Acharya Satyandra Das: রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত মহন্ত সত্যেন্দ্র দাস প্রয়াত

People's Reporter: বুধবার লখনৌর সঞ্জয় গান্ধী পোষ্ট গ্র্যাজুয়েট ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সস-এ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই মাসের প্রথম সপ্তাহ থেকে তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মহন্ত সত্যেন্দ্র দাস
মহন্ত সত্যেন্দ্র দাস ফাইল ছবি, প্যাট্রিওটিক-এর এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত মহন্ত সত্যেন্দ্র দাস প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। বুধবার লখনৌর সঞ্জয় গান্ধী পোষ্ট গ্র্যাজুয়েট ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সস-এ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই মাসের প্রথম সপ্তাহ থেকে তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মহন্ত সত্যেন্দ্র দাসের মৃত্যুর পর হাসপাতাল থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, রাম মন্দির অযোধ্যার প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাসজী আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ব্রেন স্ট্রোক হবার পর গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে ৩ ফেব্রুয়ারি নিউরোলজি-র এইচ ডি ইউ (হাই ডিপেনডেন্সি ইউনিট)-এ ভর্তি করা হয়েছিল।

জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার অযোধ্যায় সরযূ নদীর তীরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। আজই লখনৌ থেকে তাঁর দেহ অযোধ্যায় নিয়ে আসা হবে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

মহন্ত সত্যেন্দ্র দাস
Digital Arrest: পাঁচ দিন ধরে 'ডিজিটাল অ্যারেস্ট' গোটা পরিবারকে! হাতিয়ে নেওয়া হল কোটি টাকা
মহন্ত সত্যেন্দ্র দাস
Lay Off: এক ধাক্কায় ৭০০ কর্মী ছাঁটাই ইনফোসিসের! টেক সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি NITES-র

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in