মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটে রিপাবলিকনরা ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) আনা ‘বিগ, বিউটিফুল বিল’-এর (Big, Beautiful Bill) পক্ষে ভোট দিলেন। শনিবার এই ভোট নিয়ে সেনেটে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। সেনেটে ৫৩ জন রিপাবলিকান এবং ৪৭ জন ডেমোক্র্যাট সদস্য থাকলেও বিল পাশ হয় ৫১-৪৯ ভোটে। অর্থাৎ, ২ জন রিপাবলিকান এর পক্ষে ভোট দেননি। আগামী ৪ জুলাই-এর মধ্যে এই বিল চূড়ান্ত রূপ নেবার কথা।
এর আগে এই বিলের বিরুদ্ধে মত প্রকাশ করায় উত্তর ক্যারোলিনার রিপাবলিকান সেনেটর টম টিলিসের বিরুদ্ধে প্রচার চালানোর হুঁশিয়ারি দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিল প্রসঙ্গে টম টিলিস জানান, তিনি গুরুতর মেডিকেড কাটছাঁটের কারণে বিলটিকে সমর্থন করতে পারবেন না। কারণ এর ফলে তার রাজ্যে অনেকেই স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবেন বলে তাঁর আশঙ্কা। টিলিস ছাড়াও কেন্টাকির সিনেটর র্যান্ড পল এই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন।
৯৪০ পাতার দীর্ঘ এই বিল প্রকাশিত হয় শুক্রবার রাতে। অনুমান করা হয়েছিল সপ্তাহান্ত জুড়ে এই বিতর্ক চলবে এবং তারপর ভোট হবে। সেনেটে এই বিল পাশ হবার পর তা পাঠানো হবে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে। সেখানেই এই বিল নিয়ে চূড়ান্ত ভোটাভুটি হবে এবং তারপরেই তা হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছাবে।
উল্লেখযোগ্যভাবে, ডেমোক্র্যাটরা যেমন সরাসরি এই বিলের বিরোধিতা করেছেন, তেমনই রিপাবলিকানদের মধ্যে থেকেও এই বিলের বিরোধিতা এসেছে। তাছাড়াও একদা ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ ধনকুবের এলন মাস্কও এই বিলের বিরোধিতা করেছেন। এই বিল প্রসঙ্গে তিনি জানান, এই খসড়া বিল আমেরিকার লক্ষ লক্ষ কর্মসংস্থান নষ্ট করবে এবং আমাদের দেশের জন্য বিরাট কৌশলগত ক্ষতি করবে। এই বিল আসলে এক উন্মাদ আচরণ এবং সম্পূর্ণ ধ্বংসাত্মক বিল (utterly insane and destructive)।
শনিবার সিনেটের রিপাবলিকান নেতাদের লাগাতার চেষ্টার পর, বিলটি ৫১-৪৯ ভোটে পাস হয়েছে। যদিও রিপাবলিকান নেতাদের এখন এই বিলে পরিবর্তনের দাবি জানানো অসংখ্য সমর্থকদের সন্তুষ্ট করতে হবে। প্রস্তাবিত এই বিলের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প বহু-ট্রিলিয়ন ডলারের ফেডারেল কর কমাবে এবং পেন্টাগন ও সীমান্ত সুরক্ষা সংস্থাগুলিতে আরও অর্থ বিনিয়োগ করবে। এছাড়াও মেডিকেড সহ বিভিন্ন সরকারি সুরক্ষা-নেট ব্যবস্থাগুলিতে বিনিয়োগ কমাবে।
যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪ জুলাই এই বিলে স্বাক্ষর করবেন বলে জানিয়েছেন, তবে সিনেটে পাস হলেও এবার এই বিল হাউসে ফিরে যাবে। শনিবারের ভোটের ফলে সিনেট ট্রাম্পের বিলটি নিয়ে বিতর্ক শুরু করতে পারবে এবং সোমবার সাথে সাথেই ওই কক্ষে চূড়ান্তভাবে পাস করানোর জন্য ভোট গ্রহণ করা হবে।
তবে হাউসে এই বিল খুব সহজে পাস করানো যাবে কিনা তা নিয়ে সংশয় আছে। কারণ দুই রিপাবলিকান সেনেটর এখনও এই বিলের বিরোধিতায় অনড় আছেন। তাঁরা হলেন ক্যালিফোর্নিয়ার ডেভিড ভালাডাও এবং নিউ জার্সির জেফ ভ্যান ড্রিউ। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এই দুই রিপাবলিকান প্রকাশ্যেই এই বিলের বিরোধিতার কথা জানিয়েছেন। তাঁদের প্রধান আপত্তি মেডিকেডে বদল নিয়ে।
Keywords: Donald Trump, Big Beautiful Bill, Senate vote, Republican opposition, 51-49 vote, US politics, Trump legislation
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন