
রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত মহন্ত সত্যেন্দ্র দাস প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। বুধবার লখনৌর সঞ্জয় গান্ধী পোষ্ট গ্র্যাজুয়েট ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সস-এ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই মাসের প্রথম সপ্তাহ থেকে তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মহন্ত সত্যেন্দ্র দাসের মৃত্যুর পর হাসপাতাল থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, রাম মন্দির অযোধ্যার প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাসজী আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ব্রেন স্ট্রোক হবার পর গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে ৩ ফেব্রুয়ারি নিউরোলজি-র এইচ ডি ইউ (হাই ডিপেনডেন্সি ইউনিট)-এ ভর্তি করা হয়েছিল।
জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার অযোধ্যায় সরযূ নদীর তীরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। আজই লখনৌ থেকে তাঁর দেহ অযোধ্যায় নিয়ে আসা হবে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন