
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের মধ্যে শান্তি ফেরাতে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে 'চূড়ান্ত পর্যায়ের' বৈঠকে করতেও তাঁর কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি।
সেন্ট পিটার্সবার্গে বিদেশি সংবাদমাধ্যমে পুতিন বলেন, "আমি তাঁর (জেলেনস্কি) সাথেও দেখা করতে প্রস্তুত। তবে চূড়ান্ত পর্যায়ের বৈঠক হওয়া চাই।"
তিনি আরও বলেন, রাশিয়া চায় যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ হোক, বিশেষ করে শান্তিপূর্ণ উপায়ে। কিয়েভ এবং পশ্চিমা সহযোগীরা তাতে অংশ নিতে ইচ্ছুক হলে মস্কো আলোচনার জন্য প্রস্তুত।
পুতিন স্পষ্ট করে বলেন, "আলোচনায় কে ইউক্রেনের প্রতিনিধিত্ব করছে তা নিয়ে রাশিয়া মাথা ঘামায় না। তবে কোনও চূড়ান্ত চুক্তিতে বৈধ কর্তৃপক্ষের স্বাক্ষর থাকা আবশ্যক।"
পাশাপাশি পুতিন জানান, ২২ জুনের পর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি শান্তিপূর্ণ সমাধান ব্যর্থ হলে রাশিয়া সামরিক পথেই তার লক্ষ্য অর্জন করবে বলে হুঁশিয়ারিও দেন পুতিন।
রুশ প্রেসিডেন্ট বলেন, "নিঃসন্দেহে, যদি আমরা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে কোনও চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হই, তাহলে আমরা সামরিক উপায়ে আমাদের লক্ষ্য অর্জন করব।"
রাশিয়া দীর্ঘদিন ধরেই জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আসছে। এর আগেও, ১৮ ফেব্রুয়ারি, প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, জেলেনস্কির বৈধতা নিয়ে আইনি দিকগুলি অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন