
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাঞ্জাব। গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার পাঞ্জাব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে বন্যা পরিস্থিতিতে রাজ্যের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিশেষ আর্থিক সাহায্যের আবেদন করলেন রাজ্যের মন্ত্রী আমান অরোরা। মন্ত্রীর স্পষ্ট দাবি, অন্তত ২০ হাজার কোটি টাকার ত্রাণ ঘোষণা করা প্রয়োজন।
সোমবার চণ্ডীগড়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরোরা বলেন, “প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত একবারও পাঞ্জাব নিয়ে কোনও কথা বলেননি। তবুও তিনি আমাদের প্রধানমন্ত্রী, তাই তাঁকে স্বাগত জানাই। আশা করি, তাঁর সফরে আমরা তাঁকে পাঞ্জাববাসীর পাশে দাঁড়াতে দেখব।”
এছাড়াও তিনি মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সাম্প্রতিক চিঠির প্রসঙ্গ টেনে বলেন, পাঞ্জাবের আটকে থাকা ৬০ হাজার কোটি টাকা অবিলম্বে ছেড়ে দেওয়া কেন্দ্রের দায়িত্ব। মানের অভিযোগ, এই অর্থ দিল্লির কাছে আটকে রয়েছে। অথচ রাজ্য ভয়াবহ বন্যার বিপর্যয়ের সঙ্গে লড়াই করছে।
১৯৮৮ সালের ভয়াবহ বন্যার থেকেও এবারের পরিস্থিতি ভয়ানক বলে দাবি করে অরোরা বলেন, “সুতলজ, বিয়াস, রাভি নদীর জোয়ার আর মৌসুমি খালের জলে গোটা রাজ্য বিধ্বস্ত। হিমাচল ও জম্মু-কাশ্মীরে টানা বর্ষণের ফলে নদীগুলো ফুলে-ফেঁপে উঠেছে। তার উপর সাম্প্রতিক অতিবৃষ্টি পরিস্থিতিকে আরও জটিল করেছে।”
প্রধানমন্ত্রী মোদীর সফরে এখন নজর গোটা পাঞ্জাববাসীর। তাঁদের আশা, আগামীকাল ঘোষিত হবে বিশেষ ত্রাণ প্যাকেজ, যা কিছুটা হলেও আশার আলো দেখাবে বিধ্বস্ত রাজ্যকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন