বিহারে ভোটার তালিকা সংশোধনে আধারকে পরিচয় প্রমাণ হিসেবে ধরুন! SIR মামলায় জানাল সুপ্রিম কোর্ট

People's Reporter: সোমবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে জানিয়েছে, এত দিন নির্বাচন কমিশনের নির্ধারিত ১১টি প্রামাণ্য নথির পাশাপাশি আধার কার্ডও যুক্ত হবে ১২তম নথি হিসেবে।
বিহারে ভোটার তালিকা সংশোধনে আধারকে পরিচয় প্রমাণ হিসেবে ধরুন! SIR মামলায় জানাল সুপ্রিম কোর্ট
প্রতীকী ছবি
Published on

বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষায় (এসআইআর) পরিচয় প্রমাণ হিসেবে আধার কার্ড ব্যবহার করা যাবে। সোমবার এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে এমনই জানাল সুপ্রিম কোর্ট। এই নিয়ম আপাতত শুধুমাত্র বিহারের জন্য। তবে এদিনও শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, ‘‘আধার কার্ড পরিচয়পত্র হতে পারে, কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয়।’’

সোমবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে ছিল এই মামলার শুনানি। এদিন রায়ে আদালত জানিয়েছে, নির্বাচন কমিশনের নির্ধারিত ১১টি প্রামাণ্য নথির পাশাপাশি এবার থেকে আধার কার্ডও যুক্ত হবে ১২তম নথি হিসেবে। অর্থাৎ, ভোটার তালিকায় নাম তুলতে বা সংশোধনের সময় পরিচয়ের প্রমাণ হিসাবে আধার ব্যবহার করা যাবে। তবে কেবলমাত্র নাগরিকত্বের প্রমাণ হিসাবে আধার গ্রহণযোগ্য নয়।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালত আরও জানায়, আধার আইনের ৯ নম্বর ধারাতে স্পষ্ট বলা রয়েছে, আধার নম্বর কারও নাগরিকত্ব বা বাসস্থানের প্রমাণ নয়। এর আগে ২০১৮ সালে পাঁচ বিচারপতির বেঞ্চ ‘পুত্তস্বামী বনাম ভারত সরকার’ মামলায় জানিয়েছিল, আধার কোনও নাগরিকত্বের অধিকার নিশ্চিত করতে পারে না। সোমবারের রায়ে সেই অবস্থানই ফের নিশ্চিত হল।

বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ শুনানিতে বলেন, ‘‘কারও পরিচয় প্রতিষ্ঠার জন্য আধারের সাহায্য নেওয়া যেতে পারে। তবে ভারতের নাগরিকত্বের প্রমাণ হিসাবে আধার ব্যবহার করা যাবে না। নাগরিকত্ব প্রমাণ করতে অন্য বৈধ নথির প্রয়োজন রয়েছে।’’

বিহারের বিরোধী দলগুলির আইনজীবীরা শুনানিতে যুক্তি দেন, ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে একমাত্র আধারকেই প্রমাণ হিসেবে গ্রহণ করা হোক। তবে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, আধারকে একমাত্র প্রামাণ্য নথি হিসাবে ধরা যাবে না। অন্য নথির সঙ্গে এটি থাকবে সহায়ক প্রমাণ হিসেবে।

আদালত আরও জানিয়েছে, ভোটার নিবন্ধন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সংস্থাগুলিকে আধারের সত্যতা যাচাইয়ের ক্ষমতা দেওয়া হবে। যেমনভাবে অন্যান্য নথির ক্ষেত্রে যাচাই করা হয়, আধারের ক্ষেত্রেও সেই নিয়ম প্রযোজ্য হবে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই আদালতকে জানিয়েছে, আইন অনুযায়ী আধারকে পরিচয়ের প্রমাণ হিসাবে অন্তর্ভুক্ত করার প্রস্তুতি তারা নিয়েছে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in