Kerala: কেরালায় অনুমোদনহীন স্কুলের সংখ্যা ৮২৭, জানালেন রাজ্যের মন্ত্রী ভি শিভানকুট্টি
কেরালায় স্কুল শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার আনার উদ্দেশ্যে অনুমোদনহীন স্কুলগুলিতে সমীক্ষার কাজ সম্পন্ন করলো রাজ্য সরকার। আগামী সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত বিষয়ে আরও ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার একথা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ভি শিভানকুট্টি।
বৃহস্পতিবার এক বিবৃতিতে মন্ত্রী জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে ৮২৭ টি অনুমোদনহীন স্কুলের খোঁজ পাওয়া গেছে, যা আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার বাইরে। শিভানকুট্টি বলেছেন, ‘এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এক বৈঠকের আহ্বান করেছেন। এই অনুমোদনহীন স্কুলগুলির সম্পর্কে পাওয়া সমস্ত তথ্য ও তালিকা তাঁর কাছে পেশ করা হবে।‘
এদিন মন্ত্রী জোর দিয়ে জানিয়েছেন, পড়ুয়াদের শারীরিক বা মানসিক সুস্থতা খুব গুরুত্বপূর্ণ। বডি শেমিং বা এই ধরণের কার্যকলাপে যেন কোনও নেতিবাচক প্রভাব না পরে, সেই বিষয়টি স্কুলের শিক্ষক বা কর্তৃপক্ষর দেখা উচিত। মন্ত্রী জানান, ‘একইভাবে পরিবহণ খরচ বা অন্য কোনও চার্জ প্রদানের দাবির মতো সমস্যাগুলো অন্য শিক্ষার্থীদের উপস্থিতিতে ক্লাসরুমে আলোচনা করা উচিত নয়। এই বিষয়ে সরাসরি অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা উচিত।‘
মন্ত্রী এদিন জানান, আর্থিক কারণে কোনও শিক্ষার্থীকে স্কুলের শিক্ষামূলক ভ্রমণ থেকে বাদ দেওয়া উচিত নয়। শিভানকুট্টি বলেন, ‘শিক্ষামূলক ভ্রমণ এবং ব্যক্তিগর অনুষ্ঠান সংক্রান্ত নির্দেশিকা অবিলম্বে কার্যকর করা উচিত। ডিরেক্টর অব পাবলিক এডুকেশনকে এক সপ্তাহের মধ্যে এই বিষয়ে গৃহীত ব্যবস্থাগুলি নিয়ে একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।‘
মন্ত্রী উল্লেখ করেছেন, শিক্ষামূলক ভ্রমণে কিছু স্কুল অত্যধিক পরিমাণ অর্থ দাবি করে। যার ফলে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের উপর চাপ সৃষ্টি হয়। এই ধরনের ভ্রমণগুলি এমনভাবে সংগঠিত হওয়া উচিত যাতে সমস্ত শিক্ষার্থীরাই সুযোগ পায়।
শিভানকুট্টি বলেছেন, শিক্ষামূলক ভ্রমণের সময় সহকারী শিক্ষক এবং পিটিএ সদস্যদের খরচ সংশ্লিষ্ট পিটিএ কমিটি বা স্টাফ ম্যানেজমেন্ট কমিটিগুলিকে বহন করতে হবে। মন্ত্রী উল্লেখ করেছেন, ব্যক্তিগত স্তরের কোনও অনুষ্ঠান, যেমন স্টাফ বা শিক্ষার্থীদের জন্মদিন, স্কুলগুলিতে হচ্ছে। এর ফলে শিক্ষার্থীদের উপহার আনার জন্য চাপ দেওয়া হচ্ছে। যারা উপহার আনতে ব্যর্থ হয় তাদের প্রতি বৈষম্যমূলক আচরণও প্রকাশ্যে আসছে।
মন্ত্রীর নির্দেশ, ‘শিক্ষার্থীদের উপর আর্থিক বোঝা চাপিয়ে দেয় এমন অনুষ্ঠান এড়াতে স্কুল কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নিতে হবে।‘
চলতি বছরের ১৫ অক্টোবর অনুমোদনহীন স্কুলগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবার কথা জানিয়েছিল কেরালা সরকার। ওইদিন কোচির বিধায়ক কে জি মাক্সির এক প্রশ্নের উত্তরে বিধানসভায় শিক্ষামন্ত্রী ভি শিভানকুট্টি একথা জানিয়েছিলেন একমাসের মধ্যে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এইসমস্ত স্কুলের বিরুদ্ধে চড়া হারে ভর্তি ফি, অনুদান নেবার অভিযোগ উঠেছে।
তিনি আরও জানান, রাজ্যের সমস্ত স্কুলকে রাজ্যের শিক্ষা দপ্তরের নিয়ম মেনে চলতে হবে। সিবিএসই অথবা আইসিএসই স্কুল হলেও রাজ্য সরকারের কাছ থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ নেওয়া বাধ্যতামূলক। কোচির এক অনুমোদনহীন প্লে স্কুলে তিন বছরের এক ছাত্রকে শিক্ষক বেত দিয়ে মারার ঘটনা প্রকাশ্যে আসার পর সরকার এই বিষয়ে কড়া সিদ্ধান্ত নেয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন