ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো (Nicholas Maduro) এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস-এর (Cilia Flores) অবিলম্বে মুক্তির দাবি জানানো চিন। রবিবার চিনের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে এই দাবি জানানো হয়েছে। চিনের পক্ষ থেকে দাবি করা হয়েছে ভেনেজুয়েলার সমস্যা পারস্পরিক আলোচনা এবং সমঝোতার মাধ্যমে মেটানো প্রয়োজন।
চিনের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে তাদের ওয়েবসাইটে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের উচিত নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা, কারণ তাদের যেভাবে নিয়ে যাওয়া হয়েছে তা আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন করেছে। চিনের পক্ষ থেকে ভেনেজুয়েলার সরকারকে উৎখাত করার আমেরিকার প্রচেষ্টা অবিলম্বে বন্ধ করারও দাবি জানানো হয়েছে।
মার্কিন হানাদারির কয়েক ঘণ্টা পরে চিনের বিদেশ মন্ত্রক জানিয়েছে, “একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নির্লজ্জ শক্তি প্রয়োগ এবং সে দেশের প্রেসিডেন্টের ওপর পরিচালিত কর্মকাণ্ডে চীন বিস্মিত এবং এর তীব্র নিন্দা জানাচ্ছে।”
বিবৃতিতে আরও বলা হয়েছে, “যুক্তরাষ্ট্রের এই ধরনের আধিপত্যবাদী আচরণ আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন, ভেনিজুয়েলার সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য একটি হুমকি।”
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জিংহুয়াও মার্কিন হামলার সমালোচনা করে এই ঘটনাকে “প্রকাশ্য আধিপত্যবাদী কাজ” বলে অভিহিত করেছে।
প্রসঙ্গত ওপেক-এর (The Organization of the Petroleum Exporting Countries – OPEC) তথ্য অনুযায়ী, ভেনিজুয়েলা বিশ্বের প্রধান তেল রপ্তানিকারক দেশ এবং এই দেশের তেলের মজুদ ভান্ডার বিশ্বের মোট মজুতের ১৮ শতাংশ। বিশ্বের মধ্যে ভেনিজুয়েলার তেলের বৃহত্তম ক্রেতা চিন এবং এই দেশের বৃহত্তম বন্ডধারক।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন