Earthquake: মধ্যরাতে নেপালের পর ভোররাতে ভূমিকম্পে কাঁপল পাকিস্তান! কম্পন অনুভূত শিলিগুড়ি-পাটনাতেও

People's Reporter: বৃহস্পতিবার মধ্যরাত নেপালের স্থানীয় সময় ২টা ৫১ মিনিট নাগাদ কেঁপে ওঠে নেপালের মধ্য এবং পূর্বাংশ। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬.১।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী ছবি সংগৃহীত
Published on

বৃহস্পতিবার মধ্যরাতে নেপাল এবং এর কয়েকঘণ্টা পর শুক্রবার ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। যার প্রভাব পড়েছে ভারতেও। জানা গেছে, শিলিগুড়ি এবং পাটনাতেও কম্পন অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও মেলেনি।

বৃহস্পতিবার মধ্যরাতে নেপালের স্থানীয় সময় ২টা ৫১ মিনিট নাগাদ কেঁপে ওঠে নেপালের মধ্য এবং পূর্বাংশ। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬.১। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল নেপালের সিন্ধুপালচক জেলার ভৈরবকুণ্ড। মাটির ১০ কিলোমিটার গভীরে ছিল উৎসস্থলটি।

নেপালের ভূমিকম্প পর্যবেক্ষক এবং গবেষণা সংস্থা কম্পনের মাত্রা ৬.১ বললেও জার্মান রিসার্চ সেন্টার ফর জিয়োসায়েন্স জানিয়েছে, মাত্রা ছিল ৫.৬। অন্যদিকে, ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এবং আমেরিকার জিয়োলজিক্যাল সার্ভে জানিয়েছে, কম্পনের মাত্রা ৫.৫।

স্থানীয় সূত্রে খবর, কম্পন সবথেকে বেশি অনুভূত হয়েছে নেপাল-তিব্বত সীমান্তে। কম্পন অনুভূত হয়েছে ভারতের বিহারে এবং শিলিগুড়িতেও। ভূমিকম্পের উৎপত্তিস্থলটি বিহারের মুজফ্ফরপুর থেকে প্রায় ১৯০ কিলোমিটার দূরে অবস্থিত। ভূমিকম্পের জেরে মধ্যরাতেই বাসিন্দারা আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। নেপালের প্রশাসন সূত্রে খবর, ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

অন্যদিকে, নেপালের কম্পনের কয়েক ঘন্টা পরেই কেঁপে ওঠে পাকিস্তান। শুক্রবার ভোর ৫টা ১৪ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় সেখানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫। তবে সে দেশেও কম্পনের ফলে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। দুই দেশেই আফটার শকের খবর মেলেনি।

ছবি প্রতীকী
দোষী সাব্যস্ত নেতার ভোটে লড়ার উপর আজীবন নিষেধাজ্ঞা ‘নিষ্ঠুরতা’! সুপ্রিম কোর্টে বলল কেন্দ্র
ছবি প্রতীকী
WB BJP: বঙ্গ বিজেপির ৩২ নেতার নিরাপত্তা প্রত্যাহার স্বরাষ্ট্রমন্ত্রকের! তালিকায় একাধিক পরিচিত মুখ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in