
বৃহস্পতিবার মধ্যরাতে নেপাল এবং এর কয়েকঘণ্টা পর শুক্রবার ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। যার প্রভাব পড়েছে ভারতেও। জানা গেছে, শিলিগুড়ি এবং পাটনাতেও কম্পন অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও মেলেনি।
বৃহস্পতিবার মধ্যরাতে নেপালের স্থানীয় সময় ২টা ৫১ মিনিট নাগাদ কেঁপে ওঠে নেপালের মধ্য এবং পূর্বাংশ। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬.১। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল নেপালের সিন্ধুপালচক জেলার ভৈরবকুণ্ড। মাটির ১০ কিলোমিটার গভীরে ছিল উৎসস্থলটি।
নেপালের ভূমিকম্প পর্যবেক্ষক এবং গবেষণা সংস্থা কম্পনের মাত্রা ৬.১ বললেও জার্মান রিসার্চ সেন্টার ফর জিয়োসায়েন্স জানিয়েছে, মাত্রা ছিল ৫.৬। অন্যদিকে, ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এবং আমেরিকার জিয়োলজিক্যাল সার্ভে জানিয়েছে, কম্পনের মাত্রা ৫.৫।
স্থানীয় সূত্রে খবর, কম্পন সবথেকে বেশি অনুভূত হয়েছে নেপাল-তিব্বত সীমান্তে। কম্পন অনুভূত হয়েছে ভারতের বিহারে এবং শিলিগুড়িতেও। ভূমিকম্পের উৎপত্তিস্থলটি বিহারের মুজফ্ফরপুর থেকে প্রায় ১৯০ কিলোমিটার দূরে অবস্থিত। ভূমিকম্পের জেরে মধ্যরাতেই বাসিন্দারা আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। নেপালের প্রশাসন সূত্রে খবর, ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
অন্যদিকে, নেপালের কম্পনের কয়েক ঘন্টা পরেই কেঁপে ওঠে পাকিস্তান। শুক্রবার ভোর ৫টা ১৪ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় সেখানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫। তবে সে দেশেও কম্পনের ফলে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। দুই দেশেই আফটার শকের খবর মেলেনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন