'অপরাধবোধ না থাকলে মৃতের সংখ্যা গোপন কেন হচ্ছে?' - মহাকুম্ভে বিপর্যয় নিয়ে সংসদে সরব অখিলেশ

People's Reporter: অখিলেশ যাদব বলেন, 'ডবল ইঞ্জিন সরকারের কাছে আমার প্রশ্ন, যদি অপরাধবোধ না থাকে তাহলে মৃত্যুর সঠিক পরিসংখ্যান দেওয়া হচ্ছে না কেন? সত্য গোপন করা অপরাধ'।
অখিলেশ যাদব
অখিলেশ যাদবছবি - সংগৃহীত
Published on

মহাকুম্ভে পদদলিত হয়ে বহু মানুষের মৃত্যুর ঘটনায় বিজেপির 'ডবল ইঞ্জিন' সরকারকে তীব্র আক্রমণ করলেন সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব। 'সত্য গোপানকারীদের' বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সংসদে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেন, "সরকার যখন ক্রমাগত বাজেটের পরিসংখ্যান দিচ্ছে, তখন দয়া করে মহাকুম্ভে নিহতদের পরিসংখ্যানও দিক। আমি দাবি করছি মহাকুম্ভের ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে সর্বদলীয় বৈঠক ডাকা উচিত। মহাকুম্ভ দুর্ঘটনায় মৃত্যু, আহতদের চিকিৎসা, ওষুধ, ডাক্তার, খাদ্য নিয়ে সংসদে পরিসংখ্যান দিক।"

তিনি আরও বলেন, 'ডবল ইঞ্জিন সরকারের কাছে আমার প্রশ্ন, যদি অপরাধবোধ না থাকে তাহলে মৃত্যুর সঠিক পরিসংখ্যান দেওয়া হচ্ছে না কেন? সত্য গোপন করাও অপরাধ। এই পুরো ঘটনার জন্য কাকে শাস্তি দেওয়া হবে?'

অখিলেশ যাদব বলেন, 'ধর্মীয় সমাবেশের সময় প্রচারের উপর জোর দেওয়া হয়েছিল, ব্যবস্থায় নয়। একটি ধর্মীয় সমাবেশে সরকারের প্রচার নিন্দনীয়। প্রচারের সময় যাঁরা ডিজিটাল কুম্ভ আয়োজনের দাবি করেছিলেন তাঁরা পদদলিত হয়ে নিহতদের সঠিক সংখ্যা দিতে পারেননি। কেউ বাবা-মাকে হারিয়েছেন, কেউ মেয়েকে, কেউ ভাইবোনকে। শিশুদের পরিসংখ্যান এখনও নেই'।

সমাজবাদী পার্টির সাংসদ আরও বলেন, 'সত্যযুগ থেকে শুরু করে কলিযুগ পর্যন্ত সনাতনের পরম্পরা অনুযায়ী সাধুরা শাহী স্নান করেন। কিন্তু বিজেপি সনাতনের পরম্পরা ভেঙে দিয়েছিল। তারা বলেছিল সাধুদের শাহী স্নান হবে না। কিন্তু দেশজুড়ে এই খবর প্রচার হতেই সকল সাধুকে অনুমতি দেওয়া হয়। আমরা দেখলাম লোকজন পূণ্য অর্জন করতে এসে প্রিয়জনের মৃতদেহ নিয়ে গেলেন। চারিদিকে মৃতদেহ ছিল, জুতো, জামা-কাপড় ছড়িয়ে ছিল। সেগুলি তোলা হল জেসিবি মেশিন দিয়ে। কোথায় ফেলা হয়েছে তাও কেউ জানে না। যেই গন্ধ বেরোতে থাকলো তখনই সুগন্ধি ছড়াতে লাগলো। দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যখন শোকপ্রকাশ করলেন তার ১৭ ঘন্টা পর সরকার সমস্ত বিষয় স্বীকার করল'।

প্রসঙ্গত, মৌনী অমাবস্যা উপলক্ষ্যে গত ২৯ জানুয়ারি কোটি মানুষ ভিড় জমাতে শুরু করেন প্রয়াগরাজে। মাঝরাত থেকেই গঙ্গা, যমুনা, এবং অন্তঃসলিলা সরস্বতী - তিন নদীর সঙ্গম ত্রিবেণী সঙ্গমে শাহী স্নান বা অমৃত স্নান করা শুরু করে দেন তাঁরা। রাত ২টা নাগাদ অতিরিক্ত ভিড়ের চাপে স্নানের ঘাটে থাকা ব্যারিকেডগুলি ভেঙে যায়। তখনই পদপিষ্টের ঘটনা ঘটে বলে জানা গেছে। সরকারি মতে, ৩০ জনের মৃত্যু হয়েছে। যদিও বিরোধীদের অভিযোগ, সংখ্যাটা ৩০ নয়, আরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সরকার তথ্য গোপন করছে।

অখিলেশ যাদব
Financial Fraud: দেশের আর্থিক রাজধানীতে ১ বছরে ২ লক্ষের বেশি আর্থিক প্রতারণা, শীর্ষে মুম্বাই
অখিলেশ যাদব
Union Budget 2025: মোবাইল, ব্যাটারি, লিথিয়াম - বাজেটে কমল কোন কোন জিনিসের দাম? বাড়লই বা কিসের দাম?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in