
বিদেশের মাটিতে কংগ্রেস সাংসদ শশী থারুরের করা মোদী সরকারের প্রশংসা ভালোভাবে মানতে পারছে না কংগ্রেস। এবার ২০১৮ সালে সার্জিকাল স্ট্রাইক নিয়ে শশী থারুরের একটি লেখা শেয়ার করে তাঁকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা পবন খেরা।
শশী থারুরের লেখা 'The Paradoxical Prime Minister: Narendra Modi and His India' - এই বইয়ের কিছু লাইন হাইলাইট করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন পবন খেরা। হাইটলাইট অংশে লেখা রয়েছে, "পাকিস্তানের সাথে নিয়ন্ত্রণ রেখা বরাবর ২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইক এবং মায়ানমারে বিদ্রোহীদের উপর সামরিক অভিযানের মতো ঘটনাগুলি, কখনও নির্বাচনী হাতিয়ার হিসেবে কংগ্রেস ব্যবহার করেনি। কংগ্রেস আগেও বেশ কয়েকটি স্ট্রাইক করেছে। কিন্ত দলীয় স্বার্থে ব্যবহার করেনি। জাতীয় নিরাপত্তার বিষয়গুলিতে বিচক্ষণ এবং সর্বদল সমন্বয়ে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।"
এক্স মাধ্যমে বইয়ের ওই বিশেষ অংশের ছবি শেয়ার করে পবন খেরা লেখেন, "আমি শশী থারুরের সাথে একমত। যিনি ২০১৮ সালে তাঁর বই ‘The Paradoxical Prime Minister’-এ সার্জিকাল স্ট্রাইক নিয়ে লিখেছিলেন।" পবন খেরার ট্যুইটটি আবার শেয়ার করেছেন কংগ্রেসের প্রধান মুখপাত্র তথা দলের বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ।
প্রসঙ্গত, বিশ্বমঞ্চে পাকিস্তানকে কোণঠাসা করতে এই মুহূর্তে বিদেশ সফরে রয়েছেন শশী থারুর। আমেরিকার পানামতে বুধবার কংগ্রেস সাংসদ বলেন, "কারগিল যুদ্ধের সময়ও আমরা নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করিনি; উরিতে আমরা গিয়েছিলাম এবং তারপর ২০১৯ সালের জানুয়ারিতে পুলওয়ামায় আক্রমণ হয়েছিল। তারপর আমরা কেবল নিয়ন্ত্রণ রেখাই অতিক্রম করিনি, আন্তর্জাতিক সীমানাও অতিক্রম করেছিলাম এবং বালাকোটে সন্ত্রাসবাদীদের সদর দপ্তরে আঘাত করেছিলাম। আর এবার আমরা পাকিস্তানের নয়টি স্থান - জঙ্গি ঘাঁটি, প্রশিক্ষণ কেন্দ্র এবং সন্ত্রাসবাদীদের সদর দপ্তরগুলিতে আঘাত করেছি। যা আগে হয়নি তা নরেন্দ্র মোদীর নেতৃত্বে হয়েছে।"
শশী থারুরের বক্তব্যের তীব্র সমালোচনা করেন কংগ্রেস নেতা উদিত রাজ। তিনি বলেন, "কংগ্রেস সাংসদ শশী থারুর বিজেপির একজন সুপার মুখপাত্র। তিনি বিজেপি নেতাদের চেয়েও বেশি তোষামোদ করছেন মোদীজির। তিনি (শশী থারুর) কি জানেন যে আগের সরকারগুলি কী করত? শশী থারুর ধীরে ধীরে বিজেপির মুখপাত্র হয়ে উঠেছে।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন