IND-BAN Relation: 'ভারতের এই পদক্ষেপ গ্রহণযোগ্য নয়' - সেনা হস্তক্ষেপের হুঁশিয়ারি বাংলাদেশের

People's Reporter: পাল্টা বাংলাদেশে অবৈধভাবে বসবাসকারীদের ভারতে ফেরত পাঠানো হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যদিও তা যথাযথ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে হবে বলেই জানিয়েছেন বিগ্রডিয়ার জেনারেল।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - সংগৃহীত
Published on

ভারত যেভাবে অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে তা 'অগ্রহণযোগ্য'। সোমবার সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক অভিযান দপ্তরের ডিরেক্টর, ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ নাজিম-উদ-দৌলা। তিনি জানিয়েছেন, প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী হস্তক্ষেপ করতে প্রস্তুত।

এমনকি পাল্টা বাংলাদেশে অবৈধভাবে বসবাসকারীদের ভারতে ফেরত পাঠানো হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যদিও তা যথাযথ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে হবে বলেই জানিয়েছেন বিগ্রডিয়ার জেনারেল।

২০১৬ সালের সরকারি হিসেব অনুযায়ী, ভারতে প্রায় দু'কোটি অবৈধ অভিবাসী বসবাস করে। যার মধ্যে বাংলাদেশিদের সংখ্যা কয়েক লক্ষ। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই এই অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে জোরদার অভিযান শুরু করেছে ভারত সরকার। বাংলাদেশী অনুপ্রবেশকারীদের বিজেবি-র হাতে তুলে দেওয়া হচ্ছে। এটাকে 'পুশ-ইন' বা 'ঠেলা মারা'-র মতো করে দেখছে ঢাকা।

‘ঢাকা ট্রিবিউন’-এর প্রতিবেদন অনুযায়ী, ব্রিগেডিয়ার জেনারেল নাজিম-উদ-দৌলা জানিয়েছেন, সরকার নির্দেশ দিলে এই বিষয়ে হস্তক্ষেপ করতে প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী। তিনি বলেন, "বিজিবি এই সমস্যাটি কার্যকর ভাবে মোকাবিলা করছে। তবে প্রয়োজনে অথবা সরকারের নির্দেশে হস্তক্ষেপ করতে প্রস্তুত সেনাবাহিনী। আসলে এই পরিস্থিতি আমরা গ্রহণযোগ্য বলে মনে করি না।"

তিনি আরও বলেন, "ভারতের মতো চাপ প্রয়োগ করে নয়, কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাসী বাংলাদেশ। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই ভারতকে চিঠি দিয়েছে। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান বিষয়টি নিয়ে নয়াদিল্লির সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বজায় রাখছেন"।

প্রসঙ্গত বিভিন্ন প্রতিবেদন অনুসারে, চলতি বছর ৩০ এপ্রিল পর্যন্ত ১০০ জন বাংলাদেশিকে বিজিবি-র হাতে তুলে দেওয়া হয়েছে। ২০২৪ সালে যে সংখ্যাটা ছিল ২৯৫।

প্রতীকী ছবি
Donald Trump: বিদেশি পড়ুয়া ভর্তিতে স্থগিতাদেশ; ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনায় হার্ভাড বিশ্ববিদ্যালয়

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in