Union Budget 2025: মোবাইল, ব্যাটারি, লিথিয়াম - বাজেটে কমল কোন কোন জিনিসের দাম? বাড়লই বা কিসের দাম?

People's Reporter: অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, “মধ্যবিত্তদের উপর ভরসা রাখছে সরকার। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে”।
Union Budget 2025: মোবাইল, ব্যাটারি, লিথিয়াম - বাজেটে কমল কোন কোন জিনিসের দাম? বাড়লই বা কিসের দাম?
গ্রাফিক্স - আকাশ নেয়ে
Published on

শনিবার সংসদে তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন নির্মলা সীতারমণ। অর্থমন্ত্রী হিসাবে এই নিয়ে টানা অষ্টম বারের জন্য বাজেট পেশ করলেন তিনি। নিয়ম অনুযায়ী, বাজেট পেশের আগে যান রাষ্ট্রপতির কাছেও।

এবারের বাজেটে মধ্যবিত্তদের গুরুত্ব দেওয়া হয়েছে। ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর নয়, ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি বলেন, “মধ্যবিত্তদের উপর ভরসা রাখছে সরকার। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে”।

এক নজরে দেখে নেওয়া যাক, এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমল। কোন কোন জিনিসের দাম বাড়ল –

১। এবারের বাজেটে মোবাইল ফোনের ব্যাটারি উৎপাদনের জন্য ২৮ টি অতিরিক্ত পণ্য অব্যাহতিপ্রাপ্ত মূলধনী পণ্যের তালিকায় আসবে। ফলে মনে করা হচ্ছে কমতে পারে মোবাইল ফোনের দাম।

২। বাজেটে ক্যানসার-সহ দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত ৩৬ টি জীবনদায়ী ওষুধে তুলে দেওয়া হচ্ছে শুল্ক। পাশাপাশি, ৬ টি জীবনদায়ী ওষুধে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হয়েছে।

৩। লিথিয়াম ব্যাটারিতেও কর ছাড় দেওয়ার ঘোষণা অর্থমন্ত্রীর। মোবাইল-সহ বৈদ্যুতিন গাড়ি তৈরির শিল্পে লিথিয়ামের প্রচুর ব্যবহার হয়।

৪। বাজেটে দাম কমেছে বৈদ্যুতিন গাড়ির ব্যাটারির। যার ফলে দাম কমতে পারে বৈদ্যুতিন গাড়ির।

৫। দাম কমেছে হিমায়িত মাছের লেই বা ‘সুরিমি’র। রফতানির ক্ষেত্রে কর ৩০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হবে বলে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।

৬। বাজেটে দাম কমছে ভেজা নীল চামড়ারও। তাই চর্মজাত দ্রব্যের দাম কমবে বলে মনে করা হচ্ছে।

৭। বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেন দাম কমবে ক্যারিয়ার-গ্রেড ইথারনেটের সুইচ এবং এলসিডি/এলইডি টিভির ‘সেল’-এর।

৮। কমবে কোবাল্টজাত পণ্যের দাম। সীসা, দস্তা-সহ ১২ টি গুরুত্বপূর্ণ খনিজ মৌলিকের কর কমবে।

৯। এছাড়া ১০ বছরের জন্য জাহাজ তৈরির কাঁচামালের উপর কর ছাড় দেওয়া হয়েছে। কমবে সামুদ্রিক যানের দামও।

১০। পাশাপাশি, ‘ইন্টার‍্যাক্টিভ ফ্ল্যাট-প্যানেল ডিসপ্লে’র কর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে বাজেটে। অর্থাৎ, বেশ কিছু স্মার্ট টিভির দাম বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। দাম বাড়তে পারে বোনা কাপড়েরও।

১১। ওষুধ এবং কাঁচামালের ক্ষেত্রে শুল্ক ছাড় স্বাস্থ্যসেবা এবং উত্পাদন শিল্পে, বিশেষত জাহাজ নির্মাণ এবং ইলেকট্রনিক্সে খরচ কমিয়ে দেবে।

১২। অস্থায়ী মূল্যায়নের জন্য দুই বছরের একটি সময়সীমা চালু করেছে সরকার। যা ব্যবসার জন্য দ্রুত এবং আরও দক্ষ কর ছাড়পত্র নিশ্চিত করবে। এটি আমদানি এবং রফতানি শিল্পকে প্রভাবিত করতে পারে বলে মনে করা হচ্ছে।

এছাড়া বাজেটে ষাটোর্ধ্বদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ এক লক্ষ টাকা করার ঘোষণা করা হয়েছে। এসবের পাশাপাশি, একগুচ্ছ নয়া প্রকল্পের ঘোষণা করেছেন অর্থমন্ত্রীর। দেশে ১২০ টি নতুন বিমানবন্দর হবে, যার মধ্যে বিহারে হবে তিনটি। ৫টি নতুন আইআইটি হবে।

অর্থমন্ত্রী আরও জানান, রাজ্যগুলির সঙ্গে অংশীদারির মাধ্যমে শীর্ষ ৫০ টি পর্যটনস্থলের উন্নয়ন করবে কেন্দ্র। মুদ্রা ঋণ সম্প্রসারিত হবে হোমস্টেগুলির ক্ষেত্রেও।

Union Budget 2025: মোবাইল, ব্যাটারি, লিথিয়াম - বাজেটে কমল কোন কোন জিনিসের দাম? বাড়লই বা কিসের দাম?
Union Budget 2025: 'বিহারে ঘোষণার জোয়ার আর অন্ধ্রপ্রদেশকে বঞ্চনা' - বাজেট নিয়ে কটাক্ষ কংগ্রেসের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in