

আদানি গোষ্ঠীর বিরুদ্ধে জালিয়াতির যে অভিযোগ উঠেছে, তা পরীক্ষা করার জন্য এক বিচারপতি সহ বিশেষজ্ঞদের একটি প্যানেল গঠনের জন্য পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবার, প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, শেয়ার বাজারে ভারতীয় বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষিত করার জন্য একটি শক্তিশালী ব্যবস্থা থাকা উচিত।
একইসঙ্গে, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে হিন্ডেনবার্গের রিপোর্ট নিয়ে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি (SEBI)-র প্রতিক্রিয়াও জানতে চেয়েছে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিনিয়োগকারীদের ভবিষ্যতের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে SEBI-কে। আগামী সোমবার, এ নিয়ে আদালতে এসে নিজেদের মতামত জানাতে হবে সেবি-কে।
আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা কারচুপির অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে দুটি মামলা হয়। বৃহস্পতিবার, প্রধান বিচারপতির এজলাসে একটি পৃথক মামলা করেন আইনজীবী বিশাল তিওয়ারি। দ্বিতীয় মামলা করেন আইনজীবী এম এল শর্মা ৷ শুক্রবার, সেই মামলার শুনানি হয়।
এই মামলার পরবর্তী শুনানি ১৩ ফেব্রুয়ারি, সোমবার।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন