
* আগামী ২১ জুলাই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন।
* অধিবেশন শুরুর আগেই ইন্ডিয়া মঞ্চ ছাড়লো আম আদমি পার্টি।
* আপ সবসময় দ্বিমুখী নীতি নিয়ে চলে, বক্তব্য কংগ্রেসের।
আগামী সপ্তাহের সোমবার ২১ জুলাই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। অধিবেশন শুরুর আগে বিরোধী ইন্ডিয়া মঞ্চ-র পক্ষ থেকে শনিবার ১৯ জুলাই সন্ধ্যা ৭টায় এক অনলাইন বৈঠকের ডাক দেওয়া হয়েছে। যে বৈঠকে যোগ দেবার কথা প্রায় সব বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের। যদিও এখনও পর্যন্ত জানা গেছে, ইন্ডিয়া মঞ্চের এই বৈঠকে উপস্থিত থাকছে না অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি (AAP)। ২০২৪ লোকসভা নির্বাচনের পর এই প্রথম কোনও বৈঠকের ডাক দিল ইন্ডিয়া মঞ্চ।
শুক্রবারই আম আদমি পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, ইঞ্চিয়া মঞ্চ ছাড়ছে আপ এবং শনিবারের বৈঠকে আপ যোগ দিচ্ছে না। এর আগেই গুজরাটের বিসাভাদর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী দেওয়া নিয়ে আপের সঙ্গে বিরোধ তৈরি হয়। এরপরেই আপ-এর পক্ষে জানান হয়েছিল, ইন্ডিয়া মঞ্চ তৈরি হয়েছিল শুধুমাত্র লোকসভা নির্বাচনের জন্য। তাই বিহারে একক শক্তিতেই বিধানসভা নির্বাচনে লড়াই করবে আপ।
আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে জানান, “২০২৪-এর লোকসভা নির্বাচনের জন্য ইন্ডিয়া মঞ্চ তৈরি হয়েছিল। এরপর আমরা দিল্লি এবং হরিয়ানা বিধানসভা নির্বাচনে একক শক্তিতে লড়াই করেছি। বিহারেও আমরা একক শক্তিতে লড়াই করতে চলেছি। এছাড়াও পাঞ্জাব এবং গুজরাটে উপনির্বাচনে আমরা একক শক্তিতে লড়াই করেছি। আম আদমি পার্টি ইন্ডিয়া মঞ্চের শরিক নয়।”
গতকাল সঞ্জয় সিং আরও বলেন, ইন্ডিয়া মঞ্চের সবথেকে বড়ো শরিক কংগ্রেস। কিন্তু বিরোধী ঐক্য গড়ে তুলতে কংগ্রেস কি কোনও ভূমিকা নিতে পেরেছে? এটা কোনও বাচ্চাদের খেলা নয়। লোকসভা নির্বাচনের পরে কংগ্রেস কি ইন্ডিয়া মঞ্চের কোনও বৈঠক ডেকেছে? ইন্ডিয়া মঞ্চকে এগিয়ে নিয়ে যাবার জন্য কোনও সদর্থক ভূমিকা নিয়েছে? কখনও তারা উদ্ধব ঠাকরের সমালোচনা করছে, কখনও অখিলেশ যাদবের সমালোচনা করছে। ইন্ডিয়া মঞ্চের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা উচিত ছিল।
গত ৩ জুলাই বৃহস্পতিবার আহমেদাবাদে এক সাংবাদিক সম্মেলনে অরবিন্দ কেজরীওয়াল জানান, ইন্ডিয়া মঞ্চ শুধুমাত্র লোকসভা নির্বাচনের জন্য তৈরি হয়েছিল। বিহার বিধানসভা নির্বাচনে একক শক্তিতে লড়াই করবে আম আদমি পার্টি। এখানে কংগ্রেসের সঙ্গে আমাদের কোনও সমঝোতা নেই।
আম আদমি পার্টির ইন্ডিয়া মঞ্চ ত্যাগ সম্পর্কে এক বিবৃতিতে কংগ্রেস নেতা প্রতাপ সিং বাজওয়া জানিয়েছেন, আপ-এর এই সিদ্ধান্তে ইন্ডিয়া মঞ্চ আরও ঐক্যবদ্ধ হবে। তিনি আরও বলেন, আপ সবসময় দ্বিমুখী নীতি নিয়ে চলে। কেজরীওয়াল প্রকাশ্যে কংগ্রেস কর্মীদের আপ-এ যোগ দিতে বলেছিলেন। বিজেপির সঙ্গে লড়াই করার বদলে আপ সবসময় কংগ্রেসকে আক্রমণ করে গেছে।
জানা গেছে, আগামীকালের বৈঠকে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ছাড়াও উপস্থিত থাকবেন উদ্ধব ঠাকরে, এম কে স্ট্যালিন, তেজস্বী যাদব সহ দেশের শীর্ষ বিরোধী নেতৃত্ব। তৃণমূলের পক্ষ থেকে প্রথমে এই বৈঠকে কেউ থাকবে না ঠিক করা হলেও পরে দলের পক্ষ থেকে জানানো হয়েছে এই বৈঠকে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
জানা গেছে, সংসদের আসন্ন বাদল অধিবেশনে দুই কক্ষেই একাধিক বিষয় নিয়ে সরব হবেন বিরোধীরা। যার মধ্যে আছে বিহার বিধানসভা নির্বাচনের আগে কমিশনের ভোটার তালিকার নিবিড় সংশোধন (Special Intensive Revision - SIR), পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তদন্তে অগ্রগতির অভাব, অপারেশান সিঁদুর (Operation Sindoor), চিন নিয়ে কেন্দ্রের অবস্থান, বেকারি সমস্যা, কৃষকদের সমস্যা, দেশের নিরাপত্তা এবং আহমেদাবাদ বিমান দুর্ঘটনা।
Keywords: AAP exits INDIA Bloc, INDIA alliance meeting, Monsoon Session 2025, Lok Sabha elections, Aam Aadmi Party news, INDIA bloc latest update, Indian politics July 2025.
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন