
গণহারে কর্মী ছাঁটাই করা যাবে না মার্কিন মুলুকে। ট্রাম্প প্রশাসনকে এমনটাই নির্দেশ দিয়েছে আমেরিকার এক আদালত। যা কার্যত সরকারের কাছে বেশ অস্বস্তির বিষয়। সান ফ্রান্সিসকোতে করা এই মামলায় মার্কিন জেলা বিচারক উইলিয়াম আলসুপ কর্মী ব্যবস্থাপনা অফিস (OPM)-কে বিভিন্ন ফেডারেল সংস্থাকে পাঠানো নির্দেশিকা প্রত্যাহারের নির্দেশ দেন। এই নির্দেশের ফলেই হাজার হাজার কর্মচারী ছাঁটাই হন। পাঁচটি শ্রমিক ইউনিয়ন এবং পাঁচটি অলাভজনক সংস্থার করা অভিযোগের ভিত্তিতে একাধিক মামলা দায়ের হয়।
জেলা আদালতের বিচারক মার্কিন সরকারকে কর্মী ছাঁটাই পরিকল্পনা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন। এই রায়ের পর কর্মী ব্যবস্থাপনা অফিস (OPM)-কে নির্দেশ দেওয়া হয়েছে, বিভিন্ন ফেডারেল সংস্থায় গণ-ছাঁটাইয়ের যে নির্দেশিকা পাঠানো হয়েছিল, তা প্রত্যাহার করতে হবে। এর ফলে হাজার হাজার কর্মী পুনরায় চাকরিতে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন জেলা বিচারক উইলিয়াম আলসুপ বলেন, এইভাবে কোনো সংস্থা থেকে কোনও কর্মীকে সরকার ছাঁটাই করতে পারে না। সংশ্লিষ্ট সংস্থার প্রধানের অনুমোদন প্রয়োজন।
এই রায় ট্রাম্প প্রশাসনের কর্মী ছাঁটাই পরিকল্পনার বিরুদ্ধে নতুন আইনি প্রতিরোধ গড়ে তুললো। এর আগে, পশ্চিম উপকূলের এক জেলা বিচারক শরণার্থী সংক্রান্ত বিষয়ের ওপর নিষেধাজ্ঞা এবং জন্মগত নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশ স্থগিত করেছিলেন।
মার্কিন প্রশাসনের ছাঁটাই নীতির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়। যেখানে বলা হয়, কর্মীদের আইনগত সুরক্ষা রয়েছে এবং তাদের হঠাৎ ছাঁটাই করা মানে ফেডারেল কর্মসংস্থান আইনের লঙ্ঘন করা।
এই রায়ের ফলে হাজার হাজার ফেডারেল কর্মী তাদের চাকরি ফিরে পাবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। তবে এই রায়কে ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে আরেকটি বড় আইনি বাধা হিসেবে দেখা হচ্ছে।
ফেডারেল সংস্থাগুলিতে আনুমানিক ২,০০,০০০ প্রবেশনারি কর্মী আছেন - এঁদের অনেকেই এক বছরেরও কম সময় চাকরি করছেন। অভিযোগে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ায় প্রায় ১৫,০০০ কর্মী নিযুক্ত আছেন, যারা অগ্নি প্রতিরোধ থেকে শুরু করে প্রবীণদের যত্ন নেওয়ার পরিষেবা প্রদান করছেন।
আবেদনকারীরা বৃহস্পতিবার আদালতের নির্দেশকে স্বাগত জানিয়ে বলেছেন এটি তাদের আইনি লড়াইয়ের প্রথম পদক্ষেপ মাত্র।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন