Trump vs Musk: ট্রাম্প-মাস্ক বিরোধ চরমে, প্রাক্তন বন্ধুকে 'গুরুতর পরিণতির' হুঁশিয়ারি প্রেসিডেন্টের

People's Reporter: সাক্ষাৎকারে মাস্কের সঙ্গে তাঁর বিরোধ মেটার সম্ভাবনা উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেন তা আর সম্ভব নয়। আমার তাঁর সঙ্গে কথা বলার কোনও ইচ্ছা নেই। আমি আশা করবো, উনি টেসলা নিয়ে ভালো কাজ করবেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের এলন মাস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের এলন মাস্কফাইল ছবি, গ্রাফিক্স - আকাশ
Published on

ক’দিন আগের ঘনিষ্ঠ বন্ধু এলন মাস্কের সঙ্গে (Elon Musk) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) বিদ্বেষ এখন চরমে পৌঁছেছে। শনিবার এই প্রসঙ্গে ট্রাম্প জানিয়েছেন, এলন মাস্কের (Elon Musk) তাঁর সম্পর্ক এখন অতীত। একই সঙ্গে এলন মাস্ককে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, মাস্ক যদি ডেমোক্র্যাটদের অর্থ সাহায্য করার কথা ভেবে থাকলে তিনি যেন ‘গুরুতর পরিণতি’র (“Serious Consequences”) জন্য প্রস্তুত থাকেন। এনবিসি নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে একথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

ওই সাক্ষাৎকারে মাস্কের সঙ্গে তাঁর সম্পর্ক পুনরায় জোড়া লাগার সম্ভাবনা উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেন তা আর সম্ভব নয়। আমার তাঁর সঙ্গে কথা বলার কোনও ইচ্ছা অবশিষ্ট নেই। আমি আশা করবো, উনি টেসলা নিয়ে ভালো কাজ করবেন। পাশপাশি ট্রাম্প জানান, এলন মাস্কের সংস্থা স্পেস এক্স (SpaceX) অথবা স্টার লিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট (Star Link Satellite Internet)-এর সঙ্গে হওয়া চুক্তি বাতিল করার বিষয়ে তিনি এখনও কিছু ভাবেননি।

সাংবাদিকের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আমি অন্য কাজে খুব ব্যস্ত। আমি নির্বাচনে বিপুল ভোটে জিতেছি। আমি তাকে অনেক সুযোগ দিয়েছিলাম। এই ঘটনা ঘটার আগে আমি তাকে প্রথমে আমার প্রশাসনে সুযোগ দিয়েছিলাম এবং আমার প্রথম প্রশাসনে তাঁর জীবন বাঁচিয়েছিলাম। কিন্তু এখন তাঁর সাথে কথা বলার কোনও ইচ্ছা আমার নেই।

ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ‘বিগ বিউটিফুল বিল’ (Big Beautiful Bill) নিয়ে এলন মাস্কের দ্বন্দ্ব শুরু। যে বিল প্রসঙ্গে মাস্ক এবং ট্রাম্প-এর বাগযুদ্ধ শুরু হয়। এলন মাস্ক ট্রাম্পের আনা ওই বিলকে "অতি জঘন্য" বলে নিন্দা করেন। এই বিলের বিরুদ্ধে এলন মাস্কের বিরোধিতায় মার্কিন কংগ্রেসে আইন পাস করার প্রক্রিয়া জটিল হয়ে ওঠে। রিপাবলিকানরা হাউস অফ রিপ্রেসেন্টেটিভ এবং সিনেটে সামান্য সংখ্যাগরিষ্ঠতা পায়।

গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প এবং এলন মাস্কের মধ্যে বিরোধ চরমে ওঠে। এইসময়েই এলন মাস্কের লাভজনক সরকারি চুক্তি সরাসরি বাতিল করার হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প এবং পাল্টা মাস্ক দাবি করেন যে ডোনাল্ড ট্রাম্প তাঁকে ছাড়া রাষ্ট্রপতি পদের নির্বাচনে জিততে পারতেন না।

ডোনাল্ড ট্রাম্প এবং এলন মাস্কের মধ্যেকার এই দ্বন্দ্বের আবহেই এলন মাস্ক ঘোষণা করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে "মধ্যবর্তী ৮০%-এর প্রতিনিধিত্ব করার জন্য" একটি নতুন রাজনৈতিক দল গঠনের সময় এসেছে! এমনকি তিনি নাকি এই দলের নামও ঠিক করে ফেলেছেন।

ট্রাম্প ও মাস্কের মধ্যের এই দ্বন্দ্ব ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একাধিক সমালোচনামূলক পোষ্ট করেও পরে তা এক্স হ্যান্ডেল থেকে মুছে দিয়েছেন এলন মাস্ক। মুছে দেওয়া এই পোষ্টের মধ্যে এক পোষ্টে এক ব্যবহারকারীর পোস্টের প্রতিক্রিয়া দিয়েছিলেন মাস্ক। যেখানে ওই ব্যবহারকারী লিখেছিলেন, রাষ্ট্রপতি বনাম এলন। কে জিতবে? আমার বাজি এলনের উপর। ট্রাম্পকে ইমপিচ করা উচিত এবং তার জায়গায় ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সকে তার স্থলাভিষিক্ত করা উচিত। যার উত্তরে মাস্ক "হ্যাঁ" লিখেছিলেন।

শেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ধনকুবের এলন মাস্ক, ট্রাম্পের ২০২৪ সালের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বড়ো অঙ্কের তহবিল সংগ্রহ করেছিলেন। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ওই নির্বাচনের এলন মাস্ক প্রায় ৩০ কোটি ডলার খরচ করেছিলেন। রিপাবলিকানদের হাউসে সংখ্যাগরিষ্ঠ আসন ধরে রাখার এবং সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পুনরুদ্ধারের কৃতিত্বও তিনি পেয়েছিলেন।

Keywords: Trump vs Musk, Trump Elon feud, Trump Musk conflict, Trump warns Elon Musk, Trump Musk news, Elon Musk politics, Trump 2025, Elon Musk Trump relationship.

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের এলন মাস্ক
Big Beautiful Bill: ট্রাম্পের বিগ বিউটিফুল বিল-এ বাড়বে অন্য দেশে টাকা পাঠানোর খরচ, চিন্তায় ভারতীয়রা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের এলন মাস্ক
Donald Trump: কাশ্মীর নিয়ে ভারত-পাক দ্বন্দ্ব ১০০০ বছর ধরে চলছে - ট্রাম্পের মন্তব্যে বিস্মিত নেট জগৎ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in