
হুগো সাভেজের (Hugo Chávez) ভেনেজুয়েলায় সাধারণ নির্বাচনে আবারও জয়লাভ করলেন নিকোলাস মাদুরো (Nicholas Maduro)। ক্ষমতাসীন গ্রেট প্যাট্রিওটিক পোল কোয়ালিশন এই নির্বাচনে ৮৩ শতাংশের বেশি ভোট পেয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে সে দেশের ন্যাশনাল ইলেক্টোরাল কাউন্সিল (CNE)। জাতীয় সংসদের ২৬৭ আসনের মধ্যে ক্ষমতাসীন দল পেয়েছে ২৫৩ আসন।
শেষ পাওয়া খবর অনুসারে, প্রায় সব ব্যালটই গণনা হয়ে গেছে এবং নিকোলাস মাদুরোর দল ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অফ ভেনেজুয়েলা (PSUV)-র ক্ষমতাসীন জোট ভোট পেয়েছে ৫০ লক্ষের বেশি। যা জাতীয় সংসদের জন্য প্রদত্ত মোট ভোটের ৮২.৬৮ শতাংশ। ভেনেজুয়েলায় গত রবিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিরোধী দল ভোটে কার্যত অনুপস্থিত থাকা সত্ত্বেও, রবিবার রাজ্য গভর্নর এবং জাতীয় পরিষদের সদস্যদের নির্বাচনের ভোটে মাদুরোর ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অফ ভেনেজুয়েলা (PSUV) জয়লাভ করেছে।
রাজধানী কারাকাসে এক সাংবাদিক সম্মেলনে সিএনই সভাপতি এলভিস আমোরোসো জানিয়েছেন, এবারের নির্বাচনে ক্ষমতাসীন জোট মোট ৫৫,০৭,৩২৪ প্রদত্ত ভোটের মধ্যে ৪৫,৫৩,৪৮৪ ভোট পেয়েছে।
সিএনই-র তথ্য অনুসারে, ভেনেজুয়েলার প্রধান বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদোর নেতৃত্বে উগ্র দক্ষিণপন্থী বিরোধী দলগুলি আইনসভা এবং আঞ্চলিক নির্বাচন বয়কটের আহ্বান জানিয়েছিল। মার্কিন-সমর্থিত এই বিরোধী গোষ্ঠীগুলি ২৮ জুলাই, ২০২৪ সালের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ের দাবি জানিয়েছিল, যে নির্বাচনে রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো তৃতীয় বারের জন্য ক্ষমতায় অধিষ্ঠিত হন।
ভেনেজুয়েলার ন্যাশনাল ইলেক্টোরাল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট কার্লোস কুইন্টেরো জানিয়েছেন বিরোধী জোট অনেকটাই পিছিয়ে। এছাড়াও ডেমোক্রেটিক অ্যালায়েন্স পেয়েছে ৬ শতাংশ ভোট এবং ইউএনটিসি-ইউনিকা জোট পেয়েছে ৫ শতাংশ ভোট।
জাতীয় সংসদ ছাড়াও দেশের ২৪টি গভর্নর পদের মধ্যে ২৩টিতেই জয়ী হয়েছে ক্ষমতাসীন জোট। স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে মোট ২৬০ আসনের মধ্যে ক্ষমতাসীন জোট জয়ী হয়েছে ২৩৫ আসনে।
ভেনেজুয়েলার এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ২ কোটি ১০ লক্ষ। যদিও ভোট দিয়েছে ৮৯ লক্ষের কাছাকাছি মানুষ। যদিও এই নির্বাচন বয়কটের ডাক দিয়েছিল ভেনেজুয়েলার প্রধান বিরোধী দল।
জয়ের পর নিকোলাস মাদুরো জানিয়েছেন, “এই বিজয় সমগ্র ভেনেজুয়েলার শান্তি ও স্থিতিশীলতার বিজয়।” যদিও বহু বিরোধী সমর্থক জানিয়েছেন, গত জুলাইয়ে সিএনই দ্রুত বিস্তারিত ফলাফল প্রকাশ না করেই মাদুরোকে বিজয়ী ঘোষণা করার কারণে তারা নিজেদের ভোটদান থেকে সরিয়ে নিয়েছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন