Venezuela: নিউ ইয়র্কের জেলে নিকোলাস মাদুরো - অন্তর্বর্তী রাষ্ট্রপতির দায়িত্ব নিচ্ছেন ডেলসি রডরিগেজ

People's Reporter: ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট অফ জাস্টিস (TSJ) উপ রাষ্ট্রপতি ডেলসি রডরিগেজ-কে (Delcy Rodriguez) অবিলম্বে দেশের অন্তর্বর্তী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার নির্দেশ দিয়েছে।
ভেনেজুয়েলার উপরাষ্ট্রপতি ডেলসি রডরিগেজ
ভেনেজুয়েলার উপরাষ্ট্রপতি ডেলসি রডরিগেজছবি এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো (Nicholas Maduro) এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে (Cilia Flores) আমেরিকান বাহিনী গতকাল রাতে ভেনেজুয়েলা থেকে অপহরণ করে নিয়ে যাবার পর শনিবার রাতে (ভেনেজুয়েলার সময় অনুসারে, যা ভারতের সময় থেকে সাড়ে ৯ ঘণ্টা পেছনে) ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট অফ জাস্টিস (Supreme Court of Justice – TSJ) উপ রাষ্ট্রপতি ডেলসি রডরিগেজ-কে (Delcy Rodriguez) অবিলম্বে দেশের অন্তর্বর্তী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার নির্দেশ দিয়েছে। ভেনেজুয়েলার জাতীয় টেলিভিশনে একথা জানিয়েছেন কনস্টিটিউশনাল চেম্বারের প্রেসিডেন্ট তানিয়া ডি’অ্যামেলিয়ো (Tania D’Amelio)।

এক বিবৃতিতে সুপ্রিম কোর্ট অফ জাস্টিসের সাংবিধানিক চেম্বারের প্রেসিডেন্ট, ম্যাজিস্ট্রেট তানিয়া ডি’অ্যামেলিয়ো জানিয়েছেন, শনিবার, ৩রা জানুয়ারি, ২০২৬-এ ভেনিজুয়েলা প্রজাতন্ত্রের বিরুদ্ধে সংঘটিত বিদেশী আগ্রাসন এবং সাংবিধানিক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মোরোস (Nicholas Maduro Moros) ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসের (Cilia Flores) অপহরণের পরিপ্রেক্ষিতে, সুপ্রিম কোর্ট অফ জাস্টিস ভেনিজুয়েলা প্রজাতন্ত্রের সংবিধানের ৩৩৫ অনুচ্ছেদ দ্বারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে, রাষ্ট্রের প্রশাসনিক ধারাবাহিকতা এবং জাতির প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য প্রযোজ্য আইনি ব্যবস্থা নির্ধারণের লক্ষ্যে ভেনিজুয়েলা রাষ্ট্রের মূল সংবিধানের ২৩৪ এবং ২৩৯ অনুচ্ছেদের একটি পদ্ধতিগত ও উদ্দেশ্যমূলক ব্যাখ্যা করাকে অপরিহার্য মনে করছে।

অন্যদিকে গতকালই এক সাংবাদিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আপাতত ভেনেজুয়েলার সরকারের দেখভাল করবে মার্কিন যুক্তরাষ্ট্র। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো-কে (María Corina Machado) এই মুহূর্তে নেতৃত্বে বসানো যাবেনা। কারণ তিনি দেশের ভেতর থেকে কোনও সমর্থন পাবেন না। সাংবাদিক সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প জানান, “যতক্ষণ না সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর সম্ভব হচ্ছে, ততক্ষণ আমরাই ভেনেজুয়েলা পরিচালনা করব, ... তেল কোম্পানিগুলো সম্পদ তৈরির জন্য পরিকাঠামো ঠিক করবে।”

গতকাল ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে অপহরণ করে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাবার পর কারাকাস থেকে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, ভেনেজুয়েলার ওপর এই আক্রমণের মূল উদ্দেশ্য “ভেনেজুয়েলার কৌশলগত সম্পদ, বিশেষ করে এর তেল ও খনিজ পদার্থ দখল করা এবং গায়ের জোরে ভেনেজুয়েলার রাজনৈতিক স্বাধীনতা হরণ করার চেষ্টা করা।"

রাজধানী কারাকাস থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের নিন্দা করে জানানো হয়েছে, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ, রাষ্ট্রসংঘের মহাসচিব, লাতিন আমেরিকান ও ক্যারিবীয় রাষ্ট্রসমূহের গোষ্ঠী (সিইএলএসি) এবং জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম)-এর কাছে আবেদন জানিয়ে অবিলম্বে এই ঘটনার নিন্দা এবং জবাবদিহির দাবি জানানো হবে।

ভেনেজুয়েলার উপরাষ্ট্রপতি ডেলসি রডরিগেজ
Venezuela: ভেনেজুয়েলা জুড়ে বিস্ফোরণ, মার্কিন হামলার অভিযোগ; নিকোলাস মাদুরোর দেশে জরুরি অবস্থা জারি
ভেনেজুয়েলার উপরাষ্ট্রপতি ডেলসি রডরিগেজ
Venezuela: ৩য় বার রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী নিকোলাস মাদুরো, কারচুপির অভিযোগ বিরোধীদের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in