Amit Shah: 'ইতিহাস বিকৃত'- নতুন করে লেখার আহ্বান অমিত শাহের

দিল্লিতে আসাম সরকার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি ইতিহাসের ছাত্র এবং আমি অনেক সময় শুনেছি যে আমাদের ইতিহাস সঠিকভাবে উপস্থাপন করা হয়নি এবং বিকৃত করা হয়েছে।
দিল্লিতে আসাম সরকারের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
দিল্লিতে আসাম সরকারের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহছবি সংগৃহীত
Published on

ভারতীয় প্রেক্ষাপটে ইতিহাসকে আবার নতুন করে লেখার ডাক দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঐতিহাসিক এবং গবেষকদের আহ্বানও জানিয়ে তিনি বলেছেন, এ কাজ করার জন্য (মোদী) সরকার তাঁদের সবরকম সাহায্য করবে।  

দিল্লিতে আসাম সরকার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি ইতিহাসের ছাত্র এবং আমি অনেক সময় শুনেছি যে আমাদের ইতিহাস সঠিকভাবে উপস্থাপন করা হয়নি এবং বিকৃত করা হয়েছে। হয়তো এটি সঠিক, কিন্তু এখন আমাদের নতুন করে ভারতীয় প্রেক্ষাপটে ইতিহাসকে লিখতে হবে।‘    

১৭ শতকের আহোম সেনাপতি কিংবদন্তী যুদ্ধ নায়ক লাচিত বারফুকানের ৪০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে শাহ বলেন, ‘আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি - গৌরবান্বিত ইতিহাস সঠিকভাবে উপস্থাপন করতে কে আমাদের বাধা দিচ্ছে?’

তিনি আরও বলেন, আমি আমাদের ইতিহাসবিদ এবং ইতিহাসের ছাত্রদের ভারতীয় ইতিহাসের ৩০টি মহান সাম্রাজ্য এবং ৩০০ জন যোদ্ধা যারা মাতৃভূমিকে রক্ষা করার জন্য দৃষ্টান্তমূলক বীরত্ব দেখিয়েছিলেন তাদের সম্পর্কে অজানা নানান কাহিনী লিখতে অনুরোধ করছি। এতে সত্য প্রকাশ পাবে এবং মিথ্যা আপনা আপনি বিলুপ্ত হয়ে যাবে। আমাদের ইতিহাসকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে হয়েছে, বিকৃত করা হয়েছে। এখন তা থেকে বেরিয়ে আসার সময় এসেছে।’

পাশাপাশি শাহ বলেন, ‘আমি আপনাদের বলছি দেশে এমন একটি সরকার রয়েছে যে সরকার দেশের গৌরবগাথাকে তুলে ধরার জন্য যে কোন প্রচেষ্টাকে সমর্থন করে। আপনারা এগিয়ে আসুন, গবেষণা করুন এবং ইতিহাস পুনর্গঠনের চেষ্টা করুন। এভাবেই আমরা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারি।’

স্বরাষ্ট্রমন্ত্রী এদিন তাঁর ভাষণে বলেন, ‘লাচিত বারফুকানের বীরত্বের জন্য সমগ্র জাতি, সভ্যতা ও সংস্কৃতি ঋণী। ১৬৭১ সালে, সারিয়াঘাটের যুদ্ধে আওরঙ্গজেবের সেনাবাহিনীর বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়েছিলেন বারফুকান। এই যুদ্ধে শোচনীয় পরাজয়ের পর মুঘলরা আর কখনো আসাম আক্রমণ করার সাহস সঞ্চয় করতে পারেনি।’

এদিন, লাচিতের উপর একটি তথ্যচিত্র উদ্বোধনের পাশাপাশি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে হিন্দিসহ একাধিক ভাষায় বারফুকানের চরিত্রটি অনুবাদ করার অনুরোধ করেন শাহ। তিনি বলেন, 'এতে দেশের প্রতিটি শিশু তার সাহস এবং আত্মত্যাগ সম্পর্কে সচেতন হতে পারবে।'

আরও পড়ুন

দিল্লিতে আসাম সরকারের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Bharat Jodo Yatra: যারা বীরসা মুন্ডাকে ফাঁসি দিয়েছে RSS সেই ব্রিটিশদের সমর্থন করেছে - রাহুল গান্ধী
দিল্লিতে আসাম সরকারের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Rajasthan: 'গদ্দারকে মুখ্যমন্ত্রী করা যায়না' - রাজস্থানে গেহলট-পাইলট দ্বন্দ্ব চরমে

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in