
মার্কিন রাজনীতিতে ফের বিতর্কের কেন্দ্রে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং টেসলা কর্তা এলন মাস্ক। এলন মাস্কের সংস্থাকে সমস্ত সরকারি ভর্তুকি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। পাল্টা সুর চড়িয়েছেন মাস্কও। ফলে নতুন করে দুই প্রভাবশালীর লড়াই আমেরিকায় নয়া মোড় নিতে চলেছে বলেই বিশেষজ্ঞ মহলের দাবি।
সম্প্রতি, মাস্ক সমাজমাধ্যমে জানান, ট্রাম্পের ‘বড়, সুন্দর বিল’ পাশ হলেই তিনি একটি নতুন রাজনৈতিক দল, 'আমেরিকা পার্টি', গঠনের পথে হাঁটবেন। তারপরই মাস্ককে সরকারি ভর্তুকি বন্ধ করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প।
ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন, “অতীতে যেকোনো ব্যাক্তির চেয়ে এলন হয়তো বেশি ভর্তুকি পেয়েছেন। আর এই ভর্তুকি বন্ধ করে দিলে তাঁকে দোকান বন্ধ করে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হত”।
তিনি আরও বলেন, “কোনও রকেট উৎক্ষেপণ, উপগ্রহ বা বৈদ্যুতিক গাড়ি আর থাকত না। আমাদের DOGE (Department of Government Expenditure)-কে বলা উচিত, এসব চুক্তি ও ভর্তুকি খতিয়ে দেখার জন্য। এতে প্রচুর টাকা সাশ্রয় হবে!”
মার্কিন প্রেসিডেন্টকে পাল্টা জবাব দিয়েছেন মাস্কও। এক্স হ্যান্ডেলে মাস্ক জানান, “আমি আক্ষরিক অর্থেই বলছি, সব ভর্তুকি বন্ধ করে দিন। আর সেটা এখনই বন্ধ করুন”।
উল্লেখ্য, বিলটির একটি বিতর্কিত অংশ হল, এতে জনপ্রিয় ৭,৫০০ মার্কিন ডলারের কনজিউমার ট্যাক্স ছাড় বাতিল করার প্রস্তাব রয়েছে। এই ট্যাক্স ছাড়ই বৈদ্যুতিক গাড়ি বা EV কিনতে সাধারণ মানুষকে উৎসাহ জুগিয়ে এসেছে। ট্রাম্প এই কর ছাড়ের বরাবরই বিরোধী ছিলেন। তিনি বলেন, “ইলেকট্রিক গাড়ি ঠিক আছে, কিন্তু সবাইকে এই গাড়ি কিনতে বাধ্য করা উচিত নয়”।
এই বিতর্কের মাঝেই, মাস্ক ঘোষণা করেছেন নতুন রাজনৈতিক দল গড়ার। তিনি বলেন, “আমরা একটি একদলীয় দেশে বাস করছি। এখন সময় এসেছে একটি নতুন দল গঠনের, যারা আসলে জনগণের কথা ভাবে”।
অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বিলের সমর্থনে বলেন, “দেশকে অবৈধ অভিবাসনে ভরিয়ে দেওয়াই সবচেয়ে বড় অর্থনৈতিক বোঝা। এই ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ তারই সমাধান করবে। তাই বিলটি অবশ্যই পাশ হওয়া উচিত।”
গত শনিবার ‘বিগ, বিউটিফুল বিল’-এর (Big, Beautiful Bill) ভোট নিয়ে সেনেটে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। সেনেটে ৫৩ জন রিপাবলিকান এবং ৪৭ জন ডেমোক্র্যাট সদস্য থাকলেও বিল পাশ হয় ৫১-৪৯ ভোটে। অর্থাৎ, ২ জন রিপাবলিকান এর পক্ষে ভোট দেননি। আগামী ৪ জুলাই-এর মধ্যে এই বিল চূড়ান্ত রূপ নেওয়ার কথা। এর আগে ‘বিগ বিউটিফুল বিল’ (Big Beautiful Bill)-কে "অতি জঘন্য" বলে নিন্দা করেছিলেন এলন মাস্ক।
প্রসঙ্গত, ধনকুবের এলন মাস্ক, ট্রাম্পের ২০২৪ সালের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বড়ো অঙ্কের তহবিল সংগ্রহ করেছিলেন। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ওই নির্বাচনে এলন মাস্ক প্রায় ৩০ কোটি ডলার খরচ করেছিলেন। রিপাবলিকানদের হাউসে সংখ্যাগরিষ্ঠ আসন ধরে রাখার এবং সেনেটে সংখ্যাগরিষ্ঠতা পুনরুদ্ধারের কৃতিত্বও তিনি পেয়েছিলেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন