একই দিনে প্যালেস্তাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিল ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়া। ইজরায়েলি সহযোগী হিসেবে পরিচিত এই তিন পশ্চিমি দেশের স্বীকৃতিতে কিছুটা হলেও চাপে ইজরায়েল। রবিবার তিন প্রধান পশ্চিমি দেশের এই স্বীকৃতির পরেই এই পদক্ষেপের নিন্দা করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু। অনুমান করা হচ্ছে চলতি সপ্তাহেই ফ্রান্সও প্যালেস্তাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।
রবিবার প্যালেস্তাইন রাষ্ট্রকে স্বীকৃতি জানিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমের জানিয়েছেন, আজ প্যালেস্তাইন এবং ইজরায়েল দুই দেশের মধ্যে শান্তি এই আশা রেখে ইউকে আনুষ্ঠানিকভাবে প্যালেস্তাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।
তিনি আরও বলেন, গাজায় মানুষের সৃষ্টি করা মানবিক সংকট এক অন্য গভীরতায় পৌঁছেছে। সাম্প্রতিক সময়ে গাজায় ইজরায়েলি সরকারের লাগাতার বোমাবর্ষণ এবং আক্রমণাত্মক কাজকর্ম, দুর্ভিক্ষ এবং ধ্বংসযজ্ঞ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
যদিও ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে ইজরায়েল। এক বিবৃতিতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু জানিয়েছেন, ৭ অক্টোবরের ভয়াবহ গণহত্যার পর প্যালেস্তাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশের নেতাদের আমি জানাতে চাই, আপনারা সন্ত্রাসবাদকে পুরস্কৃত করছেন।
ব্রিটেনের বামপন্থী আন্দোলনের নেতা এবং সংসদ সদস্য এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক এক্স বার্তায় (পূর্বতন ট্যুইটার) বলেছেন, প্যালেস্তিনিয় জনগণের অবিচ্ছেদ্য অধিকার, প্যালেস্তাইনের স্বীকৃতির দাবিতে যারা অক্লান্তভাবে প্রচার চালিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ। এরপর ব্রিটেনের উচিত প্রকাশ্যে গাজায় গণহত্যার কথা বলা এবং মানবতাবিরোধী অপরাধের অবসান ঘটানো এবং ইজরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করা।
২০২৩-এর অক্টোবর থেকে এখনও পর্যন্ত গাজায় কমপক্ষে ৬৫ হাজার মানুষকে হত্যা করেছে ইজরায়েল। প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রকের বক্তব্য অনুসারে, মৃতদের মধ্যে অধিকাংশই শিশু ও মহিলা এবং অসামরিক সাধারণ মানুষ। রবিবারও ইজরায়েলি বাহিনীর হাতে গাজায় কমপক্ষে ৫৫ জনের মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, রাষ্ট্রসংঘের সদস্য ১৯৩ দেশের মধ্যে এখনও পর্যন্ত ১৪০টি দেশ প্যালেস্তাইনকে স্বীকৃতি দিয়েছে। রবিবার সেই তালিকায় যুক্ত হল ব্রিটেন, অস্ট্রেলিয়া ও কানাডা। সূত্র অনুসারে, আগামীকাল সোমবার প্যালেস্তাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চলেছে ফ্রান্স।
প্যালেস্তাইনে ইজরায়েলের লাগাতার আক্রমণের মাঝেই বহু ইজরায়েলি ওয়েস্ট ব্যাঙ্কে বসতি স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে হেবরনে একটি বাড়ির দখল নিয়ে অবৈধ ফাঁড়ি তৈরি করেছে ইজরায়েলিরা। প্রায় প্রতিদিনই ওয়েস্ট ব্যাঙ্কে দখলদারির চেষ্টা করে প্যালেস্তিনিয়দের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ছে ইজরায়েলিরা। এখনও পর্যন্ত এই ধরণের আক্রমণে কমপক্ষে ১ হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং সাড়ে ৬ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন