অনুরাগ ঠাকুর, স্মৃতি ইরানির মতো গতবারের ২০ জন হেভিওয়েটের জায়গা হলো না নয়া মন্ত্রিসভায়!

People's Reporter: মোদীর পাশাপাশি ৩০ জন পূর্ণমন্ত্রী এবং পাঁচজন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত এবং ৩৬ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। জায়গা না পাওয়া ২০ জনই গতবার মন্ত্রী ছিলেন।
অনুরাগ ঠাকুর এবং স্মৃতি ইরানি
অনুরাগ ঠাকুর এবং স্মৃতি ইরানিছবি - সংগৃহীত
Published on

রবিবার ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর রেকর্ড স্পর্শ করে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদী। তাঁর সাথে শপথ গ্রহণ করেন আরও ৭২ জন মন্ত্রী। যাঁর মধ্যে একাধিক নতুন মুখ থাকলেও বাদ পড়েছেন অনুরাগ ঠাকুর, অজয় ভাট সহ ২০ জন পুরনো মন্ত্রী। যাঁরা গতবারের মোদী মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছিলেন।

নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ বিদেশের বিভিন্ন তারকা থেকে শুরু করে রাষ্ট্রনায়করা। মোদীর পাশাপাশি ৩০ জন পূর্ণমন্ত্রী এবং পাঁচজন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত এবং ৩৬ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। ২০১৯ (৬২)-র তুলনায় ২০২৪ (৩৩) সালে উত্তরপ্রদেশে বিজেপির আসন কমলেও সেই রাজ্য থেকে নরেন্দ্র মোদী ছাড়াও ১১ জনকে মন্ত্রী করা হয়েছে। বিহার থেকে করা হয়েছে ৮ জনকে। বাংলা পেয়েছে ২ জন প্রতিমন্ত্রী। নির্বাচনে লড়াই না করে বা হেরেও মোদী মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন অনেকেই। তাঁদের মধ্যে নির্মলা সীতারমন অন্যতম, হরদীপ সিং পুরী, রভনীত সিং বিট্টু।

অনেকের জায়গা হলেও ২০ জন এমন নাম রয়েছে যাঁরা পরিচিতি মুখ অথচ মন্ত্রিসভায় জায়গা হয়নি। এই তালিকায় পরাজিত প্রার্থী যেমন রয়েছেন তেমন অনেকে এই নির্বাচনে অংশগ্রহণও করেননি। আবার কেউ জিতেও মন্ত্রিত্ব পাননি।

জেতার পরেও যাঁদের মন্ত্রী করা হয়নি (গত মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন)-

রবিশঙ্কর প্রসাদ, অজয় ভাট, অনুরাগ ঠাকুর, নারায়ণ রানে, রাজীব প্রতাপ রুডি, পুরুষোত্তম রুপালা।

২০২৪ নির্বাচনে পরাজিত হয়ে মন্ত্রিত্ব হারিয়েছেন যাঁরা -

সাধভী নিরঞ্জন জ্যোতি, আর কে সিং, অর্জুন মুন্ডা, স্মৃতি ইরানি, রাজীব চন্দ্রশেখর, নিশীথ প্রামাণিক, অজয় মিশ্র টেনি, সুভাষ সরকার, কপিল পাতিল, রাও সাহেব দানবে, মহেন্দ্র নাথ পান্ডে, ভারতী পাওয়ার।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি যাঁরা -

মীনাক্ষী লেখি, রাজকুমার রঞ্জন সিং, জেনারেল ভি কে সিং, অশ্বিনী কুমার চৌবে, ভগবত করাদ এবং জন বার্লা।

অনুরাগ ঠাকুর এবং স্মৃতি ইরানি
PM Modi: ৭২ জনের মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী ৩০, কোন শরিকের ক'টি মন্ত্রিত্ব? দেখে নিন সম্পূর্ন তালিকা
অনুরাগ ঠাকুর এবং স্মৃতি ইরানি
৭২ জনের মন্ত্রিসভায় যোগীরাজ্যের ১০, বিহারের ৮; বাকি কোন রাজ্যের কত? দেখে নিন সম্পূর্ণ তালিকা
অনুরাগ ঠাকুর এবং স্মৃতি ইরানি
Terror Attack in J&K: জম্মু-কাশ্মীরে পুন্যার্থীদের বাসে জঙ্গি হামলা! মৃত ১০, আহত ৩৩

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in