছে স্থানীয়দের একাংশের। সম্প্রতি স্থানীয়দের সঙ্গে সেই বিক্ষোভে যোগ দেন বিজেপি বিধায়ক। অভিযোগ, সেখানেই বায়ুসেনাকে নিশানা করেন তিনি।
ওই সভায় রণবীর বলেন, ‘‘অপারেশন সিঁদুরের সময় কী হয়েছিল সকলে জানেন। হামলার সময় এরা (বায়ুসেনা) ঘুমোচ্ছিল। এরা সব অপদার্থ"। সমাজমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়িয়েছে। যদিও রণবীর শুক্রবার এই অভিযোগ অস্বীকার করে বলেন, "আমাদের ভারতীয় বিমান বাহিনী সর্বদা দেশের জন্য গর্ব বয়ে এনেছে। আমাদের সেনাবাহিনী কয়েক দিনের মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করেছে। আমার মন্তব্য বিকৃত করা হয়েছে"।
অন্যদিকে, ভিডিও ভাইরাল হতেই বিক্ষোভ দেখান যুব কংগ্রেসের নেতাকর্মীরা। কংগ্রেস নেতা উদিত রাজ বলেন, “বিজেপি ভারতীয় সেনাবাহিনীকে সম্মান করে না। কংগ্রেস জানে সেনাবাহিনীকে কীভাবে সম্মান করতে হয়। ছয়টি সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, কিন্তু কংগ্রেস কখনও এর কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেনি। এখানে, বিজেপি কৃতিত্ব নিচ্ছে"।
বিজেপি বিধায়ককে তোপ দেগে তিনি বলেন, "বিজেপি বিধায়ক রণবীর সিং পাঠানিয়া বলছেন, ‘বায়ুসেনারা কি ঘুমাচ্ছিলেন?’ তিনি তাঁদের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলছেন। বিজেপি এবং নরেন্দ্র মোদীর যদি সেনাবাহিনীর প্রতি সামান্যতমও শ্রদ্ধা থাকে, তাহলে তাদের আরএস পাঠানিয়াকে দল থেকে বহিষ্কার করা উচিত"।
সমাজবাদী পার্টির সাংসদ পুষ্পেন্দ্র সরোজ এই মন্তব্যকে 'লজ্জাজনক' বলে অভিহিত করেছেন। তিনি বলেন, "এটা লজ্জাজনক যে বিজেপির নেতা, মন্ত্রী, সাংসদ বা বিধায়করা ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে বারবার মন্তব্য করছেন। সেনাবাহিনী জাতীয় নিরাপত্তার স্তম্ভ হিসেবে দাঁড়িয়ে আছে। আজ আমরা যদি শান্তিতে ঘুমাই, তবে তাদের আত্মত্যাগের কারণে। তারা পেনশনের মতো ন্যায্য দাবির জন্যও লড়াই করছে, যা আমি সংসদে উত্থাপন করেছি। সেনাবাহিনীকে সমর্থন করার পরিবর্তে, বিজেপি নেতারা এর সমালোচনা করছেন। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন