China Vs USA: আমরা যে কোনও যুদ্ধের জন্য প্রস্তুত - শুল্কনীতি নিয়ে আমেরিকাকে পাল্টা হুঁশিয়ারি চীনের!

People's Reporter: দূতাবাসের অফিসিয়াল এক্স মাধ্যমে বলা হয়, "আমেরিকা যদি যুদ্ধই চায়— তা শুল্ক যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ বা অন্য কোনো যুদ্ধ হোক— আমরা শেষ পর্যন্ত লড়াই করব।"
আমেরিকাকে হুঁশিয়ারি চীনের
আমেরিকাকে হুঁশিয়ারি চীনেরগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি নিয়ে আমেরিকাকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে চীন। প্রয়োজনে যে কোনও ধরণের যুদ্ধ করতে পিছু হটবে না চীন। এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রে অবস্থিত চীনা দূতাবাস।

আমেরিকায় দ্বিতীয়বার ক্ষমতা দখলের পর থেকেই বিভিন্ন দেশের শুল্ক নীতি নিয়ে সুর চড়াচ্ছেন ট্রাম্প। সে ভারতই হোক বা চীন। তাঁর অভিযোগ, ''দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অন্যায্য শুল্ক আরোপ করে আসছে। এখন সময় এসেছে তাদের বিরুদ্ধে একই অস্ত্র ব্যবহার করার। ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, ভারত, মেক্সিকো এবং কানাডা— এরা সবাই আমাদের বিরুদ্ধে বেশি হারে শুল্ক আরোপ করে। ভারত আমাদের গাড়ির উপর ১০০% এর বেশি শুল্ক বসায়, চীন আমাদের পণ্যের ওপর দ্বিগুণ শুল্ক নেয়, আর দক্ষিণ কোরিয়ার শুল্ক হার আমাদের চেয়ে চারগুণ বেশি।"

ট্রাম্প আরও বলেন, "এটি যুক্তরাষ্ট্রের জন্য অন্যায্য। বন্ধু হোক বা প্রতিদ্বন্দ্বী, আমাদের সবার জন্য সমান শুল্ক নীতি থাকা উচিত। তারা আমাদের উপর যে কর আরোপ করবে, আমরা তাদের উপরও একইভাবে কর বসাব।"

ট্রাম্প প্রশাসন এর আগে চীনা পণ্যের ওপর ১০% শুল্ক বসালেও এবার সেটি বাড়িয়ে ২০% করার ঘোষণা করেছেন। এর প্রতিবাদে চীন বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) কাছে আনুষ্ঠানিক ভাবে অভিযোগ দায়ের করেছে।

বুধবার চীনা দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, বেইজিং যেকোনো ধরনের সংঘাতের জন্য প্রস্তুত। দূতাবাসের অফিসিয়াল এক্স মাধ্যমে বলা হয়, "আমেরিকা যদি যুদ্ধই চায়— তা শুল্ক যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ বা অন্য কোনো যুদ্ধ হোক— আমরা শেষ পর্যন্ত লড়াই করব।"

চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, "যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক নীতি WTO-এর নিয়ম লঙ্ঘন এবং চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ভিত্তিকে দুর্বল করছে।"

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, "যুক্তরাষ্ট্রের উচিত দোষারোপের পরিবর্তে পারস্পরিক সম্মানের ভিত্তিতে আলোচনা করা। ভয় দেখিয়ে বা চাপ প্রয়োগ করে চীনকে দমন করা সম্ভব নয়। যদি তারা চীনের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে চায়, তবে তারা ভুল পথ বেছে নিচ্ছে।"

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার এই শুল্কনীতি নিয়ে যুদ্ধ বিশ্ব বাণিজ্যের ওপর ব্যাপক প্রভাব ফেলতে পারে। দুই দেশের মধ্যে উত্তেজনা যদি আরও বাড়ে, তাহলে বৈশ্বিক অর্থনীতি নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

আমেরিকাকে হুঁশিয়ারি চীনের
Greece: ধর্মঘটে স্তব্ধ গ্রিস, দক্ষিণপন্থী সরকারের বিরোধিতায় এথেন্সে লাখো মানুষের জমায়েত
আমেরিকাকে হুঁশিয়ারি চীনের
USA: গণছাঁটাই করা যাবে না! মার্কিন আদালতে ধাক্কা ট্রাম্পের, স্বস্তি হাজার হাজার কর্মীর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in