ইজরায়েলের হাসপাতালে ইরানি ক্ষেপণাস্ত্র হানা 'অপরাধমূলক' - দাবি ইজরায়েলি উপ পররাষ্ট্রমন্ত্রীর
ইরানি ব্যালেস্টিক মিসাইল আছড়ে পড়লো ইজরায়েলের হাসপাতালে। ইজরায়েলের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে ইতিমধ্যেই এই বিষয়ে জানান হয়েছে। বিদেশমন্ত্রকের সূত্র অনুসারে, ইজরায়েলের সোরোকা মেডিক্যাল সেন্টারে এদিন আছড়ে পড়েছে ইরানের ক্ষেপণাস্ত্র। ইরান ইজরায়েল সংঘর্ষের ষষ্ঠ দিনেও দুই পক্ষের হানাদারি অব্যাহত রয়েছে।
এদিনের আক্রমণ প্রসঙ্গে ইজরায়েল ডিফেন্স ফোর্সেস (IDF) এক বিবৃতিতে জানিয়েছে, বীরশেবা শহরের এক হাসপাতালে বৃহস্পতিবার সকালে সরাসরি ক্ষেপণাস্ত্র এসে পড়েছে। এই আক্রমণে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনাস্থলে জরুরি মোকাবিলা বাহিনী পাঠানো হয়েছে।
সোরোকা হাসপাতালের ডিরেক্টর জেনারেল শ্লোমি কোডেশ বলেছেন যে আজ সকালে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পুরনো এক সার্জিক্যাল ওয়ার্ড ক্ষতিগ্রস্ত হয়েছে, যা সম্প্রতি খালি করা হয়েছিল।
সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে টাইমস অফ ইসরায়েলকে উদ্ধৃত করেছে। যেখানে কোডেশ জানিয়েছেন, "হাসপাতালের অন্যান্য ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে," সমস্ত রোগী এবং সমস্ত কর্মী আশ্রয়কেন্দ্রে ছিলেন। অধিকাংশই অল্প আহত হয়েছেন, বেশিরভাগই হয়েছে বিস্ফোরণের শকওয়েভ থেকে।"
জানা গেছে, ওই হাসপাতালে ১০০০-এর ওপর বেড রয়েছে এবং সেখানে দক্ষিণ ইজরায়েলের ১০ লক্ষের বেশি মানুষের চিকিৎসা হয়। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে এদিন ইরানি ক্ষেপণাস্ত্র হানায় বড়োসড়ো ক্ষতি হয়েছে ইজরায়েলের। যা মূলত দক্ষিণ এবং মধ্য ইজরায়লের বিস্তীর্ণ অংশ জুড়ে।
এর পাশাপাশি বৃহস্পতিবার ইজরায়েলি আক্রমণের মুখে পড়েছে ইরানের আরাক হেভি ওয়াটার নিউক্লিয়ার রিঅ্যাকটর। ইজরায়েল মিলিটারির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে গতকাল রাতে ইজরায়েলের ফাইটার জেট বাহিনী ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। যার মধ্যে আরাক হেভি ওয়াটার নিউক্লিয়ার রিঅ্যাকটরও আছে।
ইজরায়েলের স্বাস্থ্যমন্ত্রী উরিয়েল বুসো এই আক্রমণ প্রসঙ্গে ইজরায়েল আর্মি রেডিওকে জানিয়েছেন, দেশের দক্ষিণে বেয়ার শেভায় সোরোকা হাসপাতালকে ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করে ইরান একটি রেড লাইন অতিক্রম করেছে। এই ঘটনা “ইরানি শাসকগোষ্ঠীর দ্বারা সংঘটিত একটি যুদ্ধাপরাধ।”
ইজরায়েলের উপ-পররাষ্ট্রমন্ত্রী শ্যারেন হাসকেল হাসপাতালে ইরানি ক্ষেপণাস্ত্র হানা প্রসঙ্গে বলেন, তিনি সোরোকা হাসপাতালের রোগী এবং কর্মীদের ধোঁয়া থেকে পালিয়ে যাওয়ার এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবার ফুটেজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। “বিশ্বকে অবশ্যই কথা বলতে হবে। অসামরিক লক্ষ্যবস্তুর ওপর ইরানের এই আক্রমণ ইচ্ছাকৃত। অপরাধমূলক।”
ইরানের সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ বৃহস্পতিবার সকালে ইজরায়েলি রেডিওকে উদ্ধৃত করে প্রতিবেদনে জানিয়েছে, “ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে যে ইরান গত ৪৮ ঘন্টায় ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বুধবার রাতে, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস প্রথমবারের মতো ভারী, দূরপাল্লার, দুই-পর্যায়ের সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে।
ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বৃহস্পতিবার সকালে জানিয়েছেন, ইরান গর্ব ও সাহসিকতার সাথে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে যাবে এবং আমরা আক্রমণকারীকে অনুশোচনা করতে এবং তার গুরুতর ভুলের জন্য মাশুল দিতে বাধ্য করব।
Keywords: Israeli hospital attack, Iranian missile strike, Israeli Deputy PM, Middle East conflict, war crime claim