
ভারত-পাকিস্তান যুদ্ধ আবহে ভারতের একাধিক যুদ্ধবিমান ধ্বংস করেছিল পাকিস্তান! সিঙ্গাপুরের একটি অনুষ্ঠানে কার্যত একথা স্বীকার করে নিলেন ভারতীয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান। যা নিয়ে এই মুহূর্তে তোলপাড় জাতীয় রাজনীতি।
'অপারেশন সিঁদুর' নিয়ে একাধিক তথ্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। যার মধ্যে একটি ছিল ভারতের ৫টি যুদ্ধবিমান ধ্বংস করেছে পাকিস্তান। সেইসময় এই দাবিকে ভুয়ো বলে জানিয়ে ছিলেন একাধিক বিজেপি নেতা। বিরোধী দলনেতা রাহুল গান্ধীও সরাসরি বিদেশমন্ত্রী জয় শঙ্করের কাছে জানতে চেয়েছিলান, এই সংঘর্ষে ভারত কতগুলি বিমান হারিয়েছে? এগুলোর কোনটারই উত্তর দেয়নি সরকার বা সেনাবাহিনী। এবার বিদেশের মাটিতে বিমান ধ্বংসের অভিযোগ স্বীকার করলেন জেনারেল অনিল চৌহান।
শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত 'শাংগ্রি-লা সংলাপ' অনুষ্ঠানে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল চৌহানকে ভারতীয় বিমান ধ্বংস নিয়ে প্রশ্ন করা হয়। সরাসরি জানতে চাওয়া হয়, ‘‘ভারত এবং পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাতে পাকিস্তান কি ভারতের যুদ্ধবিমান ধ্বংস করেছিল? এক বা একাধিক?’’ যার উওরে সেনা সর্বাধিনায়ক জানান, “বিমান ধ্বংস হয়েছিল সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হল কেন বিমান ধ্বংস হয়েছে।"
তাঁকে ধ্বংস হওয়া বিমানের সংখ্যা জানতে চাইলে, তিনি জানান, সংখ্যাটা গুরুত্বপূর্ণ নয়। তিনি জানান, সংঘর্ষের শুরুতে ভারত কিছু ভুল করেছিল, যা দ্রুত সংশোধন করে আবার কার্যকরভাবে বিমান অভিযান চালায়।
অনিল চৌহান বলেন, "ভালো দিক হল আমরা যে কৌশলগত ভুল করেছিলাম তা বুঝতে পারি। পরে সংশোধন করি এবং দুই দিন পরে আবার নিজেদের লক্ষ্য বাস্তবায়ন করেছি। আমাদের সমস্ত বিমান আবার উড়েছিল। বহু দূরে থাকা লক্ষ্যবস্তুকে আক্রমণ করতে সক্ষম হয়েছিল। আমরা পাকিস্তানের ৩০০ কিলোমিটার গভীরে ভারী বিমান-প্রতিরক্ষামূলক বিমানঘাঁটিতে নির্ভুল হামলা চালাতে সক্ষম হয়েছি।"
বিমান ধ্বংস নিয়ে পাকিস্তানের দাবিকে 'অতিরঞ্জিত' বলে দাবি করেন ভারতের তিন সেনাবাহিনীর প্রধান। তবে বিমান ধ্বংসের অভিযোগ অস্বীকার করেননি।
এমনকি পারমাণবিক আক্রমণের কথাও অস্বীকার করেন জেনারেল চৌহান। তিনি জানান, “সংঘর্ষ কখনোই পারমাণবিক পর্যায়ে পৌঁছায়নি। প্রচলিত অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে এবং পারমাণবিক ব্যবহারের মধ্যে একটি সুস্পষ্ট পার্থক্য রয়েছে। আমাদের কিছু নির্দিষ্ট ‘ডি-এস্কেলেশন স্টেপ’ রয়েছে যা পারমাণবিক যুদ্ধের সম্ভাবনাকে রোধ করে।”
প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে কয়েকটি সংবাদ সংস্থার সামনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলছেন, "অভিযান (অপারেশন সিঁদুর)-এর শুরুতে আমরা পাকিস্তানকে একটি বার্তা দিয়েছিলাম। বলা হয়েছিল, আমরা জঙ্গিঘাঁটিতে আঘাত করছি। আমরা (পাকিস্তানের) সামরিক বাহিনীর উপর কোনও হামলা করছি না। আমাদের কাজে নাক না গলানো এবং এর থেকে দূরে থাকার বিকল্প (অপশন) রয়েছে (পাকিস্তানি) সামরিক বাহিনীর কাছে। কিন্তু তারা আমাদের সেই পরামর্শ নেয়নি।”
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ওই ভিডিও শেয়ার করে রাহুল গান্ধী প্রশ্ন করেন, "আমাদের আক্রমণ শুরুর আগেই পাকিস্তানকে তা জানানো - একটি অপরাধ। বিদেশমন্ত্রী প্রকাশ্যে স্বীকার করেছেন যে ভারত সরকার এটি করেছে। ১. কে এটি অনুমোদন করেছিল? ২. এর ফলে আমাদের বিমানবাহিনী কতগুলি বিমান হারিয়েছে?"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন