
* মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ভারত ও পাকিস্তান কাশ্মীর নিয়ে ১০০০ বছর ধরে লড়াই করছে।
* ট্রাম্পের এই বক্তব্যে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ চূড়ান্ত ব্যঙ্গও করেছেন।
* তিনি আরও বলেন, তিনি বিশ্বাস করেন, ভারত ও পাকিস্তান নিজেরাই এই বিবাদ মিটিয়ে নেবে।
ভারত পাকিস্তানের বিবাদ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে নেট দুনিয়ায় হাসির রোল। পোপ ফ্র্যান্সিসের শেষযাত্রায় যোগদানের জন্য ভ্যাটিকানের উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি বলেন, ভারত ও পাকিস্তান কাশ্মীর নিয়ে ১০০০ বছরের বেশি সময় ধরে লড়াই করছে। ওটা ১,৫০০ বছরও হতে পারে। যে মন্তব্যে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা একদিকে যেমন ক্ষুব্ধ তেমনই বিস্মিতও।
এদিন সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি ভারতের সঙ্গেও খুব ঘনিষ্ঠ। একইভাবে পাকিস্তানের সঙ্গেও ঘনিষ্ঠ। আমি নিশ্চিতভাবে জানি, এই দুই দেশ কাশ্মীর নিয়ে ১০০০ বছর ধরে লড়াই করছে। তিনি আরও বলেন, যে তিনি এই সমস্যা মেটাতে চান।
কাশ্মীরে সন্ত্রাসবাদী হানার নিন্দা করে ট্রাম্প বলেন, ভারত পাক সীমান্ত অঞ্চলে প্রায় ১৫০০ বছর ধরে উত্তেজনা চলছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে এই উত্তেজনা চিরকালই ছিল। আমি দুই দেশের নেতাদেরই চিনি এবং জানি তারা নিজেরাই কোনও না কোনো ভাবে এই সমস্যা মিটিয়ে নেবে।
ট্রাম্পের মন্তব্য প্রকাশ্যে আসার পরেই বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এক্স-এ মার্কিন প্রেসিডেন্টের কড়া সমালোচনা করেন। এক ব্যবহারকারী বলেন, “তিনি খুবই বিরক্তিকর”। অন্য আরেকজন রসিকতা করে লিখেছেন, “কাশ্মীর সংঘাত সম্পর্কে এর চেয়ে বেশি কেউ জানে না।”
ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য প্রকাশ্যে আসার পরেই সোশ্যাল মিডিয়া জুড়ে হাসির রোল ওঠে। জনৈক ব্যবহারকারী এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আপনি কী বলবেন তা আগে তৈরি করে নিন।’ অন্য এক ব্যবহারকারী এক্স হ্যান্ডেলে লেখেন, ‘উনি আসলে একজন বন্দুক সরবরাহকারী। তাই উনি দুই ক্রেতাকেই পছন্দ করেন।’ অন্য একজন লিখেছেন, পাকিস্তান এবং ভারতের বয়স ৭৭ বছর। ট্রাম্প যে কোনও অর্থহীন কথা বলতে পারেন। অন্য এক ব্যক্তি তাঁকে অনলাইনে ইতিহাসের পাঠ নিতে বলেছেন।
ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করে এক ব্যক্তি এক্স হ্যান্ডেলে লিখেছেন, এই অত্যাচারী ব্যক্তি প্রথম মেয়াদেও একই কাজ করেছিল। আপনারা কী আশা করেছিলেন? আন্তর্জাতিক টিভিতে রাশিয়ার পক্ষ নেওয়ার সময় ইনি জেলেনস্কিকে আক্ষরিক অর্থেই অপমান করেছিলেন। এছাড়াও মার্কিন নীতিনির্ধারকরা সবসময় পাকিস্তানের পক্ষে ছিলেন। তালিবানের কথা মনে আছে? আসলে আইএসআইকে প্রশিক্ষণ দিয়েছিল সিআইএ।
অন্য এক ব্যক্তি লিখেছেন, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে ট্রাম্প পাকিস্তাঙ্কে এফ-১৬ রক্ষণাবেক্ষণের জন্য ৪০০ মিলিয়ন ডলার দিয়েছে। এটা কোনও ঠাট্টা নয়। আর অন্ধভক্তরা ট্রাম্পকে ভগবান মনে করে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন