
বিদেশি পড়ুয়া ভর্তি নিয়ে ট্রাম্প প্রশাসনের নীতির কড়া সমালোচনা করল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। সম্প্রতি মার্কিন প্রশাসন জানিয়েছে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি করতে পারবে না বিশ্ববিদ্যালয়টি। সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়, "হার্ভাড বিশ্ববিদ্যালয় আর বিদেশি পড়ুয়া ভর্তি করাতে পারবে না। পাশাপাশি যতজন বিদেশি পড়ুয়া বর্তমানে রয়েছে তাদের সকলকে স্থানান্তর করতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হিংসা, ইহুদি-বিদ্বেষ বা অ্যান্টিসেমিটিজম এবং চীনা কমিউনিস্ট পার্টির পক্ষে বিভিন্ন কার্যকলাপ চলছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনেক ভালো কাজ করার সুযোগ ছিল। কিন্তু তারা সেটা পালন করেনি। আইন মেনে চলার ব্যর্থতার ফলে তারা তাদের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম সার্টিফিকেশন হারিয়েছে।"
এই নির্দেশিকার তীব্র সমালোচনা করেছে হার্ভার্ড কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জেসন নিউটন এক বিবৃতিতে জানান, "১৪০ টিরও বেশি দেশ থেকে আগত অধ্যাপক ও পড়ুয়ারা আমাদের বিশ্ববিদ্যালয়ে আসেন। তাঁদেরকে সমস্ত রকম সুবিধা প্রদানে হার্ভার্ড প্রতিশ্রুতিবদ্ধ।"
বিবৃতিতে তিনি প্রশাসনের নির্দেশিকাকে 'প্রতিশোধমূলক' বলে উল্লেখ করেন। জেসন জানান, "এই নির্দেশ আমাদের দেশের জন্য গুরুতর হুমকি। হার্ভার্ডের অ্যাকাডেমিক এবং গবেষণা মিশন এই নির্দেশের কারণে দুর্বল হবে।"
প্রসঙ্গত, দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রশাসনে ক্ষমতায় এসেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এপ্রিল মাসেই ২ বিলিয়ন ডলারের বেশি তহবিল স্থগিত করেছিল মার্কিন প্রশাসন। যার জেরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া সহ একাধিক বিষয়ে সমস্যা তৈরি হয়। বিশ্ববিদ্যালয়ে একাধিক পরিবর্তনের নির্দেশ দেয় সরকার। সেই সময়ও ট্রাম্পের তীব্র সমালোচনা করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মার্কিন প্রশাসন বিশ্ববিদ্যালয়কে 'নিয়ন্ত্রণের চেষ্টা' করছে বলে অভিযোগ করেছিল হার্ভার্ড।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে হার্ভার্ডে ৬,০০০ এরও বেশি বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছিল। তবে ট্রাম্প প্রশাসন হার্ভার্ডকে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি পুনরায় শুরু করার জন্য ৬টি শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে হার্ভার্ডকে গত পাঁচ বছরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া একজন অ-অভিবাসী শিক্ষার্থীর অবৈধ, বিপজ্জনক বা সহিংস কার্যকলাপের সমস্ত রেকর্ড (ইলেকট্রনিক রেকর্ড, অডিও বা ভিডিও ফুটেজ) জমা দিতে হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন