Patanjali: রুহ আফজার পর ডাবর নিয়ে অবমাননাকর বিজ্ঞাপন! রামদেবের পতঞ্জলির কাজে অসন্তুষ্ট হাইকোর্ট

People's Reporter: ডাবরের অভিযোগ, পতঞ্জলির বিজ্ঞাপনে শিশুদের জন্য তাদের পণ্যকে ‘নিরাপদ নয়’ বলে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর ও ভিত্তিহীন।
রামদেব
রামদেবফাইল ছবি
Published on

ফের বিতর্কে জড়ালেন যোগগুরু রামদেব এবং তাঁর সংস্থা পতঞ্জলি আয়ুর্বেদ। এবার ডাবরের চ্যবনপ্রাশের বিরুদ্ধে অবমাননাকর বিজ্ঞাপন প্রচার থেকে পতঞ্জলিকে বিরত থাকার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। যা নিয়ে অস্বস্তিতে রামদেব।

বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট এক অন্তর্বর্তীকালীন নির্দেশে পতঞ্জলির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছে। বিচারক মিনি পুষ্কর্ণের সিঙ্গেল বেঞ্চ ডাবরের করা দুটি আবেদন মঞ্জুর করে এই নির্দেশ জারি করে।

ডাবর অভিযোগ জানায়, পতঞ্জলি তাদের চ্যবনপ্রাশ পণ্যকে লক্ষ্য করে অবমাননাকর মন্তব্য ও ভ্রান্ত তথ্যসহ বিজ্ঞাপন প্রচার করছে। এতে সংস্থার সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি করা হয়।

পতঞ্জলির একটি বিজ্ঞাপনে বলা হয়, “জিনকো আয়ুর্বেদ অর বেদ কা জ্ঞান নহি, চরক, সুশ্রুত, ধন্বন্তরী অর চ্যবনঋষির পরম্পরা মে 'আসল' চ্যবনপ্রাশ ক্যাইসে বানা পায়েঙ্গে?” পতঞ্জলির দাবি, তাদের পণ্যে ৫১টি ভেষজ উপাদান রয়েছে, যেখানে ডাবরের চ্যবনপ্রাশে ৪০টি উপাদান আছে।

ডাবরের অভিযোগ, পতঞ্জলির বিজ্ঞাপনে শিশুদের জন্য তাদের পণ্যকে ‘নিরাপদ নয়’ বলেও প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর ও ভিত্তিহীন।

অন্যদিকে, পতঞ্জলি আদালতে জানায়, তারা কোনও সংস্থার নাম করেনি বা সরাসরি তুলনা করেনি। তাদের দাবি, বিজ্ঞাপনটি শুধুমাত্র নিজস্ব পণ্যের গুণগত মান তুলে ধরার উদ্দেশ্যে প্রচার করা হয়েছে। যদিও পতঞ্জলির এই দাবি মানতে নারাজ দিল্লি হাই কোর্ট।

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসে নিজের ব্র্যান্ড পতঞ্জলির এক শরবতের প্রচার করতে গিয়ে জনপ্রিয় শরবতের কোম্পানি রুহ আফজা-কে সরাসরি আক্রমণ করেন রামদেব। ‘পতঞ্জলি প্রোডাক্টস’ ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি দাবি করেছিলেন, একটি প্রতিযোগী শরবত সংস্থার আয় মাদ্রাসা এবং মসজিদ তহবিলে ব্যবহার করা হচ্ছে। পালটা আমাদের শরবতের বিক্রি করা টাকা কাজে আসবে গুরুকুল, আচার্যকুল, পতঞ্জলি বিশ্ববিদ্যালয় এবং ভারতীয় শিক্ষা বোর্ডের উন্নতিকল্পে।

ভিডিওর ক্যাপশনে ‘লাভ জেহাদ’, ‘ভোট জেহাদে’র প্রসঙ্গ টেনে ‘শরবত জেহাদে’র কথা লেখা হয়। লেখা হয়, “আপনার পরিবার এবং নিষ্পাপ শিশুদের কোল্ড ড্রিঙ্কস এবং ‘শরবত জিহাদে’র নামে বিক্রি হওয়া টয়লেট ক্লিনারের বিষ থেকে রক্ষা করুন। বাড়িতে কেবল পতঞ্জলির শরবত এবং জুস আনুন।” যদিও রামদেব কারও নাম উল্লেখ করেননি, তবে তাঁর নিশানায় যে অত্যন্ত জনপ্রিয় শরবতের কোম্পানি রুহ আফজা রয়েছে, তা বোঝাই যায়। 

‘শরবত জেহাদ’ মন্তব্যের জেরে আদালতে তীব্র ভর্ৎসিত হয়েছিলেন যোগগুরু রামদেব। দিল্লি হাইকোর্টের তীব্র ভর্ৎসনার পর ভিডিওটি সরিয়ে নেওয়া হয়।

রামদেব
Ramdev: ‘শরবত জেহাদ’ মন্তব্যের জেরে আদালতের তোপের মুখে ভিডিও সরাচ্ছেন রামদেব
রামদেব
Patanjali: রামদেবের পতঞ্জলির বিরুদ্ধে 'সন্দেহজনক' লেনদেনের অভিযোগ! কেন্দ্রের নোটিশ সংস্থাকে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in