• বারোটি দেশের নাগরিকদের আমেরিকা প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা।
• সাতটি দেশের ক্ষেত্রে আংশিক নিষেধাজ্ঞা।
• নির্দেশ জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
• প্রভাবিত হতে চলেছে সাড়ে ৩ লক্ষের বেশি অভিবাসী।
বারোটি দেশের নাগরিকদের জন্য আমেরিকার দরজা বন্ধ করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এই তালিকায় আছে আফগানিস্তান সহ বারোটি দেশ। এর পাশাপাশি আমেরিকার ভিসা প্রদানের ক্ষেত্রে সাতটি দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যার মধ্যে অন্যতম প্রধান দেশ হল কিউবা (Cuba)। এক ভিডিও বার্তায় এই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী ৯ জুন থেকে এই নিষেধাজ্ঞা (Ban) কার্যকর হবে।
এই নিষেধাজ্ঞার ফলে ৩ লক্ষের বেশি মানুষ প্রভাবিত হতে চলেছেন বলে জানা গেছে। মার্কিন অভিবাসী বিভাগের তথ্য অনুযায়ী ২০২২ সালেই এই ১৯টি দেশের মোট ৩,৬৩,৫৪৯ জন অস্থায়ী ভিসা নিয়ে আমেরিকায় প্রবেশ করেছেন।
আমেরিকার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির (Department of Homeland Security) তথ্য অনুসারে ২০২২ সালে আমেরিকায় আফগানিস্তানের ২,৩৫৯ জন, বুরুন্ডির ৯৩৯ জন, চাদের ৭৮০ জন, রিপাবলিক অফ কঙ্গোর ৯২১ জন, কিউবার ১৩,০৭৯ জন, গায়নার ১,১১৬ জন, এরিট্রিয়ার ৭২৪ জন, হাইতির ৬৬,৫৬৩ জন, ইরানের ৮,৮৮৮ জন, লাওসের ১,২৯০ জন, লিবিয়ার ১,১৫৪ জন, মায়ানমারের ৩,৮৬৯ জন, সিয়েরা লিয়নের ৩,৫০৫ জন, সোমালিয়ার ২০৭ জন, সুদানের ২,৫২০ জন, টোগোর ১,৫৭০ জন, তুর্কমেনিস্তানের ৭৩৫ জন, ভেনেজুয়েলার ২,৫০,২৩৪ জন এবং ইয়েমেনের ২,০৯৬ জন অস্থায়ী ভিসা নিয়ে আমেরিকায় প্রবেশ করেছেন।
কোন কোন দেশের জন্য আমেরিকা ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ?
ডোনাল্ড ট্রাম্প যে বারোটি দেশের নাগরিকদের জন্য আমেরিকা ভ্রমণ নিষিদ্ধ করেছেন আফগানিস্তান ছাড়াও তার মধ্যে আছে ইয়েমেন, সুদান, সোমালিয়া, মায়ানমার, লিবিয়া, ইরান, হাইতি, এরিট্রিয়া, ইকুয়েটোরিয়াল গায়না, কঙ্গো ব্রাজিভিলি এবং চাদ।
কোন কোন দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞা জারি?
এছাড়াও ভিসা প্রদানের ক্ষেত্রে বুরুন্ডি, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা এবং কিউবার জন্য বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই তালিকায় ইজিপ্টের নামও যুক্ত হতে পারে।
এবারের নির্বাচনী প্রচার চলাকালীন এই নিষেধাজ্ঞার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এদিনের ঘোষণার পর ট্রাম্প জানিয়েছেন, এর ফলে আমেরিকানরা বেশ কিছু বিপজ্জনক বিদেশিদের হাত থেকে রক্ষা পাবে।
কীভাবে এই নিষেধাজ্ঞা কার্যকরী হবে?
মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপিত ১২টি দেশের নাগরিকদের সমস্তরকমের অভিবাসী এবং অ-অভিবাসী ভিসা বাতিল করা হবে।
আংশিক বিধিনিষেধের আওতায় থাকা সাতটি দেশের নাগরিকরা আর স্থায়ী অভিবাসন, ছাত্র ভিসা এবং পর্যটন ভিসার জন্য অভিবাসী ভিসা বা অ-অভিবাসী অস্থায়ী ভিসার জন্য আবেদন করতে পারবেন না। এর মধ্যে রয়েছে B-1, B-2, B-1/B-2, F, M এবং J। তবে এই সাতটি দেশের নাগরিকরা এখনও কিছু অস্থায়ী ভিসার জন্য আবেদন করতে পারবেন।
কাদের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকরী হবে না?
মার্কিন যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ড ধারক অথবা বর্তমানে যাদের ভিসা আছে।
বিদেশী কূটনীতিকরা, যারা নির্দিষ্ট অ-অভিবাসী ভিসার অধীনে ভ্রমণ করছেন।
নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত ১৯টি দেশের দ্বৈত নাগরিক, যদি তারা এমন কোনও দেশের পাসপোর্টে ভ্রমণ করেন যা নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয়।
ক্রীড়াবিদ বা অ্যাথলেটিক দলের সদস্য, যেমন কোচ, সহায়ক ভূমিকা পালনকারী ব্যক্তি এবং তাদের আত্মীয়স্বজন, বিশ্বকাপ বা অলিম্পিকের মতো কোনও বড় ক্রীড়াসূচীর জন্য ভ্রমণ করছেন।
তাৎক্ষণিক পারিবারিক অভিবাসী ভিসা (IR-1/CR-1, IR-2/CR-2, IR-5) "পরিচয় এবং পারিবারিক সম্পর্কের স্পষ্ট এবং বিশ্বাসযোগ্য প্রমাণ সহ (যেমন DNA)"।
দত্তক নেওয়া ব্যক্তিরা।
আফগান বিশেষ অভিবাসী ভিসা।
মার্কিন সরকারি কর্মচারীদের জন্য বিশেষ অভিবাসী ভিসা।
ইরানে নিপীড়নের সম্মুখীন জাতিগত এবং ধর্মীয় সংখ্যালঘুদের জন্য অভিবাসী ভিসা।
Keywords: Trump, Travel Ban, US, Restrictions, Donald Trump, Partial Travel Ban, Trump Immigration Policy
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন