
ট্রাম্প প্রশাসন থেকে বিদায় নিলেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা তথা স্পেসএক্স-টেসলার কর্ণধার এলন মাস্ক। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি (DOGE)-র প্রধান উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ালেন মাস্ক। মার্কিন প্রশাসনের হয়ে কাজ করার সুযোগ দেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
এক্স মাধ্যমে এলন মাস্ক লেখেন, ""অপচয় কমানোর সুযোগ" দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ। আমার নির্ধারিত সময় শেষ হয়েছে।" তিনি আরও বলেন, “DOGE-এর মিশন একদিন সরকার পরিচালনায় একটি মৌলিক পদ্ধতিতে পরিণত হবে।”
প্রসঙ্গত, ট্রাম্প সম্প্রতি একটি জনকল্যাণমূলক বিলে সই করে বিলটিকে 'বড় সুন্দর বিল' বলেছিলেন। প্রকাশ্যেই এই বিলের সমালোচনা করেছিলেন এলন মাস্ক। একটি সাক্ষাৎকারে মাস্ক বলেছিলেন, "কোনও বিল একই সাথে বড় এবং সুন্দর হতে পারে না। এই বিলটির খরচ প্রচুর। আমরা সরকারের খরচ বাঁচানোর জন্য কাজ করছিলাম। এতদিন যা করেছি তা এই বিলটির জন্য ব্যর্থ হয়ে যাবে।"
জানা যায়, বিলটিতে সম্মতি নেই মাস্কের। যদিও হোয়াইট হাউসের কর্তারা দাবি করেছিলেন, ট্রাম্প এই বিলে স্বাক্ষর করায় বহু টাকা বাঁচবে। মাস্কের আপত্তি সত্ত্বেও বিলটি আইনে পরিণত করার জন্য মরিয়া ট্রাম্প। সেই কারণে হয়তো মেয়াদ শেষের আগেই পদত্যাগ করলেন এলন মাস্ক।
ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনী প্রচারে এলন মাস্ক ছিলেন অন্যতম বড় সাথী। এমনকি নির্বাচনে জয়লাভের পর ট্রাম্প তাঁর বিজয় বক্তৃতায় মাস্কের প্রশংসা করে বলেছিলেন, “একটি তারার জন্ম হয়েছে।”
DOGE বিভাগ গঠন করার পর, মাস্ক সেখানে অতি উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মীদের নিয়োগ করেন। তিনি জানিয়েছিলেন, তাঁর কর্মীরা সপ্তাহে ৮০ ঘন্টার বেশি কাজ করে সরকারি খরচ বাঁচানোর চেষ্টা করছে। বহু সরকারি কর্মীকে ছাঁটাই করা হয় এবং বেশ কয়েকটি বিভাগকে সংক্ষিপ্ত বা বন্ধ করে দেওয়া হয়।
গত জানুয়ারি মাসে দ্বিতীয়বার মার্কিন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্প তাঁর নতুন প্রশাসনে যুক্ত করেন এলন মাস্ককে। এপ্রিলের শেষের দিকে এক সাক্ষাৎকারে মাস্ক স্বীকার করেন যে তিনি DOGE-এর মাধ্যমে তাঁর সব লক্ষ্য পূরণ করতে পারেননি। উল্লেখ্য, ১৩০ দিনের জন্য মার্কিন প্রশাসনের সাথে যুক্ত হয়েছিলেন মাস্ক। আগামীকাল অর্থাৎ শুক্রবার সেই ১৩০ দিনের মেয়াদ শেষ হচ্ছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন