২০২৫ সালে ৩০০০-র বেশি অবৈধবাসী ভারতীয়কে ফেরত পাঠিয়েছে আমেরিকা! সংসদে পরিসংখ্যান পেশ কেন্দ্রের

People's Reporter: আমেরিকায় অবৈধভাবে প্রবেশকারীদের তাঁদের দেশে ফেরত পাঠায় আমেরিকা। এর আগেও ভারতে এমন হাজার হাজার অবৈধবাসীদের ফেরত পাঠিয়েছিল আমেরিকা।
২০২৫ সালে ৩০০০-র বেশি অবৈধবাসী ভারতীয়কে ফেরত পাঠিয়েছে আমেরিকা! সংসদে পরিসংখ্যান পেশ কেন্দ্রের
Published on

২০২৫ সালের ২১ নভেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৩,১৫৫ জন ভারতীয় নাগরিককে ভারতে ফেরত পাঠানো হয়েছে। সংসদে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।

আমেরিকায় অবৈধভাবে প্রবেশকারীদের তাঁদের দেশে ফেরত পাঠায় আমেরিকা। এর আগেও ভারতে এমন হাজার হাজার অবৈধবাসীদের ফেরত পাঠিয়েছিল আমেরিকা। চলতি বছরও তার কোনও ব্যাতিক্রম হয়নি।

তবে ‘ডঙ্কি রুট’ বা মানবপাচারের মাধ্যমে বিদেশে যাওয়া সংক্রান্ত আলাদা তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয় সংরক্ষণ করে না বলে জানানো হয়েছে।

অন্য এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, ২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত কুয়েতের জেলগুলিতে মোট ৩১৬ ভারতীয় বন্দি রয়েছেন। এই তথ্য দিয়েছে কুয়েতের আধিকারিকরা।

হজ কমিটি অফ ইন্ডিয়ার মাধ্যমে সাম্প্রতিক বছরগুলিতে ভারত থেকে কত হজযাত্রী গিয়েছেন, তাও জানিয়েছে মন্ত্রণালয়। ২০২৪ সালে ১,৩৯,৯৬৪ জন, ২০২৩ সালে ১,৩৯,৪২৯ জন এবং ২০২২ সালে ৫৬,৬৩৪ জন ভারত থেকে হজযাত্রা করেছিলেন।

এর আগে চলতি বছর ফেব্রুয়ারি মাসে সংসদে ভারত সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৯ সালে ৭৩৪ জন, ২০১০ সালে ৭৯৯ জন, ২০১১ জন ৫৯৭ জন, ২০১২ সালে ৫৩০ জন, ২০১৩ সালে ৫৫০, ২০১৪ সালে ৭৯১, ২০১৫ সালে ৭০৮, ২০১৬ সালে ১,৩০৩ জনকে আমেরিকা থেকে ভারতে পাঠানো হয়েছিল। তাছাড়া ২০১৭ সালে ১০২৪ জন, ২০১৮ সালে ১১৮০ জন, ২০১৯ সালে ২০৪২ জন, ২০২০ সালে ১,৮৮৯ জন, ২০২১ সালে ৮০৫, ২০২২ সালে ৮৬২, ২০২৩ সালে ৬১৭, ২০২৪ সালে ১,৩৬৮ জনকে অবৈধবাসীদের ভারতের ফেরত পাঠিয়েছিল আমেরিকা।

২০২৫ সালে ৩০০০-র বেশি অবৈধবাসী ভারতীয়কে ফেরত পাঠিয়েছে আমেরিকা! সংসদে পরিসংখ্যান পেশ কেন্দ্রের
Pinarayi Vijayan: জামাত-ই-ইসলামী এবং হিন্দুত্ববাদী সংগঠন একই পথের পথিক - পিনারাই বিজয়ন
২০২৫ সালে ৩০০০-র বেশি অবৈধবাসী ভারতীয়কে ফেরত পাঠিয়েছে আমেরিকা! সংসদে পরিসংখ্যান পেশ কেন্দ্রের
'ভারত নিরপেক্ষ নয়...' - পুতিনের কাছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন নরেন্দ্র মোদী!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in