Andhra Pradesh: চন্দ্রবাবুর সঙ্গে রাহুল গান্ধীর হটলাইনে যোগ, তাই অন্ধ্র নিয়ে তিনি চুপ - জগন রেড্ডি

People's Reporter: জগন রেড্ডি বলেন, ২৪-এর নির্বাচনে অন্ধ্রপ্রদেশে প্রায় ৪৮ লক্ষ ভোটের গরমিল হয়েছে। যা রাজ্যের মোট ভোটের প্রায় ১২.৫%। কিন্তু রাহুল গান্ধী অন্ধ্রপ্রদেশ নিয়ে মুখ বন্ধ করে আছেন।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি
Published on

চন্দ্রবাবু নাইডুর (Chandrababu Naidu) সঙ্গে গোপন আঁতাত করে চলছে রাহুল গান্ধী। তাই গত নির্বাচনে অন্ধ্রপ্রদেশে অনিয়ম হলেও তা নিয়ে রাহুল গান্ধী (Rahul Gandhi) চুপ করে আছেন। বুধবার এক সাংবাদিক সম্মেলনে চাঞ্চল্যকর এই অভিযোগ তুলেছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি (Jagan Mohan Reddy)।

গতকালের তাডেপল্লীতে দলের সদর দপ্তরে সাংবাদিক সম্মেলনে ওয়াইএসআরসিপি (YSRCP) নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি বলেন, ২০২৪ সাধারণ নির্বাচনে অন্ধ্রপ্রদেশে প্রায় ৪৮ লক্ষ ভোটের গরমিল হয়েছে। যা রাজ্যের মোট ভোটের প্রায় ১২.৫ শতাংশ। কিন্তু রাহুল গান্ধী সারা দেশের ভোট চুরি নিয়ে অভিযোগ করলেও অন্ধ্রপ্রদেশ নিয়ে মুখ বন্ধ করে আছেন। কারণ তেলেগু দেশমের চন্দ্রবাবু নাইডুর সঙ্গে তাঁর হটলাইনে যোগাযোগ আছে।

জগন মোহন রেড্ডির আরও অভিযোগ, যে দেশের মধ্যে ভোট নিয়ে সবথেকে বড়ো গরমিল হয়েছে অন্ধ্রপ্রদেশে। রাজ্যে গতকাল অনুষ্ঠিত হওয়া জেলা পরিষদ টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি (ZPTC) নির্বাচনকেও তিনি প্রহসন বলে অভিযোগ করেছেন। তিনি আরও জানান, ওয়াইএসআরসিপি ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে রাজ্যে এসআইআর-এর দাবি জানিয়েছে।

জেডপিটিসি নির্বাচন প্রসঙ্গে জগন রেড্ডি জানান, গতকালের ভোট বড়োসড়ো অনিয়ম ঘটেছে এবং প্রশাসন পুরো চন্দ্রবাবু নাইডুর পক্ষে কাজ করেছে। বহু বুথেই পোলিং এজেন্ট ছিল না। এইভাবে নির্বাচন হলে তা গণতন্ত্রকে কালিমালিপ্ত করে।

যদিও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর আনা অভিযোগ উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ছেলে, তেলেগু দেশম নেতা ও রাজ্যের মন্ত্রী নারা লোকেশ (Nara Lokesh)। নিজের এক্স হ্যান্ডেলে একটি পোষ্টে তিনি জানান, আমাদের আসল হটলাইন আছে অন্ধ্রপ্রদেশের মানুষের সঙ্গে। তিনি আরও বলেন, আপনার ভিত্তিহীন অভিযোগ করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা ব্যর্থ হবে। নরেন্দ্র মোদী এবং চন্দ্রবাবু নাইডুর সুযোগ্য নেতৃত্বে অন্ধ্রপ্রদেশ আবার প্রথম স্থানে পৌঁছাবে।

প্রসঙ্গত জেডপিটিসি নির্বাচনে এই প্রথম জগন মোহন রেড্ডির শক্ত ঘাঁটিতে জয়লাভ করেছে তেলেগু দেশম (TDP)। কাদাপা জেলার পুলিভেন্ডুলায় জয়লাভ করেছে তেলেগু দেশম। গত চার দশক ধরে এই অঞ্চল জগন মোহন রেড্ডি পরিবারের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। যেখানে এবার জগন মোহন রেড্ডির দলের প্রার্থী মাত্র ৬৮৩ ভোট পেয়েছেন এবং তাঁর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এছাড়াও ভন্টিমিট্টা জেলা পরিষদেও জয়ী হয়েছে চন্দ্রবাবু নাইডুর দল। মঙ্গলবারের এই উপনির্বাচনের ফল ঘোষিত হয়েছে বৃহস্পতিবার।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি
'Vote Chori': 'ভোট চুরি'র মত 'নোংরা শব্দবন্ধ' ব্যবহার না করে প্রমাণ সহ অভিযোগ করুন - নির্বাচন কমিশন
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি
'Vote Chori': রায়বেরিলি থেকে ডায়মণ্ডহারবার - ৬ কেন্দ্রে ভোটার তালিকায় গরমিলের পাল্টা অভিযোগ বিজেপির

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in