VP Election: প্রত্যাশার চেয়ে ১৫ ভোট কম, উপরাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং ইন্ডিয়া শিবিরের সাংসদদের!

People's Reporter: সংসদের দুই কক্ষের মোট ৭৫২ বৈধ ভোটের মধ্যে রাধাকৃষ্ণন পান ৪৫২টি ভোট। এনডিএ-র সাংসদ সংখ্যা ৪২৭ হওয়ায় রাধাকৃষ্ণনের জয় প্রায় নিশ্চিতই ছিল।
নতুন উপরাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী
নতুন উপরাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রীছবি - ভারতীয় জনতা পার্টির ফেসবুক পেজ
Published on

মঙ্গলবার উপ-রাষ্ট্রপতি নির্বাচনে জয় লাভ করেছেন এনডিএ মনোনীত প্রার্থী সিপি রাধাকৃষ্ণন (C P Radhakrishnan)। এই নির্বাচনের ফলকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। অভিযোগ উঠছে, 'ইন্ডিয়া' শিবিরের সাংসদদের মধ্যে কেউ কেউ ক্রস ভোটিং করেছেন।

সংসদের দুই কক্ষের মোট ৭৫২ বৈধ ভোটের মধ্যে রাধাকৃষ্ণন পান ৪৫২টি ভোট। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোটের সমর্থিত প্রার্থী, অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্ট বিচারপতি বি সুদর্শন রেড্ডি পান মাত্র ৩০০ ভোট।

এনডিএ-র সাংসদ সংখ্যা ৪২৭ হওয়ায় রাধাকৃষ্ণনের জয় প্রায় নিশ্চিতই ছিল। তার সঙ্গে যোগ হয় জগন মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেসের ১১ ভোট, যা তাঁর জয়কে আরও সুসংহত করে। তবে শেষ পর্যন্ত বিজেপি প্রার্থী প্রত্যাশার চেয়ে ১৪টি ভোট বেশি পাওয়ায় বিরোধী শিবিরে ক্রস ভোটিংয়ের সন্দেহ দেখা দিয়েছে। অন্যদিকে, বিচারপতি রেড্ডির ঝুলিতে প্রত্যাশিত ৩১৫ ভোট না গিয়ে ১৫টি ভোট কম পড়ায় বিরোধী জোটের অন্দরেই অসন্তোষ তৈরি হয়েছে।

বিজেপি এই ফলকে বিরোধী জোটের ভাঙন হিসেবে তুলে ধরেছে। বিজেপি নেতা অমিত মালব্য এক্স-এ লেখেন, “সব হৈচৈ সত্ত্বেও ইন্ডিয়া প্রার্থী মাত্র ৩০০ ভোট পেয়েছে, যা তাদের দাবি করা সংখ্যার চেয়ে ১৫ কম।”

কংগ্রেস সূত্রে অভিযোগ উঠছে আম আদমি পার্টির (আপ) দিকে। যদিও আপ আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়া জোটে নেই। দলটির ১২ জন সাংসদ বিরোধী প্রার্থীকে ভোট দেবে বলে আশা করা হয়েছিল। তবু সংখ্যার অমিল থেকে যাচ্ছে। পাশাপাশি বঙ্গ বিজেপির একাধিক নেতা তৃণমূলের সাংসদের বিরুদ্ধেও ক্রস ভোটিং-র অভিযোগ তুলেছেন। যদিও তৃণমূল এই বিষয়ে কিছু জানায়নি।

জোটের মধ্যে আসন-বণ্টন নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনই এই ফলাফলে প্রভাব ফেলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গোপন ব্যালটে ভোট হওয়ায় কারা ক্রস ভোট করেছেন, তা নির্দিষ্টভাবে জানা সম্ভব নয়।

ফল ঘোষণার পর পরাজয় মেনে নিয়ে বিচারপতি রেড্ডি বলেন, “আমি এই ফলাফল বিনয়ের সঙ্গে মেনে নিচ্ছি। আমাদের মহান প্রজাতন্ত্রের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আমার অগাধ বিশ্বাস রয়েছে।”

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজয়ী রাধাকৃষ্ণনকে অভিনন্দন জানিয়ে বলেন, “সমাজসেবা ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নে তাঁর জীবন উৎসর্গিত। আমি বিশ্বাস করি, তিনি একজন অসাধারণ উপ-রাষ্ট্রপতি হবেন এবং সংবিধানকে আরও শক্তিশালী করবেন।”

নতুন উপরাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী
বিহারে ভোটার তালিকা সংশোধনে আধারকে পরিচয় প্রমাণ হিসেবে ধরুন! SIR মামলায় জানাল সুপ্রিম কোর্ট
নতুন উপরাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাঞ্জাব! প্রধানমন্ত্রীর সফরের আগে ২০,০০০ কোটি ত্রাণের আবেদন রাজ্যের মন্ত্রীর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in