

‣ নিউইয়র্ক-এর অভিবাসীদের পাশে থাকবেন - জানালেন জোহরান মামদানি।
‣ রবিবার নিজের এক্স হ্যান্ডেলে ভিডিও পোষ্ট করে নিউইয়র্কবাসীদের 'অধিকার' সম্পর্কে সচেতন করেছেন তিনি।
‣মামদানি জানিয়েছেন, নিউইয়র্ক সবসময় অভিবাসীদের স্বাগত জানাবেন।
নিউইয়র্ক সিটির সদ্য নির্বাচিত মেয়র জোহরান মামদানি (Zohran Mamdani) নিউইয়র্কের অভিবাসীদের (Immigrants) উদ্দেশ্যে এক ভিডিও পোষ্ট করে কীভাবে তাঁরা ইউনাইটেড স্টেটস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) -এর তল্লাশি থেকে রক্ষা করবেন সেই বিষয়ে জানালেন। তবে মেয়র নির্বাচিত হলেও এখনও তিনি শপথ নেননি। আগামী বছরের ১ জানুয়ারি তিনি নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ গ্রহণ করবেন।
গতকাল রবিবার নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বতন ট্যুইটার) তিনি ১ মিনিট ২৬ সেকেন্ডের ওই ভিডিও পোষ্ট করেছেন। ভিডিওতে নিউ ইয়র্কের সদ্য নির্বাচিত মেয়র জানিয়েছেন, নিউইয়র্ক সবসময় অভিবাসীদের স্বাগত জানাবে এবং আমি আমার সমস্ত অভিবাসী ভাই বোনদের স্বাগত জানাবো এবং তাদের সুরক্ষা সমর্থনের জন্য প্রতিদিন লড়াই চালিয়ে যাবো।
নিজের ভিডিওতে মামদানি জানিয়েছেন, নিউইয়র্কের মেয়র হিসেবে তিরিশ লক্ষ অভিবাসী সহ সমস্ত নিউইয়র্কবাসীর অধিকার রক্ষার জন্য তিনি দায়বদ্ধ। এই প্রসঙ্গে তিনি গত সপ্তাহের শেষে ক্যানাল স্ট্রিটে আইসিই তল্লাশির উল্লেখ করেন এবং বলেন, নিজের অধিকার জানুন। প্রতিবেশীকে রক্ষা করুন। নিউইয়র্ক সব সময় সব অভিবাসীদের শহর ছিল এবং থাকবে।
ওই ভিডিওতে মামদানি আরও জানিয়েছেন, আইসিই কখনোই কোনও বিচারকের স্বাক্ষরিত ওয়ারেন্ট ছাড়া কোনও ব্যক্তিগত জায়গা, যেমন বাড়ি, স্কুল অথবা অফিসের বিশেষ এলাকার ভেতর প্রবেশ করতে পারেনা। তিনি বলেন, যদি আইসিই-র কাছে বিচারকের স্বাক্ষরিত কোনও আইনি ওয়ারেন্ট না থাকে আপনার অধিকার আছে তাঁকে বলার, আমি আপনাকে ঢুকতে দেব না। এক্ষেত্রে নিজের ঘরের দরজা বন্ধ করে রাখার অধিকার আপনার আছে। এছাড়াও যতক্ষণ পর্যন্ত আপনি গ্রেপ্তার না হচ্ছেন ততক্ষণ পুরো ঘটনার ভিডিও আপনার করার অধিকার আছে।
ভিডিওতে মামদানি জানিয়েছেন, আইসিই আইনত আপনার সাথে মিথ্যা বলতে পারে, কিন্তু আপনারও চুপ করে থাকার অধিকার আছে। যদি আপনাকে আটক করা হয় সেক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত তারা আপনার প্রশ্নের উত্তর দেবে ততক্ষণ আপনি সবসময় জিজ্ঞাসা করতে পারেন, আমি কি মুক্ত?
প্রসঙ্গত গত সপ্তাহের শেষ নিউইয়র্কের ক্যানাল স্ট্রিটে আইসিই-র এক তল্লাশি অভিযান চলাকালীন সাধারণ মানুষ বিক্ষোভ দেখায়। এর আগেও ওই একই অঞ্চলে আইসিই-র তল্লাশি অভিযানের সময় বিক্ষোভ দেখিয়েছে সাধারণ মানুষ।
Keywords: Zohran Mamdani, New York immigrant rights, Immigrant rights protection, New York State Assembly, Rights of New Yorkers
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন