

রাষ্ট্রসংঘে কার্যত বয়কটের মুখে পড়লেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। তাঁর ভাষণের সময় সাধারণ পরিষদের অধিকাংশ দেশের প্রতিনিধিরা কক্ষ ত্যাগ করেন। আন্তর্জাতিক মঞ্চে বার্তাটা স্পষ্ট যে অবিলম্বে প্যালেস্টাইনের উপর ইজরায়েলের আক্রমণ থামাতে হবে।
রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে বক্তব্য রাখতে উঠেছিলেন নেতানিয়াহু। ঠিক সেই সময় নীরব প্রতিবাদ জানান বিভিন্ন দেশের প্রতিনিধিরা। তাঁরা কক্ষ ছেড়ে বাইরে চলে যান। যদিও এতে এতটুকুও না দমে নেতানিয়াহু তাঁর ভাষণে বলেন, ইজরায়েলকে “হামাসের বিরুদ্ধে কাজ শেষ করতেই হবে”।
হামাসকে উদ্দেশ্যে করে নেতানিয়াহু হুঁশিয়ারি দেন, "অস্ত্র সমর্পণ করো। আমার নাগরিকদের মুক্তি দাও। আমাদের দাবি মানলে বেঁচে থাকবে। নয়তো ইজরায়েল খুঁজে খুঁজে তোমাদের মারবে"।
তিনি আরও বলেন, পশ্চিমা দেশগুলোর অনেক নেতা চাপের মুখে নতি স্বীকার করেছেন, কিন্তু ইজরায়েল কোনোভাবেই নত হবে না। যেসব দেশ প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে তাদের সিদ্ধান্তকে তিনি “লজ্জাজনক” বলে উল্লেখ করেন।
নেতানিয়াহুর কথায়, ইজরায়েল শুধু নিজের জন্য নয়, বরং পুরো বিশ্বের হয়ে উগ্র ইসলামবাদের বিরুদ্ধে লড়ছে। আপনারা বিষয়টা উপর উপর জানেন। বিস্তারিত জানেন না। আমরা আসলে আপনাদের হয়েই লড়ছি।
অন্যদিকে রাষ্ট্রসংঘের সদর দপ্তরের বাইরে কয়েক হাজার প্যালেস্টাইনপন্থী বিক্ষোভকারী জড়ো হয়ে স্লোগান দেন এদিন। প্যালেস্টিনিয়ান ইয়ুথ মুভমেন্টের সংগঠক নিদা লাফি বলেন, ইজরায়েল পৃথিবীর প্রতিটি বিবেকবান মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এই যুদ্ধ সবসময়ই ছিল প্যালেস্টাইনবাসীকে জাতিগতভাবে নিশ্চিহ্ন করার জন্য।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন