ভেনেজুয়েলায় মার্কিন সামরিক আগ্রাসনের ফলে তৈরি হওয়া সংকট মোকাবিলায় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ আগামী সোমবার, ৫ জানুয়ারি, এক জরুরি বৈঠক করবে। এই অধিবেশনটিকে আনুষ্ঠানিকভাবে ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি’ বিষয়ক আলোচনা হিসেবে নির্ধারণ করা হয়েছে।
প্রাথমিকভাবে এই বৈঠকের প্রস্তাব দেয় কলম্বিয়ার সরকার। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ও ভেটো ক্ষমতার অধিকারী রাশিয়া ও চীন এই প্রস্তাবে সমর্থন জানায়। সংস্থার বর্তমান সভাপতিত্বের দায়িত্বে থাকা সোমালিয়া, ভেনেজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল মনকাডার আনুষ্ঠানিক অনুরোধের পর বৈঠকের অনুমতি দেয়।
‘ঔপনিবেশিক যুদ্ধ’ এবং লুণ্ঠনের নিন্দা
রাষ্ট্রসংঘে নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল মনকাডা নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে মার্কিন অভিযানকে একটি ‘ঔপনিবেশিক যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেছেন। তাঁর মতে, ওয়াশিংটনের উদ্দেশ্য হলো ভেনেজুয়েলায় “এমন একটি পুতুল সরকার চাপিয়ে দেওয়া, যা বিশ্বের বৃহত্তম তেল ভাণ্ডার লুণ্ঠনের সুযোগ করে দেবে।”
রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ভেনেজুয়েলার ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি সতর্ক করে বলেছেন যে, এই সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক আইনের জন্য একটি ‘বিপজ্জনক নজির’ সৃষ্টি করবে। গুতেরেস রাষ্ট্রসংঘের সনদকে সম্মান করার গুরুত্বের ওপর জোর দেন এবং পক্ষগুলোকে অন্তর্ভুক্তিমূলক আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে আহ্বান জানান।
রাষ্ট্রসংঘে এই কূটনৈতিক তৎপরতার মাঝেই, নিকোলাস মাদুরোকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। নিউইয়র্কের উত্তরে স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড ঘাঁটিতে সামরিক বিমান থেকে তিনি হাতকড়া পরা অবস্থায় নামেন, সেখানকার তাপমাত্রা ছিল মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে অপহরণ করে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাবার পর কারাকাস থেকে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, ভেনেজুয়েলার ওপর এই আক্রমণের মূল উদ্দেশ্য “ভেনেজুয়েলার কৌশলগত সম্পদ, বিশেষ করে এর তেল ও খনিজ পদার্থ দখল করা এবং গায়ের জোরে ভেনেজুয়েলার রাজনৈতিক স্বাধীনতা হরণ করার চেষ্টা করা।"
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন